নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
সাধারণত মাঝারি মানের ভাতের হোটেলে আমরা খেয়ে তারপর বিল্ দিই,
.
একটা বিষয় লক্ষ্য করলাম ফকিররা সাধারণত আগে বিল দেয় তারপর খেতে বসে,
.
বিল দেওয়ার আগে খাওয়ার জন্য একটা সামাজিক স্ট্যাটাস লাগে!
.
বড্ড নির্মম পৃথিবী! পকেটে মানি ব্যাগ আছে বলেই সম্মান নিয়ে বেঁচে আছি! বেঁচে থাকি!
.
বৃদ্ধ মহিলা! দোকানদার নির্দেশ দিলো আগে ৬৫ টাকা বিল দিতে! সে উঠে বিল দিলো! আবার বসলো! কি যেনো ভাবছে!
.
তারপর সে কি যেনো ভেবে বললো খাওয়ার পার্সেল করে দিতে! অতপর পার্সেল আসলো! তা নিয়ে চলে গেলো!
.
দুটো কারণে সে উঠে গিয়েছিলো হয়তো এই সভ্য সমাজ তার মতো অসভ্য মানুষগুলোকে করুণার চোখে দেখে নয়তো সে একটি একটি করে ভাত চিবিয়ে লালা মিশ্রিত লোকমা উপভোগ করবে,
.
হতে পারে তার কাছে হোটেলের গোস্ত দিয়ে ভাত 'মজা পার্টি' স্বরূপ
.
আমার মনে হয় এতো কষ্টে থেকেও এসব মানুষগুলোর কোন দুক্ক নেই!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৃষ্টিতে ভিজতে থাকা এক রিক্সা চালক একবার বলছিলো ভাই বর্ষা আসলে রিক্সা চালাতে অনেক ভালো লাগে! সত্যি ভালো লাগে! গরমে বেশী কষ্ট,
.
আমি আসলে তাকে দেখে কষ্ট পাচ্ছিলাম আর সে নিজের বৃষ্টিতে ভেজা উপভোগ করছিলো!
.
এসব মানুষগুলোর একটায় কষ্ট! অবহেলার কষ্ট! বড্ড অবহেলার শিকার ওরা,
.
কোন এক বাসের কন্টাকদার একবার বলেছিলো, ভাই এক টাকা কম দেন তবুও গালি দিয়েন না!
.
একবার এক পাবলিক বাস চালক বলেছিলো এগুলো মা চোদা টাকা! ভাই প্রতিদিন কত মানুষ মা বোন ধরে গালি দেয় বিশ্বাস করবেন না! তার চোখ টলমল করছিলো!
.
এই কারণে সে পণ করেছে পাবলিক কে এক টাকাও ছাড় দিবে না! কখনো না!
.
সারাদিন যে মুচিটা তোমার জুতা পরিষ্কার করে তার স্পর্শেও কারো স্তন উদ্বেলিত হয়! সে প্রতীক্ষিয়া থাকে! হয়তো তার ছেলে তোমার চেয়ে ভালো অবস্থানে যাবে!
.
মানুষের জন্য কিছু করতে পারো না পারো, অবহেলা করো না, অবজ্ঞা করো না,
.
জানি ঘামের গন্ধে তোমার বমি আসে কিন্তু মালের গন্ধে না!
.
ভাই তুমি অনেক কিছু! মানলাম! বডি এবং বোগল তলের জন্য আলাদা পারফিউম ব্যবহার করো! খুওব ভালো!
.
এটলিস্ট বাথরুমে নিজের টাট্টির গন্ধ সহ্য করার মতো ওদেরও সাময়িকভাবে সহ্য করার অধিকার ছাড়া ওরা তোমার কাছে আর কিছু চাই না! সত্যি চাইবে না!
২| ০১ লা এপ্রিল, ২০১৯ দুপুর ২:৩২
রাজীব নুর বলেছেন: muvi dekhun.
৩| ০১ লা এপ্রিল, ২০১৯ বিকাল ৩:২৯
একে৪৭ বলেছেন: আপনি আপনার ক্লাস দিয়ে গরীবকে বিচার করছেন।
আপনার কথাগুলো গল্প কবিতায় সুন্দর, শিল্পমনা মন যা পড়ে ভাবনার জগৎে হাড়িয়ে যাবে।
আত্নসন্মান বোধ নামের ইলিউশনটা আপনার ভেতর কাজ করে, কারন আপনার ব্যাটারি কখনোই এম্পটি হতে দেননি।
সকাল বিকাল যাদের পেট এম্পটি থাকে, তাদের আপনার-আমার এই কব্যিক কথা নিয়ে মাথা ঘামানোর সময় নেই, দু-বেলা পেটে দুটো পরলেই তারা ওই সন্মান পাওয়ার চেয়ে বেশি খুশি।
©somewhere in net ltd.
১| ০১ লা এপ্রিল, ২০১৯ দুপুর ২:১৭
ফয়েজ উল্লাহ রবি বলেছেন: কিছু শব্দ ছাড়া বাকী গুলো অসাধারণ!