নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
বিজ্ঞানী এডওয়ার্ড টেইলর সুন্দর বলেছিলেন,
.
সফল হওয়ার জন্য শিক্ষার প্রয়োজন নেই,
.
সফল হওয়ার জন্য অভিজ্ঞতার প্রয়োজন নেই,
.
সফল হওয়ার জন্য অসাধারণ মেধার প্রয়োজন নেই,
.
সফল হওয়ার জন্য অনেক দক্ষতার প্রয়োজন নেই,
.
সফল হওয়ার জন্য কোন কিছুর ই প্রয়োজন নেই যা দরকার তা হলো প্রচন্ড ইচ্ছা শক্তি!
.
যদি আপনার তা থাকে তাহলে আমি উপ্রে উল্লেখ করা শিক্ষা, অভিজ্ঞতা, দক্ষতা, সামর্থ্য, শক্তি, ধৈর্য, মেধা সব নিমিষেই হেসে খেলে অর্জন করতে পারবেন!
.
সফলতার বাইবেল বলা হয় 'থিংক এন্ড গ্রো রীচ্' বইটিকে যেটি ১৯৩০ সালে প্রকাশিত হওয়ার পর থেকে বিলিয়ন কপি সেল্ হয় পাশাপাশি লক্ষ লক্ষ সফল মানুষের সৃষ্টি করে চলেছে,
.
লেখক নেপোলিয়ন হিলের সুযোগ হয়েছিলো তৎকালীন শীর্ষ ধনী এন্ড্র কার্নেগীর সাথে দেখা করার তিনি নেপোলিয়ন হিলকে একটি প্রস্তাব দেন 'ট্রাভেলিং খরচ আমি দিবো, তুমি এমন একটি বই লিখো যাতে সফলতার সূত্র লেখা থাকবে' তারপর লেখক বিশ বছরে ৫০০ সফল মানুষের সাক্ষাতকার নিয়েছিলো,
.
অবশেষে আবিষ্কৃত হলো সফলতার মূল সূত্র 'বার্নিং ডিজায়ার/ Burning Desire' মানে প্রবল ইচ্ছে শক্তি,
.
ইচ্ছে শক্তি শুধু থাকলে হবে না দাউ দাউ করে বুকে জ্বলতে হবে!
.
কোন কাজ বছরের পর বছর বিনা ক্লান্তিতে করতে পারার মতো ইচ্ছে শক্তি থাকতে হবে!
.
এক্ষেত্রে সবচেয়ে সুন্দর বলেছেন পৃথিবীর শীর্ষ ধনী ওয়ারেন বাফেট, 'কোন কাজ যদি কমপক্ষে দশ বছর করার ইচ্ছে না থাকে তাহলে তা দশ মিনিট ধরে করাটাও বোকামি!'
.
ওয়ারেন বাফেটের নেশা হলো 'ইনভেস্ট মানি' এখনো সে নেশা কেটে উঠতে পারেনি, প্রতিদিন পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়ে যাচ্ছেন!
.
নেশা কেটে গেলে, ইচ্ছে শক্তিও কেটে যাবে! সার্চ ইয়ুর ট্যালেন্ট এন্ড ডু ইট আনটিল্ ডেথ্!
.
বিশ্বাস কর ভাই, জগতের সব সেরার পিছনে এই একটি সূত্র! কঠিন থেকে কঠিনতর ইচ্ছে শক্তি তারপর পাগলের মতো কাজ করে যাওয়া!
.
এর বাহিরে দ্বিতীয় কোন সূত্র কোন বই কিংবা কোন বিখ্যাত মানুষের জীবনীতে এখনো পাইনি! যদি পেয়ে থাকি তাহলে লেখাটা সেদিন ডিলিট করে দিবো!
©somewhere in net ltd.
১| ০৪ ঠা এপ্রিল, ২০১৯ রাত ৯:৪৬
রাজীব নুর বলেছেন: ইয়েস তীব্র ইচ্ছা শক্তি থাকলে অনেক কিছু সম্ভব।