নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

একজন টেলি সামাদ এবং আমাদের প্রজন্ম

০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৩০

বিশ্ববিদ্যালয় পর্যন্ত সবাই আমাকে টেলি সামাদ ডাকতো, তৎকালীন যারা শত চেষ্টা করে মোটা হতে পারেননি তাদের ডাক নাম এটা,
.
দিলদার আর টেলি সামাদ থাকবে না এমন কোন ফিল্ম আমরা কল্পনা ই করতে পারতাম না!
.
সাধারণত ঘরের কাজের মেয়ের সাথে ওদের প্রেম থাকতো কিন্তু প্রায় ছবিতে কাজের মেয়েও পাত্তা দিতো না,
.
শত চেষ্টা করেও যখন প্রেমে ব্যর্থ হতাম ওদের মধ্যে নিজেকে খুঁজে পেতাম!
.
এই দুইজন নায়ক নায়িকার শোকে কাঁদতো, তাদের সুখে হাসতো, নায়িকাকে ধরে নিয়ে গেলে তারা হাঁপাতে হাঁপাতে এসে নায়ককে খবর দিতো,
.
শেষ যখন নায়ক গর্জে উঠতো তখন তারা ও নায়কের সাথে তাল মিলিয়ে ডিসুম ডিসুম দিতো!
.
সিনেমা শেষ, মির্জা পরিবার আর আব্বাস পরিবারের মিল হয়ে গেছে কিন্তু ছোট গল্পটি যেনো শেষ হইয়াও হইলো না শেষ! তারা পর্দায় এসে শেষ কমেডি না করলে ছায়াছবি অপূর্ণ থেকে যেতো,
.
দিলদারের জনপ্রিয়তা এতো বেশী ছিলো যে তাকে নায়ক করে নির্মিত ছবি আবদুল্লাহ দেখার জন্য তখন রীতিমতো ধুমধাম অবস্থা!
.
সেরা কৌতুক অভিনেতা হিসেবে ২০০৩ দিলদার যখন জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে তারো আগে সে সবার হৃদয় জয় করে নিয়েছিলো, পুরস্কারের বছর ই তিনি মারা গিয়েছিলেন,
.
আমরা এমন এক প্রজন্ম যারা এমন অনেক লিজেন্ডদের ভালবেসেছি অন্তরের অন্তস্থল থেকে!
.
টেলি সামাদের কথা কি আর বলবো চল্লিশ বছরে ছয়শো চলচ্চিত্রে সে অভিনয় করেছে এমনকি প্রায় ৫০ গানে কন্ঠ দিয়েছে,
.
তোমরা মীরাক্কেল বলো কিংবা হাসো, আমাদের প্রজন্মে এই কয়েকজন ই পুরো দেশবাসীকে হাসিয়ে মজা দিতো!
.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্র টেলি সামাদ কি কারুকলা করেছিলো আমাদের প্রজন্মকে আমি জানি না তবে তার মৃত্যু সংবাদ হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে!!!
.
সত্যি বলতে কি ভুলেই গেছিলাম টেলি সামাদ নামে কেউ একজন লিজেন্ড আমাদের হৃদয়ে লুকিয়ে ছিলো,
.
কি ছিলো তখন আমাদের চলচ্চিত্র শিল্পাঙ্গনে, না ছিলো আধুনিক যন্ত্রপাতি, মেকাপ, বেকাপ, মূলধন, অঙ্গন! তেমন কিচ্ছু ছিলো না, ছিলো কেবলি প্রেম! তাইতো তিনি বলেছিলেন, 'প্রেমহীনতা ই চলচ্চিত্র ধ্বংস হওয়ার মূল কারণ!'
.
সত্তর আশি নব্বই দশকের লিজেন্ডদের থাকার মধ্যে ছিলো কেবলি কাজের প্রতি প্রেম ভালবাসা সেক্রিপাইস তাই তারা বেঁচে থাকবে চিরকাল!
.
যতদিন এসব পাগলাটে মানুষগুলো প্রেমেমত্ত হয়ে আমাদের শিল্পাঙ্গন থেকে শুরু করে সাহিত্যাঙ্গন কিংবা ক্রিয়াঙ্গন নতুবা জীবনাঙ্গনে আসবে না ততদিন নতুন করে লিজেন্ড সৃষ্টি হবে না!
.
এখনকার লিজেন্ডগুলো কাজের শুরু থেকে নিজেদের লিজেন্ড ভাবতে ভাবতে ক্লান্ত তারা কি আর মৃত্যুর পরের লিজেন্ড হয়ে থাকতে পারবে!
.
যাদের শোকে জাতি স্তব্দ হয়, নক্ষত্র খসে পড়ে, বুকে শূন্যতা তৈরী হয়, তাদের সাধনা ছিলো যুগ যুগের.....!
.
ওরা একদিনে ভাইরাল হয়ে পরের দিন শেষ হয়ে যায়নি বরং উত্তরোত্তর বৃদ্ধি পাবে,
.
কিছু গান আছে কালজয়ী, ওক্কা ওক্কা ও ও এর মতো একদিনে এসে পরের দিন শেষ হয়ে যায় না বরং কফি হাউজের দিনগুলো শেষেও ল্লা ল্লা ল্লা লা লা লা ধ্বনিতে স্মরণ হতে থাকবে চিরকাল!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৭:৩৩

ইসমত বলেছেন: শুকনাদেহীদের আমাদের এখানে বলা হতো, রবিউল।

ভাল লিখেছেন, টেলি সামাদরাই আমাদের সম্পদ।

২| ০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:০১

মলাসইলমুইনা বলেছেন: এখন কেমন আছেন টেলি সামাদ ?
এই প্রজন্ম মনে হয় চেনেই না বাংলা সিনেমার এই মহা শিল্পীকে । এই প্রজন্ম অবশ্য দেখেইনা মনে হয় বাংলা সিনেমা চিনবেই বা কেমন করে । সিনেমাতেই শুধু কেন ? ঈদের দিনের রাতে বিটিভিতে আমজাদ হোসেনের নাটকটাতে বছর পর বছর একই ভঙ্গিতে তার অসাধারণ অভিনয় সবারই মনে থাকার কথা ।তাকে নিয়ে লেখার জন্য ধন্যবাদ নেবেন ।

৩| ০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: চ‌লে গে‌লেন মনা পাগলার নায়ক।

৪| ০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: হুম।

৫| ০৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:২৫

আফসানা মারিয়া বলেছেন: লিজেন্ড দুই একজনই জন্মায়।

৬| ০৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫৫

অন্তরা রহমান বলেছেন: আমাদের সময়ের কিংবদন্তীরা একে একে দেয়ালের ছবি হয়ে যাচ্ছেন।

৭| ১৩ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫৯

সোহানী বলেছেন: খুব ভালোলাগলো এক সময়ের জনপ্রিয় টেলিসামাদকে স্মরণ করার জন্য।

৮| ১৮ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:১৮

মি. বিকেল বলেছেন: Click This Link
অনেক সুন্দর লিখেছেন।আমি আপনার লেখাটি পড়েছি এবং একটি ভিডিও বানিয়েছি।জানিনা আপনার লেখার সাথে ন্যায় করতে পেরেছি কি না! তাই একবার ঢু মেরে দেখে আসার অনুরোধ রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.