নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

মাঝি

০৩ রা মে, ২০১৯ বিকাল ৩:০৫

সমুদ্র উপকূলে কিছু হতদরিদ্র মানুষ আছে তারা বাঁশ খর টিন বেড়া দিয়ে ঘর বানিয়ে থাকে তাদের বুকে মূলতো ফণীরা নেমে আসে,
.
তুমি আমি যে চার দেয়ালে আছি সেখানে বসে ফণীর লাইভ দেখতে অতো খারাপ লাগেনা!
.
তবুও আমাদের ভয় হয় আর ওদের কলিজার পানি শুকিয়ে যায়!
.
আমাদের এই শহরেও ফণীরা তান্ডব চালালে বস্তির টিন খুলে এসে আমাদের জানালার কাঁচ ভাঙ্গবে,
.
আমি বরং আমার জানালার কাঁচ নিয়ে চিন্তিত ওটার এক পিছ রঙ্গীন কাঁচ ছয় হাজার টাকা!
.
আমি জানি কেউ মারা না গেলেও কয়েকজন জেলে কিংবা খুব দরিদ্র ঘরের কোন লাশ নিয়ে ফণী চলে যাবে!
.
উত্তাল সমুদ্রে মাছ ধরতে না পেরে ময়নার বাবা কোন এক কঠিন চ্যালেঞ্জে নামবে, কিভাবে ফণীকে উপেক্ষা করে মাছ ধরে সেই মাছ বিক্রী করে জীবন ধারণ করা যায়,
.
সে বেয়ার গ্রিলস না কিন্তু স্বয়ং বেয়ার গ্রিলস্ ও সাত আট নয় নম্বর বিপদ সংকেতে জরুরী ভিত্তিতে হোটেলে অবস্থান নিয়ে আপন প্রাণ বাঁচাবে!
.
তবুও সে হিরো হবে, জেলেরা জেলে থেকে যাবে,
.
নদী ভাঙ্গনের দুই হাত দূরে কিভাবে নদী উপকূলে বেঁচে থাকতে হয় তার লাইভ এপিসোড কখনো টেলিকাস্ট হবে না!
.
বেঁচে থাকতে হবে! এভাবে বেঁচে থাকতে হবে কিংবা থাকতে হয়
.
ফণীতে কোন বড় মাছ ভেসে বাড়ির আঙ্গিনায় এলে চোখ কচ্ কচ্ করবে, মুহূর্ত আনন্দ ফুটে উঠবে, চলতে শিখার হয়তো এটাই মজা,
.
বেঁচে যাওয়া শিশুটি কয়েক মাস স্কুলে যেতে হবে না ভেবে লুঙ্গী ড্যান্স দিবে তার নাভীতে ঝুলানো তাবিজ দেখা যাবে!
.
সদ্য মৃত্যুর জানাজা থেকে ফিরে নতুন স্বপ্ন নিয়ে ঘর মেরামতের কাজের ফাঁকে কদম আলী আকিজ বিড়িতে টান দিয়ে উদাস নয়নে দীর্ঘশ্বাস ছাড়বে,
.
সবি বিধাতার লীলাখেলা! বাচ্চাটা কাল মুড়ি দিয়ে মিঠাই খেতে চেয়েছিলো! কি সুন্দর হাসি! দুষ্টমিতে ভরা, বড় হলে হয়তো নৌকার মাঝি হতো,
.
কপিলা দাঁড়িয়ে আছে পাশে, পদ্মা নদীর মাঝিদের সাথেও এসব কপিলারা ছিলো যুগ যুগ, মাঝি অদ্ভুত ভঙ্গিতে কপিলার দিকে তাঁকিয়ে বুঝিয়ে দিলো আবারও খেলা হবে, হয়তো সে খেলার অনাগত শিশু এভাবে যুদ্ধ করে বেঁচে থেকে একদিন বড় হবে বাবার মতো,
.
এখানে বেঁচে থাকাটা একটা বিশাল চ্যালেঞ্জ! কঠিন চ্যালেঞ্জ! এই চ্যালেঞ্জের কাছে তোমাদের ডক্টরেট পিএইচডি থিসিস সবি ফেইল! ওদের বাবার মতো এতো বড় হওয়ায় সফলতা!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৯ বিকাল ৪:৪৭

অর্পিতা মন্ডল বলেছেন: বাহ্, বেশ ভালো।

২| ০৩ রা মে, ২০১৯ রাত ৯:৩২

মাহমুদুর রহমান বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.