নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
এক বছর আগে মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী ব্যবহার করার কারণে আমার এলাকার খ্যাতনাম ‘হাবিব তাজকিরা’ 'মেক আপ আর্ট বাই রাজু’ 'টাচ অ্যান্ড গ্লো’কে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছিলো,
.
এগুলো আবার হেব্বী নামকরা!
.
একদম টাটকা নিউজ, শতভাগ মেয়াদ উত্তীর্ণ পণ্য, পারসোনাকে ১৫ লাখ টাকা জরিমানা,
.
চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এমইউ কবির চৌধুরির মতে এসব প্রসাধনী ত্বকে শত রকমের সমস্যা ছাড়াও ক্যান্সারও সৃষ্টি করার ক্ষমতা রাখে!
.
শুধু ঢাকার চকবাজারে পঞ্চাশ রকমেরও বেশী নকল প্রসাধনী তৈরী হতো,
.
প্রত্যেকটা জেলার আনাচে কানাচে নকল প্রসাধনী পৌঁছে গেছে! যাচ্ছে! যাবে!
.
খবরে প্রকাশিত, গার্নিয়ার, ট্রেসমি, লরিয়েল, ফার্মাসি, হারবাল এসেন্স, প্যান্টিন, ওলে, নিভিয়া, ডাভ, ল্যাকমে থেকে শুরু করে যেসব বিদেশী প্রসাধনীতে বাজার সয়লাব তাদের মোড়কে বিএসটিআইয়ের মান চিহ্ন পর্যন্ত নেই!
.
খোঁজ, থ্রি সিক্সটি ডিগ্রীসহ শত শত অনুসন্ধান রিপোর্টে প্রতিনিয়ত উঠে আসছে ভয়াবহ চিত্র,
.
কয়েক বছর আগে হালের আগোরা কিংবা মীনা বাজারকে পর্যন্ত জরিমানা করা হয়েছিলো কয়েক লাখ টাকা!
.
মূলতো ঈদ আসলে জমজমাট হয়ে উঠে নকল প্রসাধনীর বাজারগুলো,
.
সম্প্রতি পুরান ঢাকা থেকে ৪৫ টন রাসায়নিক পদার্থ জব্দ করা হয় যেগুলো মেয়াদ শেষ হয়েছিলো যখন বিএনপি ক্ষমতায় ছিলো তখন! ভাবা যায়!
.
চুলের যত্নে ব্যবহার করা নকল প্রসাধনী এখন চুল উঠে যাওয়ার কারণ,
.
সত্যি বলতে কি, যে যুগ চলছে, তাতে প্রসাধনী ব্যবহার না করলে বরং আপনি সুন্দর স্নিগ্ধ হয়ে উঠবেন,
.
তবে মেয়াদ বিহীন লিপবাম কিন্তু চামড়ার জুতো চকচক করার কাজে লাগে!
.
মেয়াদ উত্তীর্ণ টোনার কাঁচ গ্লাস মোবাইলের স্ক্রীণ পরিষ্কারে ভালো কাজ দেয়,
.
কিন্তু মেয়াদ উত্তীর্ণ ব্যবসায়ী কিংবা সংশ্লিষ্টদের বিবেক জাতীর কি কাজে লাগবে সেটা ভাবার বিষয়!
২| ৩১ শে মে, ২০১৯ রাত ১১:৪৫
রাজীব নুর বলেছেন: পারসোনা সীমাহীন টাকার মালিক। পনের লক্ষ টাকা জরিমানা করলে ওদের কিছুই যাবে আসবে না।
৩| ০১ লা জুন, ২০১৯ বিকাল ৪:২৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পারসোনাকে জরিমানা করা নিঃসন্দেহে সাহসী কাজ।
৪| ০১ লা জুন, ২০১৯ রাত ১১:৪০
মেঘ প্রিয় বালক বলেছেন: কবে পরিবর্তন হবে এরা?? তাদের বিবেক কবে হবে?
©somewhere in net ltd.
১| ৩১ শে মে, ২০১৯ রাত ১০:৫৩
বিষক্ষয় বলেছেন: নিভিয়া, ডাভ, গার্নিয়ার, Lancôme এসব কোম্পানি কি বাংলাদেশে তাদের পন্য সরাসরি বিক্রি করে? যদি থার্ড পার্টির মাধ্যমে এদের পন্য ছোট ছোট লটে বাংলাদেশে আসে, তবে এসব কোম্পানির কসমেটিকের গায়ে বিএসটিআই-এর সিল থাকবে না এটাই স্বাভাবিক। , বরং বিএসটিআই-এর সিল থাকলেই বুঝতে হবে "ডাল মে কুছ কালা হায়"। নিভিয়া, ডাভ, গার্নিয়ার, Lancôme এসব কসমেটিকের গায়ে বিএসটিআই-এর সিল থাকবে তা আশা করা আর ফকিরের রাজরানি বউ আশা করা একি কথা।