নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
আশি নব্বই দশকের একটা বেয়াদব ছিলো প্রাপ্ত বয়ষ্কের জন্য একটা অ্যালবাম করেছিলো নাম 'নিষিদ্ধ' প্রতিটা গান শুনে মনে মনে বেয়াদবটাকে ভালোবেসে ফেলেছিলাম,
.
এমন করে সত্য বলতে আর কোন শিল্পীকে তেমন দেখিনি যদিও হায়দার আলী মাঝে মাঝে একটু বলতে চেয়েও চুপ হয়ে যায়!
.
সেই সময় নাটকের বাকের ভাই নামক বেয়াদবকে বাঁচাতে মিছিল হয়েছিলো,
.
বেয়াদবকে ভালোবাসিলাম! একসময়ের বেয়াদবগুলোর কাছে কোন সাহায্য চাইলে চরকি ঘুরাইতে ঘুরাইতে কোমরে লুকিয়ে থাকা পিস্তল ন্যায়ের কথা বলতো!
.
বেয়াদবদের নিয়ে সিনেমা হতো, মানুষ মুগ্ধ হয়ে পাড়ার বেয়াদবের স্মৃতি মনে করে নয়ন ভেজাতো,
.
গরীবের রাজা রবিনহুডরা ছিলো!
.
বড়লোকদের থেকে টাকা ছিনিয়ে এনে গরীবদের মাঝে বিলি করা বেয়াদবগুলোর গল্প লোক মুখে মুখে প্রচলিত ছিলো,
.
এলাকার সুন্দর বেয়াদবের প্রেমে হাবুডুবু খেয়ে বালিশে এপাশ ওপাশ করতো
.
নজরুল ইসলামের বিদ্রোহীভাবের জন্য সে ও তখন অনেকের চোখে এমন ছিলেন!
.
বেয়াদবগুলো কোন অন্যায় কাজ দেখলে কিংবা শুনলে টুস টাস বলে প্রতিবাদ করতো, ভদ্র ছেলেদের মতো দেখেও না দেখার ভান করতো না!
.
চুলে সিধা সীতা কেটে দেখেও দেখেনি ভাব নিয়ে থাকতো না,
.
হোক বেয়াদব, চুলগুলো সব, পিছনের দিকে উঠানো, গুন্ডার মতো উড়ুক,
.
অদ্ভুত এক প্রজাতি ছিলো বলে ষাট সত্তর আশি নব্বইয়ের দশক ছিলো উত্তাল সংগ্রামে মুখর রাজপথ!
.
একের পর এক বিখ্যাত মনে রাখার মতো নেতার উত্থান হয়েছিলো!
.
আজকের বেয়াদবগুলো অন্যরকম, বড্ড অন্যরকম, তাদের দেখলে থু থু মারতে ইচ্ছে হয়, তাদের কারো ফাঁসি হলে উল্লাসে ফেটে উঠে দেশ,
.
তখন বেয়াদবগুলো থেকে দারুণ কিছু হতো এখন কেবলি গুম, হত্যা, ধর্ষণ, চুরি, ডাকাতি, রাহাজানি, টেন্ডার বাজি, অস্ত্রের ঝংকারসহ দুনিয়ার সব নষ্ট কাজ!
.
এই সমাজে ভদ্র ছেলেদের দিয়ে তেমন কিছু পরিবর্তন হয়না, বেয়াদব হতে হয়, তবে এমন বেয়াদব না!
.
বেয়াদবিরও একটা লিমিট থাকে,
.
এখনকার বেয়াদবগুলো লিমিটলেস্! মা বকলেই তোমায় ভুলবে!
.
দেশে এখন সত্যিকারের কিছু বেয়াদব দরকার! কঠিন বেয়াদব! দূর্নীতিবাজদের টেবিলের উপ্রে বসে বসে থাপ্রাবে এমন!
.
পাড়ায় পাড়ায় বেয়াদবরা দূর্গ গড়ে তুলবে! যা কিছু আছে তা নিয়ে উচিত শিক্ষা দিবে! দিনশেষে, পুলিশ এসে বলবে আইন নিজের হাতে তুলে নিবেন না!
.
জনগন আইনের মায়েরে বাপ বলে চোখ মোচতে মোচতে বেয়াদবের জন্য প্রাণ খুলে দোআ করবে, সুন্দরীরা আবারও ক্রাশ খাবে!
২| ২০ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:০২
রাজীব নুর বলেছেন: বেশ। তবে সবার চিন্তা ভাবনা এক রকম নয়।
৩| ২০ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৫৯
পবিত্র হোসাইন বলেছেন: হুম...বেয়াদব
৪| ২০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০৩
অজ্ঞ বালক বলেছেন: ভালো কথা কইসেন। এখনকার বেয়াদবগুলা তো টেহার আর টেন্ডারের পিছে দৌঁড়ায়, এইডাই সমিস্যা।
৫| ২০ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৭
মাহমুদুর রহমান বলেছেন: এদের খুবই প্রয়োজন।
©somewhere in net ltd.
১| ২০ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:০০
রোকসানা লেইস বলেছেন: একমত তেমন কিছু বেয়াদবের খুব প্রয়োজন এ সময়ে