নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

তার বাবা তার বাবা তার বাবা

০৪ ঠা এপ্রিল, ২০১৯ রাত ৮:০৭

আমার দাদার অপারেশনের পর ডাক্তাররা সিগারেট হারাম করে দিয়েছিলো, আমি দেখেছি দাদা কিভাবে লুকিয়ে লুকিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে সিগারেট আনিয়ে দুই টান দিয়ে ফেলে দিতো,
.
পারবো না আমি ছাড়তে তোকে,
.
কোন মোটিবেশন্ কাজে আসতো না! দাদা মারা যাওয়ার অনেকদিন পর বাবার প্রেসার একদিন ২৩০ ছুঁয়ে যাওয়ার পর ডাক্তারের এক নিষেধে তার ছেলে মানে আমার বাবা আর কখনো সিগারেট মুখে নেননি!
.
দাদার ছেলে হয়ে বাবা এক শটে এক মুহূর্তে সিগারেট ছেড়ে দিলো, বেপারটা আমার কনফিডেন্স বাড়িয়ে দেয়,
.
দাদা পারেনি কিন্তু বাবা পেরেছে!
.
সুতরাং আমার বাবা যা পারেনি, আমাকে তা পারতে হবে,
.
আমাদের পারতে হবে! আশে পাশে মানুষরা পারেনি বলে আপনি পারবেন না এটা হতে পারে না,
.
আমার এক বন্ধুর বাবা মায়ের সম্পর্কে টানাপোড়েন চলছিলো অনেক বছর, কতভাবে নিষ্পত্তি সমাধানে বৈঠক চলছিলো কোন কাজ ই হচ্ছিলো না! তার বাবা বুঝাচ্ছে! মামা! চাচা! দাদা! নানা! বড্ড অভিমান! শেষে একদিন ছেলে গিয়ে মাকে বললো, রিক্সায় উঠেন! মা ও চলে আসলো! তারপর আরো এক যুগ চলে গেলো! তারা আর আলাদা হয়নি!
.
তুমি ছোট মানুষ? এমন অনেক সমাধান আছে যার সমাধান তুমি ছাড়া কারো দ্বারা সম্ভব না!
.
অনেকে পারবে না বলে তুমিও পারবে না, শুধু এই চিন্তার কারণে তুমি কখনো পারবে না!
.
পথের একমাত্র কাঁটা হলো ও পারেনি! আমি কেমনে পারবো! পারেনি তার বাবা, তার বাবা, তার বাবা.....!
.
হেইই! লোকে কি ভাববে তাই না?
.
আহা! কি লজ্জা! মরি! মরি! পাখির ডিমে তোমার জন্ম হলে তুমি লোকে ভাববে ভেবে হয়তো কখনো পা গিয়ে লাইথ্থায় ডিম ফাটিয়ে বের হতে না!
.
তোমার ভাগ্য তুমি মানুষের গর্ভে জন্মেছো! যত্ন সহকারে বের হয়ে এসেছো,
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগে আমরা মুরগী পালতাম! একদিন দেখলাম ডিম থেকে মুরগীর বাচ্চা বের হতে পারছে না! আমি নিজ হাতে ডিমটি ফাটিয়ে বাচ্চাটি বের করে আনলাম! কয়েক ঘন্টা পর বাচ্চাটি মারা গেলো!
.
অনেকদিন পর আমি পাখিটি মরে যাওয়ার কারণটি খুঁজে পেয়েছি! নিজ ডানা দিয়ে নিজ চেষ্টায় ডিম ভাঙ্গার চেষ্টা না করার আগে পাখিটিকে বের করে আনার কারণে তার ডানা শক্ত হতে পারেনি! সে মারা গিয়েছিলো!
.
আসলে আমি তাকে উপকার করতে গিয়ে মেরে ফেলেছিলাম! নিজের শক্তি নিজেকে বর্ধিত করতে হয়! তুমিও পারবে এই বিশ্বাসটা কেউ তোমাকে কখনো দিতে পারবে না! যতক্ষণ তুমি নিজ থেকে বিশ্বাস করতে শিখবে না....!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৯ রাত ৮:২৭

অনেক কথা বলতে চাই বলেছেন: ভাই আপনাকে জড়িয়ে ধরতে ইচ্ছে হচ্ছে!

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৯ রাত ৯:১২

রাজীব নুর বলেছেন: কে কাকে মনে রেখেছি সে প্রশ্ন আজ থাক,
অনেকদিন পর দেখা হল চল ফের একটা ঝগড়া হয়ে যাক!

---- রুদ্র গোস্বামী।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো লিখেছেন। মানুষের সর্বোত্তম জ্বালানী তার আত্মবিশ্বাস।

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৯ রাত ১০:৫৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: চেষ্টা বার বার করে যাচ্ছি সফলতা হাতের নাগালের বাহিরে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.