নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
নিউজ ভেসে আসছে, এরশাদই প্রথম মসজিদের বিদ্যুৎ বিল ফ্রি ঘোষনা করেন!
.
পল্লীবন্ধু এরশাদ আর নেই.........!
.
দেশে রাষ্ট্র ধর্ম ইসলামের ঘোষক এরশাদ আর নেই!
.
এরশাদের জন্য হাত জোর করে ক্ষমা প্রার্থনা করলেন কাদের!
.
প্রথমে ভাবলাম ওবায়দুল কাদের পরে দেখলাম জিএম কাদের!
.
আজ প্রথম জানলাম এরশাদ চাচা উকিল হতে চেয়েছিলেন!
.
জেনে নিলাম তার পছন্দের খাবারগুলো,
.
কেউ কেউ বলছে মোদের স্বৈরশাসক ই ঢেড় ভালো ছিলো!
.
আরো চোখে পড়লো, স্বৈরশাসক হলেও এরশাদ জনগণের ভোটেই সংসদে এসেছেন বারবার!
.
যোগাযোগ ব্যবস্থায় এরশাদের অবদান অবিস্মরণীয়!
.
কে যেনো বলেছিলো, গণতন্ত্রের স্বৈরশাসকদের চেয়ে সেনা শাসক খ্রাপ না,
.
ঐ দিকে, এরশাদের ছেলেমেয়েরা কে কোথায়? এমন নিউজও চোখে পড়লো!
.
কেউ বলেনি, আজ কত মেয়ে প্রেম হারা হয়েছে! কত স্ত্রী স্বামী হারা!
.
মৃত মানুষদের দোষ বলতে নেই! সে স্বৈরশাসক হলেও আজ মরে যাওয়ার পর খলিফা ওমরের মতো ন্যায়বান কারো কারো চোখে,
.
আসলে বলতে এসেছি, এরশাদ একটা বিষয় দেখিয়ে দিয়েছিলেন কিভাবে স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে ফিরে আসতে হয়!
.
লোকটা সত্যি এদিক দিয়ে এতো খ্রাপ না, আমি বলতে চাচ্ছি, এরশাদ সত্যি আইডল!
.
কারণ, সে অন্তত অন্যদের মতো গণতন্ত্র থেকে স্বৈরতন্ত্রে ফিরে যাওয়ার মানসিকতা থেকে বের হয়ে আসতে পেরেছিলেন!
২| ১৪ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:১২
রাজীব নুর বলেছেন: পড়লাম।
৩| ১৪ ই জুলাই, ২০১৯ রাত ৮:০৪
সাদা মনের মানুষ বলেছেন: খ্রাপ না
৪| ১৪ ই জুলাই, ২০১৯ রাত ৯:০৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার মনে আছে, ১৯৮৭ সালে আমাদের এলাকায় এক তরুণ মাইকে শ্লোগান দিচ্ছিলেন, "এরশাদ তোর মরণ হবে, কাফন ছাড়া দাফন হবে"।
১৯৯০ সালের ৪ ডিসেম্বর ঢাকার রাজপথে বিশাল জনতার বিজয় মিছিলে অনেকের হাত উঁচিয়ে ধরা দৈনিক সংবাদ এর বিশেষ টেলিগ্রাম সংখ্যা। তাতে হেডলাইন মাত্র দুটি শব্দের "এরশাদের বিদায়।
আজ তিনি সত্যি সত্যি বিদায় নিলেন।
৫| ১৫ ই জুলাই, ২০১৯ রাত ২:০৪
আমিই মুসাফির বলেছেন: হ্যায় বুদ্ধুমান ছিলো।
এয়লাইগ্যা হে প্রশংসার দাবীদার।
©somewhere in net ltd.
১| ১৪ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৪৮
তারেক_মাহমুদ বলেছেন: এরশাদ একজন বিখ্যাত কবি, সেটাতো বললেন না।