নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সিক্রেট

০৯ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:০২

১৯৭১ সালে পাকিস্তান মুসলিম হয়ে মুসলিমদের হত্যা করেছে,
.
২০১৯ সালে ভারত পাকিস্তানকে হত্যা করেছে, পাকিস্তান ভারতীয়দের,
.
ননমুসলিমদের দাবী লন্ডন, ভারতের মেন্ট্রোরেল, টুইন টাওয়ারে বোম্বিং করে মানুষ মেরেছে মুসলিমরা,
.
তাই তারা আফগানিস্তান, ইরাক, সিরিয়াতে মুসলিমদের হত্যা করতেছে!
.
মুসলিমরা বলছে ননমুসলিমরা সন্ত্রাসী, খ্রিস্টানরা বলছে মুসলিমরা সন্ত্রাসী
.
আমেরিকা কিংবা ইসরাইলের দ্বারা হত্যাকান্ড সাপোর্ট করলে তয়োধ্বনি উঠে, ওরে তোরা কেউ নোবেল ছুড়ে দেস না কেরে!
.
অন্যদিকে নিরীহ মুসলিমদের হত্যাকান্ডের বিরুদ্ধে বললে তুমি হয়ে যাবে জঙ্গী
.
ধর্ম নিয়ে পোনাপোনি করে মাঝখান দিয়ে কেউ অস্ত্র বানিয়ে তা দুই পক্ষের কাছে বিক্রী করে লাভ পকেটে নিয়ে ক্যাসিনোতে উল্লাস করছে!
.
কেউবা তেল চুরি করে নিয়ে নিজের দেশে উন্নতি ঘটাচ্ছে!
.
সধারণত বলা হয়ে থাকে রথচাইল্ড ফ্যামেলি ব্যাংকিং ব্যবস্থার জনক
.
পুরো বিশ্বের ধরতে গেলে তাবৎ অর্থনীতি তাদের নিয়ন্ত্রণে এমনকি আমেরিকার ফেডারেল রিজার্ভ সিস্টেমও যেটা আসলে বেসরকারী ব্যাংক!
.
তার বিরুদ্ধে কথা বললে খোদ আমেরিকার প্রেসিডেন্ট খুন হয়ে গুম হয়ে যায়!
.
ছোট করে যদি তাদের কৌশল নিয়ে পূর্বে ফিরে যায় তাহলে দেখা যাবে শতাব্দি আগে তারা দুই দেশে যুদ্ধ লাগিয়ে দুই ভাই তাদের লোন দিতো যুদ্ধ করার,
.
যুদ্ধে যে ই জিতুক দিন শেষে লাভ এসে জমা হতো পৃথিবীর সবচেয়ে সিক্রেট পরিবারটির কোষাগারে!
.
সেই পরিবারের হাতে এখন পৃথিবীর ভাগ্যের চাকা,
.
কৌশল একটা ই, ভাইয়ে ভাইয়ে পোনাপোনি লাগিয়ে দিয়ে মাঝখান থেকে মধু নিয়ে ভেগে যাওয়া!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪

রাজীব নুর বলেছেন: যুদ্ধ লাগবে না। এমনিতেই সব ঠিক হয়ে যাবে।

২| ১১ ই আগস্ট, ২০১৯ রাত ১১:০৬

প্রবালরক বলেছেন: পুজিবাদের নিজস্ব অস্তিত্বের প্রয়োজনে কোথাও না কোথাও যুদ্ধ লাগিয়ে রাখতে হয়।
আবার যুদ্ধ ছাড়া আর্থ-সামাজিক-রাজনৈতিক শৃঙ্খল থেকে মুক্তি পাওয়া যায়না।
সামাজিক মূল্যবোধের আমুল পরিবর্তনেও যুদ্ধের চেয়ে বড় কৌশল এখনো আবিস্কার হয়নি।
তাই যুদ্ধ থাকবে। প্রয়োজনেও থাকবে অপ্রয়োজনেও থাকবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.