নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
রবি নাম্বারে ৩৫ টাকা ঢুকালাম ৭৫ এমবি এবং চল্লিশ মিনিটের একটা কম্বো প্যাকেজ চলে আসলো,
.
আরেকদিন জরুরী ভিত্তিতে ৪১ টাকা রিচার্জ করলাম ডাটা প্যাক চালু হয়ে গেলো,
.
হেল্প লাইনে ফোন করে বললাম, আপনাদের প্যাকেজ আমি চাইনা আমার টাকা ব্যালেন্স হিসেবে ফেরত দিন্!
.
সুন্দরী মহিলা বললো, স্যার, এমন কোন সুযোগ নেই আপনি বরং কম্বো প্যাকেজটি উপভোগ করুন
.
বললাম 'আমি আপনাদের গ্রাহক' টাকা ফেরত দেওয়া উচিত, এটা অন্যায়!
.
বেপারটা আমি কলা খাওয়ার জন্য পে করলাম সে আমাকে জোর করে বলছে আপনাকে আপেল খেতেই হবে!
.
আশ্চর্য হলাম, কঠিন আশ্চর্য! অন্যদিকে বিশ্বকাপে ইংল্যান্ড বাংলাদেশের বলারদের তুলোধুনো করে চলছে,
.
বললাম বিটিআরসিতে রিপোর্ট করবো, দরকার হলে ভোক্তা অধিকারে জানাবো, আমার কম্বো প্যাকেজ লাগবে না, এটার একটা সমাধান থাকা উচিত!
.
বিশাল এক লিস্ট বললো, এত এত এত এত টাকা ঢুকালে আমাদের প্যাকেজগুলো অন হয়ে যাবে! বাধ্য হয়ে ব্যবহার করতে হবে! কোন উপায় নেই!
.
শ্লার দেশে যে যেমনে পারে এমনে আইন বানায়,
.
কিছুদিন আগে ভারতে বাতিল টিকেট বাবদ টানা দু’বছর আইনি লড়াইয়ের মাধ্যমে রেল কর্তৃপক্ষের সঙ্গে বাদানুবাদ চালিয়ে শেষমেশ ৩৫ টাকা ফেরত পেয়েছিলেন সুজিত,
.
ভারতে ভোক্তা অধিকারের জন্য এমন লড়াই করা ভোক্তারা আছে বলেই সেখানে ভোক্তার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে!
.
স্যালুট জানাতে বাধ্য এসব ঘাড় ত্যাড়াগুলোকে,
.
আমরা শুধু অধিকার নিয়ে চিল্লাই! তারপর মাত্র ৩৫ টাকাই তো বলে কেটে পড়ে অধিকার আদায়ের মিথ্যে আত্মতুষ্টিতে ভুগী!
.
অধিকার আদায় করে নিতে হয়! কেউ কাউকে দেয় না! এগুলো বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে! শেয়ার করে জানিয়ে দিতে হবে!
.
টাকা দিবি কি না বল! শ্লার রবি! শ্লার অপারেটরগুলো!
২| ০৮ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭
ঋণাত্মক শূণ্য বলেছেন: ভাই, এই যে আপনি এক প্যারার লেখা হুদা কামে পোষ্ট বড় করতে এন্টার দিয়ে দিয়ে আর মধ্যে খানে একটা করে ফুলস্টপ দিয়ে দিয়ে বড় করে ভ্যাজাল করেন; এইটা তো ঠিক না। পাঠকের অধিকার হচ্ছে সুষ্ঠভাবে লেখা পড়তে পারা; তো আমরা কি ভাবে এই অধিকার আদায় করে নিতে পারি? বলবেন কি?
৩| ০৮ ই জুন, ২০১৯ রাত ৮:০৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কানটি চাপলে মাথা আসে,
তো লেখক কেন ভালো কবিতা বা গল্প বলবে না
সে আন্দোলন হোক ।
৪| ০৮ ই জুন, ২০১৯ রাত ১১:৪৭
রাজীব নুর বলেছেন: হা হা হা----
©somewhere in net ltd.
১| ০৮ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:০১
ভুলো মন বলেছেন: আমার ক্ষেত্রেও এরকম হয়েছে, টেলিটকে। রিচার্জ করলাম তিনশত কত টাকা যেন, চালু হয়ে গেল ৫জিবির প্যাক!!!
এক্ষেত্রে একটা মেসেজ আসা উচিত, আপনি এত টাকা রিচার্জ করেছেন, আপনার অমুক প্যাকেজ চালু হয়ে যাবে, রাজি থাকলে ১ চাপুন।