নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

আহারে আবেগের বিশ্বকাপ

২১ শে জুন, ২০১৯ রাত ১২:৪২

কিছু কিছু হার হৃদয় জয় করে নেয়,
.
ক্যান্টেনমেন্ট সুপার মার্কেটের সেই চায়ের দোকানের ছেলেটার জন্য খারাপ লাগছে যে উইকেট পড়ার উত্তেজনায় অংশ নিতে গিয়ে চায়ের কাপ ভেঙ্গে যাওয়ায় দোকানের মালিকের বকুনি খেয়ে যাচ্ছিলো!
.
সত্যি খারাপ লাগছে সেসব মানুষগুলোর জন্য, যারা অক্সিজেন থেকে বিশ্ববিদ্যালয় দুই নম্বর গেইট পর্যন্ত সাতটা টিভির শো রুমের কাঁচের বাহির থেকে ফ্যালফ্যাল করে তাঁকিয়ে ছিলো!
.
বাচ্চা ছেলেটার জন্য মায়া হচ্ছে, ক্রিকেট বুঝার বয়স না হওয়া সত্ত্বেও 'জিতবে এবার জিতবে ক্রিকেট' বলে চিৎকার করে করে বাসার পাশ দিয়ে শোভাকলোণী মসজিদে যাচ্ছিলো!
.
মুটকুর কথা মনে পড়ছে, জীবনে ক্রিকেট মাঠে যায়নি সে, তবুও ক্রিকেট ঘিরে তার অসম্ভব উন্মাদনা,
.
আজ কে যেনো বলছিলো, আগামীকাল অফিস বন্ধ আর আজ রাতে বাংলাদেশের ব্যাটিং, এটা তো চাঁদ রাত! হঠাৎ কমিটি হয়তো ঘোষণা করেছে তার আকাশে আজ চাঁদ দেখা যায়নি হয়তো পরের ম্যাচে দেখা যেতে পারে!
.
মুশফিকের জন্য কেমন যেনো অনুভূতি, সেদিন কিপিং মিস্ করে সমালোচিত হওয়ার পরও আজ সেঞ্চুরি মিস্ করেনি কিন্তু জয় মিস্ করেছে!
.
মিসিং, মন খারাপ, দূর্ভাগ্য, স্তব্দতা যেনো ছাড়ছে না,
.
জোর গলায় অন্তত বলতে ইচ্ছে করে প্রিয় মাশরাফির শেষ বিশ্বকাপ এতো ভালো খেলে কি আমরা সেমিফাইনালটা তাকে উপহার দিতে পারবো না!
.
রুবেল রুবেল বলে গলা ফাটিয়ে আজ আবার সাইফুদ্দিনের জন্য মন আনচান করছিলো, মনে হচ্ছিলো তাকে আজ দরকার ছিলো,
.
হয়তো সাইফুদ্দীনের মতো মাশরাফি হারিয়ে গেলে আমার ড্রেসিং রুমের একজন মোটিভেশন দাদাকে খুঁজে ফিরবো!
.
সেদিন হয়তো বোলিং ব্যাটিং ফিল্ডিং সব কিছু থাকার পরও হেরে যেতে যেতে বলবো 'সব ঠিক ছিলো কিন্তু বন্ধনের সুতোটা মনে হয় হারিয়ে ফেলেছি!'
.
শ্লার মাইগ্রেনের সমস্যায় আক্রান্ত বন্ধুটা সেই তিনটা থেকে টানা খেলা দেখে যাচ্ছে, কোন সমস্যা হয়নি, ম্যাচ হারার পর থেকে নাকি তার মাথা ব্যথা শুরু হয়েছে!
.
এসব আবেগ নিয়ে কই যাবো আমরা! কারে শুধাবো, আজ আমার কিংবা আমাদের মন খারাপ!
.
কারে গালি দিবো, যাদের গালি দিবো সেসব প্লেয়ারদেরও তো চোখে জল টলমল!!!
.
কিছুক্ষণ ভাগ্যকে গালি দিয়ে বিষণ্ন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে এক প্রকার বোবা হয়ে আছি,
.
ওদিকে বাঘের প্রতিকৃতিগুলো ছক্কা চারের পর এতো বেশী গর্জন করেছে যে প্যাভিলিয়নের চেয়ার উপ্রে পেট চেপে রাখার কারণে বিড়ালের মতো চুপসে আছে!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৯ ভোর ৪:২৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: খেলায় হার-জিৎ থাকবেই | কিন্তু ধারাবাহিকভাবে ভালো খেলাটা অনেক শুভ লক্ষণ যা বাংলাদেশ ক্রিকেট টিমের মধ্যে দেখা যাচ্ছে | এইভাবে খেলে গেলে আগামীতে বাংলাদেশ যে ক্রিকেট জায়েন্টে পরিণত হবে তাতে কোনো সন্দেহ নেই - প্রয়োজন ধারাবাহিকতা |

২| ২১ শে জুন, ২০১৯ সকাল ১১:৪১

রাজীব নুর বলেছেন: এই হারেও আনন্দ আছে।

৩| ২১ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:১৬

মাহমুদুর রহমান বলেছেন: মানুষ হারতে হারতেই একদিন জয়লাভ করবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.