নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সুবীর নন্দী

০৭ ই মে, ২০১৯ রাত ৮:১২

১৯৭০ সালে 'যদি কেউ ধূপ জ্বেলে দেয়' গানের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করার সময় কে ভেবেছিলো সেই সুবীর নন্দী নিজেই একদিন পুরো বাঙ্গালীর বুকে ধূপ জ্বালিয়ে চলে যাবেন,
.
ব্যাংকে চাকরির পাশাপাশি কিভাবে একজন সুবীর নন্দীও হওয়া যায় তা আমরা যারা কর্পোরেট জব করি তাদের জন্য সত্যি এক অনুপ্রেরণা!
.
তুমি চলে যাবার পর সুবীর নন্দী 'পৃথিবীতে প্রেম বলে কিছু নেই' আমার কানে গানের সুরে এসে সত্যি কথাটা রোজ বলে যেতো,
.
গল্পটি ৪৩ বছরের, তিলে তিলে গড়ে তোলা প্রায় ২৫০০ গানের পাখির কন্ঠ নিভে যাওয়ার!
.
তোমরা তো স্রেফ ৪৩ দিন্ পর ৩/৪ টা গান কিংবা লেখা নতুবা কিছু একটা হিট্ হলে অটোগ্রাফ দেওয়ার নেশায় মত্ত হয়ে থাকো,
.
অথচ চার দশকেরও বেশী সময় সাধনার পর তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, 'কিছু গান এখনো ভবিষ্যতের জন্য তুলে রেখে দিলাম!'
.
জীবনের শেষ প্রান্তে এসে একুশে পদক পেয়েছিলেন,
.
অথচ তার অর্জনের সমস্ত ক্রেডিট্ উজাড় করে গীতিকার আর সুরকারদের ঝুলিতে দিয়ে বলেছিলেন 'সবি তাদের অবদান!'
.
শিখতে হবে, প্রচুর শিখতে হবে, এসব মানুষগুলো থেকে বিনয়ের অনেক কিছু শিখার আছে,
.
'ও আমার উড়াল পঙ্খী রে যা যা তুই উড়াল দিয়া যা' গেয়েও সুবীর নন্দীরা উড়ে যেতে পারে না, সত্যি পারে না, আমাদের বুকের খাঁচায় বন্দী হয়ে থাকে
.
সবাই তো মরে, মৃত্যু অনিবার্য!
.
আজ আমি একজন গুনীকে নিয়ে লিখছি কাল হয়তো কীবোর্ডে আঙ্গুল নড়বে না! নিথর হয়ে দেহ পড়ে থাকবে কিন্তু হৃদয় নাড়িয়ে যেতে পারে কতজন!
.
অশিক্ষিত বাঙ্গালীদের কে এতো কিউট করে শুনাবে ‘ও মাস্টার সাব আমি নাম দস্তখত শিখতে চাই’
.
'কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে' গানটির একবার লাইভ দেখেছিলাম, হঠাৎ ক্যামেরার আলো জ্বলে উঠলো, সবার চোখে জল চিক্ চিক্ করছে!
.
'এই হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেতো......আমি যে তোমার তুমি মানতে!'
.
তুমি আমাদের হয়ে থাকবে চিরকাল! কালজয়ী হয়ে!
.
'আকাশের তারা গুলো, বাসরও সাজিয়ে দিলো মধুময় হল ফুলো সজ্জা'র সুরে সেদিন লাইভে হুসাইন মোহাম্মদ এরশাদও কেঁদে দিয়েছিলো! সত্যি কেঁদেছিলো!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৯ রাত ৯:৫৫

চাঁদগাজী বলেছেন:


বিখ্যাত কারো মৃত্যু হলে, উনার উপর পোষ্ট দেবেন ব্লগার নুরু সাহেব।

২| ০৭ ই মে, ২০১৯ রাত ১০:৪৭

মাহমুদুর রহমান বলেছেন: সুবীর নন্দীর কোন গানটা আপনার বেশী ভালো লাগে।

৩| ০৮ ই মে, ২০১৯ রাত ১:৪৭

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: ভালো লাগলো। গুনী লোকটার জন্যে দোয়া ছাড়া আর কি বা করতে পারি এই পৃথিবীর ক্ষুদ্র মানুষ হিসেবে।

৪| ০৮ ই মে, ২০১৯ রাত ৩:৪৩

মেঘ প্রিয় বালক বলেছেন: নেশার লাটিম ঝিম ধরেছে,চোখের তারায় রং লেগেছে,ওনার এ গানটা খুব পছন্দের। ওপারে ভালো থাকুক শিল্পী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.