নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সেফুদা

১৮ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৩৩

বাঙ্গালীকে ভাত বাদ দিয়ে মদ্যপান করতে বলে রাতারাতি ভাইরাল হয়েছিলেন সেফুদা,
.
প্রধানমন্ত্রী এবং বিরোধি দলের নেত্রীকে নিয়ে গালাগালি করে অশ্লীল ভিডিও আপলোড করার পর সবাই তাকে নিয়ে অনেক নাচানাচি করেছিলেন!
.
আজকে সেফুদাকে যারা মাটি থেকে টেনে আকাশে উঠিয়ে তার ছবি টি শার্টের বুকে নিয়ে হেসে গড়াগড়ি খেয়েছেন তারাও বুঝতে পারেনি সেফুদার চক্রান্ত,
.
আপনাদের আস্কারা পেয়ে সে আজ পবিত্র কোরআন শরীফ টয়লেটে নিক্ষেপ করার সাহস পেয়েছে! জ্বি! আপনারা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিলেন!
.
কিছুদিন আগে তিনি লাইভে এসে বলেছিলেন হিরো আলমকে এমপি দেখতে চান, তারপর তা শেয়ারের পর শেয়ার হতে লাগলো,
.
কয়েকদিন আগে মাথায় টুপি দিয়ে লাইভে এসে ইসলামের বয়ান দিতো তখন তাকে অনেকে আল্লামা উপাধি দিয়েছিলেন!
.
গত বছর সরকারী দলের এক নেতা তার নামে অশ্লীল, কুরুচিসম্পন্ন ভিডিও আপলোড করার কারণে মামলা করেছিলেন তখন কেউ কেউ প্রতিবাদ করে তাকে বিপ্লবী দাবী করা শুরু করেছেন,
.
সময়ের পরিক্রমায় সে অনেকের কাছে সেফুদা থেকে সেফু দাদা হয়ে উঠেছিলেন!
.
আরেকদিন আসিফ নজরুলকে জুতা পেটা করে সে হয়ে উঠলো বড্ড আস্তিক,
.
মদ খা, শব্দবোমাসহ তার 'নির্বাচিত ডায়লগ সমগ্র' নামে অসংখ্য ভিডিও তৈরী হলো হয়তো আগামী বই মেলায় বইও বের হওয়ার সম্ভবনা ছিলো!
.
সে অস্ট্রিয়ায় নির্বাসিত না থেকে দেশে থাকলে তার সাথে দলে দলে সেলফি তুলে ফেসবুকে আপলোড করার হিড়িক পড়ে যেতো,
.
এমন অবস্থা হয়ে গেছে, নুসরাতকে আগুনে পুড়িয়ে মারার পর অনেক সেফুদার পেইজে ঢু মারতে আরম্ভ করে অপেক্ষা করতে লাগলো সেফুদা কি বলে তা শেয়ার করার জন্য!
.
চায়ের দোকানে একদিন দেখলাম গোল হয়ে সেফুদার ভাষণ শুনছে পরে দেখি তা অফিস থেকে শুরু করে স্কুল কিংবা কলেজ, বিশ্ববিদ্যালয়ে সর্বত্রব্যাপী!
.
আমাদের বিনোদন নেওয়ার মানসিকতা কতটুকু নিচে নেমে গেছে তা একজন সেফুদার উত্থান জানান দিয়ে গেছে,
.
নৈতিকতা, মূল্যবোধ, যাচাই, বাছাইয়ের মানসিক দৈন্যতা আজ বিলুপ্ত প্রায়!!!
.
চাঁদপুরে সেফুদার পরিবার প্রথম থেকেই দাবী করে আসছে সে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত মানসিক রুগী, তারা তার ভিডিওতে বিব্রত, লজ্জিত!
.
কিন্তু আমরা যারা তাকে সেলেব্রেটি বানিয়ে বিনোদন নিতাম তারা আসলে মানসিকভাবে কতটুকু সুস্থ, প্রশ্নটি রেখে গেলাম!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:০০

বলেছেন: সমাজের ও দেশের নানা অস্থির অবস্থা থেকে সেফুদা ও প্রশ্নফাঁস জেনারেশনের অপ্রতিরোধ্য চেতনা তৈরি হচ্ছে।

২| ১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:১৪

হাসান কালবৈশাখী বলেছেন:
হটাৎ আবার কি হল?
ডিটেইল বলেন

৩| ১৯ শে এপ্রিল, ২০১৯ ভোর ৬:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সহমত।

৪| ১৯ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫৬

প্রন্তিক বাঙ্গালী বলেছেন: সেফুদার মাথার ৯০% তার কাটা। এই আকাইম্মা ঢেকি মদ খাইতে খাইতে বোধশক্তি শেষ। এই সব টুটু টুটু টুটু কথা যে শুনে সে আরেক পাগল।

৫| ১৯ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:১৩

রাজীব নুর বলেছেন: এই লোক বদ্ধ উন্মাদ।

৬| ২০ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:২৯

মাহমুদুর রহমান বলেছেন: এদেশের বিবেক এদেশের মানুষই এমন ভাবে গড়ে তুলেছে।
কিছু বলবো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.