নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
বুড়ো মানুষটা রোজ সাদা ধবধবে একটা পাঞ্জাবী পড়ে একা একা হাঁটে শুনেছি সে নাকি উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা ছিলো! ছেলে মেয়ে সব বাহিরে থাকে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার,
.
তাকে যদি বলা হয়, আপনাকে তরুণ বয়সটা এক বছরের জন্য দেওয়া হবে তাহলে সে তার বিনিময়ে কি না দিবে!
.
এক ক্যান্সার আক্রান্ত লোক একবার টাকার বস্তা নিয়ে ডাক্তারদের ছুঁড়ে দিয়ে বলতেছিলেন, এগুলো সব নিয়ে আমাকে বাঁচান প্লিজ!
.
কক্সবাজার গিয়েছিলাম অফিসের পিকনিকে সেখানে কেডিএস গ্রুপের চেয়ারম্যান স্যার গিয়েছিলেন তাকে দেখে মনে হলো আজ তার কিছুর অভাব নেই কেবল একটু তারুণ্যের অভাব, কত সৌভাগ্য আমরাই তরুণ!
.
আজ আপনি যুবক, আপনি তরুণ কিংবা কিশোর, জানেন, এক সময় হাজার কোটি টাকা দিয়েও আপনি এই বয়সটা আর পাবেন না! সম্ভব না!
.
মানুষের আঙ্গুলের চাপ থেকে শুরু করে মন মানসিকতা, পছন্দ, অপছন্দ, স্ট্যাটাস প্রায় সব কিছু সবারে জীবনে ভিন্ন থাকে একমাত্র সময় ছাড়া!
.
ফকিরের জন্য যে সময় ২৪ ঘন্টা আমিরের জন্যও তা ২৪ ঘন্টা, গতকাল জীবন থেকে যে সময়টি চলে গেছে সেটি আর কখনো ফিরে আসবে না! কিংবা, এই মুহুর্তে যে সময়টার মধ্যে আছি তা চলে গেলে আর পাবেনা,
.
তবুও আমরা সময়ের মূল্য বুঝলাম না!
.
সারা জীবন যত সফল হবেন হবেন বলেন না কেনো দিনশেষে বেঁচে থাকলে লাঠি নিয়ে বসে থাকবেন!
.
ক্ষমতা শেষে কেউ ফিরেও তাকাবে না! প্রটোকল উঠে যাবে! ফুলের মালা দিয়ে কেউ বরণ করতে আসবে না! শুধু নিজের কাছে নিজেই থাকবেন!
.
এক সময়ের বাঘা বাঘা প্লেয়ারদের আজ নড়ার শক্তিও নেই!
.
মিস্ ওয়ার্ল্ড শয্যায় এনে দিলেও কোন ভাব আবেগ আসবে না! সময়! আহারে সময়!
.
সত্যি বলতে আপনার সুখ আপনাকে কেউ এনে দিতে পারবে না! সুখ হলো সুখী থাকার কিছু কৌশল! সারাদিন হাসতে থাকা মানুষগুলো তেমন কিছু থাকে না,
.
শুধু মাত্র একটা মাইন্ড সেট্! এটা নেই! ওটা নেই! সেটা নেই! ভাবতে থাকলে কত কিছু নেই! একবার যদি ভাবেন! কত কিছু ই তো আছে আমার!
.
যন্ত্রপাতি সচল আছে বলেই তো বেঁচে আছি! সেগুলোকে ভালো রাখার চেষ্টা করা দরকার! সামান্য আইফোনের যে যত্ন নিই অথচ হাজারটা আইফোনের চেয়ে দামি হার্টের কোন পাত্তা নেই!
.
আকাশ আছে, বাতাস আছে, ভালবাসার ক্ষমতা আছে......! কি নেই জীবনে! যা আছে তা ও তো অনেকের নেই! সময় আছে! বড্ড সময়!
.
জগতের সকল হাসপাতালের আইসিইউতে তো একটু সময় বেশী পাওয়ার লড়াই চলে! সেখানে কেউ বলে না আমাকে সফল হতে হবে বরং ভাই যা লাগে নে, আমাকে বাঁচতে হবে!
.
জগতে যদি সময় বিক্রী করা যেতো তাহলে হীরের চেয়ে বেশী দামে অনেকে আপনার সময়গুলো কিনে নিতো!
২| ০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৫১
কানিজ রিনা বলেছেন: জীবন একটা গোলাকার বৃত্তর মত প্রথম
শিশু থেকে শুরু করে হাটতে হাটতে
আবার সেই একই বৃত্তের শেষটায় পৌছানো
মানে বৃত্তের প্রথম যেখানটা। শিশু থেকে
বুড়ো শিশু কিন্তু কেউ থাকেনা নতুন করে
হাটা শিখানো বা নতুন জীবন ফিরিয়ে দেবার।
যদি ভুলে ভরা জীবন বৃত্ত পার করা মানুষ
শেষে এসে নিজের বিচারটাও করতে অপারগ
হয়ে পড়ে। এই হোল জীবনের বৃত্ত শিশু
থেকে আবার শিশু। ধন্যবাদ সুন্দর করে
বলার।
৩| ১৩ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৩৪
নাহিদ০৯ বলেছেন: সময় গেলে সাধন হবে না।
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:০৪
রাজীব নুর বলেছেন: এরকম পোষ্ট পড়লে শান্তি শান্তি লাগে।