নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
জিম রন হলো এমন একজন ব্যক্তি যাকে আমেরিকার উদ্যেক্তারা আইডল ভাবে,
.
তাকে আইডল ভেবে হাজার মানুষ সফল হচ্ছে সুতরাং তার কথায় অনুপ্রাণিত হয়ে আপনি সেই খেলা বাংলাদেশে খেলতে গেলে কিন্তু উষ্টা খেয়ে পড়বেন!
.
অনেকগুলো বক্তব্যের মধ্যে হঠাৎ তার একটি ভিডিওতে অসাধারণ সত্যি কথার সন্ধান পেলাম, চোখ খুলে গেলো, তা হয়তো আপনি শুনেননি!
.
তিনি বলেছিলেন, 'আমেরিকাতে মিলিওনিয়ার হওয়া সহজ! অন্তত সহজ! কিন্তু বাংলাদেশে কঠিন! অত্যন্ত কঠিন! কম্বোডিয়াতেও কঠিন....সত্যি আমেরিকায় সহজ!'
.
আসেন হালের ওয়ারেন বাফেটে আসি,
.
ওয়ারেন বাফেট হলো ইনভেস্টর জগতের রাজা,
.
অর্থ বিনিয়োগে তার সফলতা আকাশচুম্বি তাকে অনুসরণ করে আপনি যদি বাংলাদেশের শেয়ার বাজারে অর্থ লগ্নী করেন কোটি কোটি টাকা তাহলে আপনি কাল ফকির হয়ে ফিরবেন!
.
কারণ,
.
আপনি 'বিনিয়োগ করলে সফল হবেন তার এমন শত শত বক্তব্য শুনে থাকবেন' তার বিনিয়োগের প্রধান কৌশল 'খেলায় অর্থ হারানো যাবে না' সেটি হয়তো শুনেননি,
.
কথাগুলো এই কারণে বলছি, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে শুরু করে অফিসের কলিগ কিংবা পাড়ার প্রতিবেশী এমন হাজারো মানুষ দেখেছি যারা লাখ লাখ টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে আজ ফকির প্রায়!
.
সত্যি বলতে এটা জ্ঞানের অভাব! কঠিনভাবে অজ্ঞতার ফসল! লুটের হিসেব বাদ দেন,
.
ইনভেস্ট হলো পৃথিবীর সবচেয়ে ইনটেলিজেন্ট মানুষের খেলা! এখানে টাকার পিছনে সময় দেওয়ার থেকেও পড়ার কিংবা জানার পিছনে লেগে থাকতে হয়!
.
একটি ভুলের মাসুল এখানে সারা জীবনের কান্না,
.
পৃথিবীর সেরা মানুষদের খেলা হলো ইনভেস্টিং
.
আপনি ডান লক্, গ্রান্ট কার্ডন, রিচার্ড ব্রানসন, রবার্ট কিয়োসাকি, নেপোলিয়ান হিল, টনি রবিনসন, লুইস ব্রাউন, গ্যারি ভি, এরিক টমাসসহ জিরো টু হিরো ইনভেস্টরদের কথাগুলো শুনার পর একটা বিষয় অন্তত ক্লিয়ার বুঝতে পারবেন যে 'জীবনের প্রথম ইনভেস্টমেন্টগুলো অবশ্যই নিরাপদ জায়গায়' করতে হবে!
.
এগুলো লং টাইম গেম,
.
কোন জায়গা থেকে দশ টাকা দিয়ে দুই টাকা লাভ হলে বউয়ের গয়না, জমি, মায়ের পেনশন থেকে শুরু করে মানিব্যাগের নতুন টাকা সব ঐ জায়গায় খাটিয়ে দিয়ে কোটিপতি হওয়ার চিন্তা কোটি কোটি ফকির তৈরী করছে বিশ্বে!
.
থামেন! ভাবেন! একটু একটু করে আগানোর আগে মাটির তলাটা শক্ত আছে কি না খতিয়ে দেখুন!
.
'নো রিস্ক নো গেইন' মন্ত্র বাণী মুখস্ত করে তারপর সাতার না শিখে নদী পাড় হওয়ার জন্য রিস্ক নিয়ে ঝাঁপ দিয়ে এবার বাঁচাও বাঁচাও করে চিৎকার করলে কোন লাভ হবে না!
.
পৃথিবীর অন্যতম সেরা রিয়েল স্টেট বিজেনস ম্যাগনেন্ট খ্যাত রাবার্ট কিয়োসাকির একটি কথা আছে, 'জামি কিনতে হলে খুব ভালো জমি অনেক দূরে গিয়ে ক্রয় করার চেয়ে আপনি যেখানে থাকেন কিংবা খুব পরিচিত তার আশে পাশে বিনিয়োগ করে ক্যারিয়ার শুরু করে আস্তে আস্তে সামনের দিকে আগাতে থাকা হলো একজন সফল মানুষের প্রথম পদক্ষেপ!'
.
এই সাধারণ কমনসেন্স না থাকলে আপনি বরং অন্যপথ দেখুন! ইনভেস্টর হতে আইসেন্ না অন্তত!
২| ২০ শে মে, ২০১৯ রাত ৮:৫৮
হাসান কালবৈশাখী বলেছেন:
ইনভেস্ট হলো পৃথিবীর সবচেয়ে ইনটেলিজেন্ট মানুষের খেলা!
কিন্তু এক সময় কাজের বুয়ারাও গ্রামের গরু মুরগী বেচে টাকা দ্বিগুণ করতে শেয়ার কিনতে গেছিলো।
৩| ২০ শে মে, ২০১৯ রাত ১১:০৪
ইব্রাহীম আই কে বলেছেন: যুক্তিযুক্ত ছিলো, লেখাগুলো
৪| ২০ শে মে, ২০১৯ রাত ১১:৫৭
মেঘ প্রিয় বালক বলেছেন: ভালো,অনেক কিছুই জানতে পারলাম। আমি আবার অংকে অনেক কাচা,তাই এসব বিনিয়োগ সিনিয়োগ আমি আবার বুঝিনা,আমি বুঝি,২ টাকা খরচ করে কিভাবে ২ টাকা শিউর আনবো।
৫| ২১ শে মে, ২০১৯ রাত ১:২৫
চাঁদগাজী বলেছেন:
সন্দ্বীপে গিয়ে ইনভেষ্ট করতে পারবো?
৬| ২২ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:২২
মাহমুদুর রহমান বলেছেন: ভালো ভাবনা।
©somewhere in net ltd.
১| ২০ শে মে, ২০১৯ রাত ৮:০৯
রাজীব নুর বলেছেন: বিনিয়োগ তো সবাই করতে পারে না। সবার কি আর টাকা থাকে!