নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

বিষ নম্বর চ্যানেল

০২ রা এপ্রিল, ২০১৯ রাত ৮:৫১

হঠাৎ একদিন ছাত্রী বললো 'স্যার সাতটায় আসলে পড়বো না, আপনি বরং নয়টায় আসুন' পরে আবিষ্কার করলাম সেটা তার সিরিয়াল টাইম,
.
গল্পগুলো জি বাংলা/স্টার জলসার, শুনেছি অনেক দিন পর জি নেটওয়ার্ক বন্ধ হতে চলেছে!
.
লক্ষ্য করলাম ছাত্রীর মধ্যে অনেক পরিবর্তন দেখতাম, সে 'স্যাআআর্ আর্ আর্' ধ্বনিতে আমাকে ডাকতো,
.
চুল ডান থেকে বামে ঝাক্কি দিয়ে বুঝেনি বলতো!
.
পবলেম তো হলো যখন হেব্বী সিরিয়াল ভক্ত এক মেয়ে তার বাবার সামনে আমাকে 'ভাইয়াআআ আআআহ্ আহ্' বলে ডাকতে শুরু করলো,
.
ঠোঁট একপাশে কোঁচকিয়ে ভেচকি মারলে আমি বুঝতে পারতাম সে মেয়ের উপ্রে জি বাংলা ভর করেছে
.
মেয়ের মায়ের কাছে আসি, যখন যেখানে যেভাবে তাকে দেখেছি সে জি বাংলা কিংবা স্টার জলসা দেখ্ছে!! কঠিন অবস্থা!
.
এক আত্মীয়ের বাসায় বেড়াতে গেছিলাম তারা স্লামুআলায়কুম বলে সে যে টিভি রুমে গেছে তিনদিন পর যাওয়ার সময় তাদের মনে পড়েছে, ঘরে একজন মেহমান আছে!
.
মা কাইত হয়ে, মেয়ে উইত হয়ে আর নাতনী চিৎ হয়ে সিরিয়াল দেখছে তো দেখছে সে কথা নাইবা বললাম,
.
সিরিয়ালের একটা পর্ব মিস্ হয়েছে সে দুক্কে রাতে ভাত খায়নি এমনও উদাহরণ খুঁজে পাওয়া যাবে!
.
পাখি ড্রেস নিয়ে কত কেলেঙ্কারি হয়ে গেলো! কতজন আত্মহত্যা করলো কিংবা কত সংসার ভাঙ্গন ধরলো,
.
ঘরে ঘরে বউ শাশুড়ি যুদ্ধ লেগে গেছে, মারাত্মক গুঁটিবাজি! সিরিয়াল স্টাইলে বেচারা স্বামীকে নিয়ে টানাটানি করতে গিয়ে সে ছিন্নভিন্ন হয়ে গেছে!
.
সিরিয়ালগুলো দেখে কিছু মেয়েরা এতো অনুকরণপ্রিয় হয়েছে যে সে স্বাভাবিকভাবে হাসতে চলতে খাইতে বসতে উঠতে ফিরতে তাকাতে পারে না,
.
একটা পর্যায়ে ঘরে ঘরে কঠিন প্রতিরোধ ব্যবস্থা ঘরে উঠলো, মা মেয়ে নাতনী সংঘ, পুরুষ সমাজ তাদের সাথে কুলিয়ে উঠতে পারছে না!
.
রিমোটের পূর্ণ অধিকারের নিয়ে বাড়তে থাকলো আরো আসক্তি! ক্রমান্বয়ে তা মানসিক ব্যাধি,
.
বাচ্চাকে ফিডিং করছে অথচ মা টিভির দিকে তাকিয়ে আছে!
.
জীবন মানে হয়ে গেলো জি বাংলা!
.
২০১৪ সালের ১৯ অক্টোবর এক রিট আবেদনের শুনানি শেষে ভারতীয় তিন টিভি চ্যানেল প্রদর্শন বন্ধে নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলো হাইকোর্ট,
.
সামাজিক আন্দোলন শুরু হলো, জেগে উঠলো সচেতন সমাজ
.
আমাদের ঘরে বিশ নম্বর চ্যানেল জি বাংলা আসলে 'বিষ' নম্বর চ্যানেল অন্তত এতো কোন সন্দেহ নেই! চ্যানেলগুলো বন্ধ হচ্ছে, এটা ভালো খবর, অন্তত বিষমুক্ত হবে বাংলাদেশ!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৯ রাত ৯:০৪

করুণাধারা বলেছেন: পোস্ট ভালো লাগলো। আপনার জন্য এই খবরটা: Click This Link

২| ০৩ রা এপ্রিল, ২০১৯ ভোর ৬:৫২

রাজীব নুর বলেছেন: বিরক্ত সব চ্যানেল বন্ধ হওয়াই উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.