নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
গীতাঞ্জলি লিখে নোবেল পাওয়ার পর জনৈক ভদ্রমশাই রবী ঠাকুরকে প্রশ্ন করেছিলো 'সত্যি করে বলোতো কে তোমাকে গীতাঞ্জলি লিখে দিয়েছিলো?'
.
আপনি যা করেন না কেনো, একদিন সফল হলে কিংবা কোন ভালো কাজ করলে, এমন মানুষের বিদ্রুপ আপনাকে শুনতেই হবে!
.
কাজ করার পাশাপাশি আপনাকে শিখতে হবে কিভাবে সমালোচকদের সামলাতে হবে,
.
সমালোচকরা হলো আপনার মিডিয়া, ওরাই আপনি যে কিছু একটা করছেন তার ব্রান্ডিং করবে সবার আগে,
.
ফ্রি তে এতো সুন্দর প্রচার কখনো কেউ করবে না! তারাই পৃথিবীকে জানান দিবে আপনি কিছু একটা করে চলছেন! মহাকাল তার বিচার করবে!
.
রবী ঠাকুর তাকে পাল্টা উত্তরে কি বলেছিলেন জানেন?
.
বলেছিলেন, 'আচ্ছা শুনিতো, আপনাকে গীতাঞ্জলি কে পড়ে দিয়েছিলো!'
.
বেপারটা, আমাকে কেউ যদি লিখে দেয় তাহলে নিশ্চিত আপনাকেও বইটি কেউ পড়িয়ে দিয়েছিলো!
.
ডেল কার্নেগি বলেছিলেন, 'অধিকাংশ ক্ষেত্রে অন্যায় সমালোচনা হচ্ছে আড়াল করা প্রশংসা, যার অর্থ হচ্ছে তুমি কারো হিংসা এবং পরশ্রীকাতরতার কারণ হয়েছ, মনে রেখো মরা কুকুরকে কেউ কখনো লাথি দেয় না!'
.
শতকরা নিরানব্বই জন মানুষ কখনো সফল হবে না তার কারণ তারা সমালোচনা ভয় পাই কিংবা সমালোচনা থেকে দূরে থাকতে ইচ্ছুক!
.
আপনার কোন সমালোচক নেই বেপারটা 'যে গাছে পাকা ফল নেই, সে গাছে কেউ ঢিল ছুড়ে না' অনেকটা এমন,
.
এরিস্টটল আরো সুন্দর বলেছেন, 'সমালোচনা এড়িয়ে চলার একটি মাত্র রাস্তা, কিছু করবেন না, বলবেন না, কিছুতে থাকবেন না!'
.
যদি সমালোচনা আপনাকে নিয়ন্ত্রণ করে তবে আপনি শেষ, আপনি যদি সমালোচনাকে নিয়ন্ত্রণ করতে পারেন তবেই আপনি বেশ্!
.
বেশীরভাগ সমালোচনা আসে ঈর্শা থেকে, ঈর্শান্বিত কিংবা ঈর্ষাপরায়ণতা থেকে সুতরাং আপনি যত ভালো কাজ করুন না কেনো সমালোচকরা সমালোচনা করবেই!
.
যত ভালো কাজ করবেন তত বেশী সমালোচনা সৃষ্টি হবে,
.
তবে সমালোচকদের মধ্যে কেউ কেউ খুব যৌক্তিকভাবে আপনার সমালোচনা করে ভুলগুলো একটি একটি করে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে, ওরা আসলে আপনার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি! ওদের সম্মান করতে না শিখলে আপনিও ধরে নিবো ঈর্ষাপরায়ণতার দলে,
.
তবে সমালোচকদের মধ্যে অধিকাংশ আপনি যখন সফলতার শীর্ষে পৌঁছাবেন তখন আপনাকে কাঁধে তুলে নাচবে, এরা শুরু থেকে শেষ পর্যন্ত আপনার পাশে থাকবে,
.
পৃথিবীতে শত কোটি মানুষ কে বা কার খবর রাখে! ব্রাজিলের প্রেসিডেন্ট নিয়ে আমাদের মাথা ব্যাথা নেই কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নিয়ে থাকে কারণ সে আমাদের একজন!
.
দিনশেষে ওদের নিয়ে আমাদের একটি পরিবার! গণতান্ত্রিক পরিবার! সমালোচকদের বাদ দিলে আপনি একনায়কতন্ত্রী হয়ে যাবেন!
২| ১২ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৩১
রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।
৩| ১৩ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:১৯
নাহিদ০৯ বলেছেন: সমালোচকদের বা না দিয়ে বরং তাদের কে নিয়ন্ত্রন করা এই সরকারের একটা ইনোভেটিভ আইডিয়া। সমালোচক মিডিয়াকে নিয়ন্ত্রন করার আইডিয়া টা যার মাথায় আসছে সে ১৯৭৪ পরবর্তি যে কোন রাজনীতিক এর মধ্যে সেরা।
বরাবর এর মতো আপনার পোস্ট অনেক তথ্যসমৃদ্ধ। তবে এই লিখায় গল্প একটু কম। আপনার পোস্ট এ গল্পচ্ছলে অনেক কিছু শিক্ষা পাওয়া যায়।
©somewhere in net ltd.
১| ১২ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তবে গঠনমূলক সমালোচনার দরকার আছে।
ফালতু সমালোচনা কোন কাজের কথা নয়।