নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

গল্পগুলো বীরত্বের না বেদনার

২৯ শে মার্চ, ২০১৯ রাত ৮:৩২

২২'ফেব্রুয়ারি'২০১৯, চকবাজারে আগুনে পুড়ে ৭৯ জন নিহত, লড়াই শেষে দমকল বাহিনীর সদস্যরা নিজেদের গাড়ির ওপরেই ঘুমিয়ে পড়ার একটি ছবি অনলাইনে ভাইরাল!
.
২৮'মার্চ'২০১৯, বনানীর এফআর টাওয়ার থেকে দমকল বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা খন্দকার আব্দুল জলিল কাঁধে করে কান্নারত একটি মেয়েকে বীরের বেশে উদ্ধার করে নিচে নিয়ে আসছেন এমন একটি ছবি অনলাইনে ভাইরাল!
.
১৪'মার্চ'২০১২, দমকল বাহিনীর ডুবুরি আবুল খায়েরের নাম ভাইরাল, যখন মেঘনায় ডুবে যাওয়া লঞ্চের যাত্রীদের খোঁজ কেউ পাচ্ছিলো না ঠিক তখনি দুই হাতে দুইটা করে করে মোট ত্রিশ থেকে পয়ত্রিশটা লাশ সে একাই তুলে এনেছিলো,
.
২৪'এপ্রিল'২০১৩, সাভারের রানা প্লাজা ট্রাজেডি, উদ্ধার অভিযান প্রায় অসম্ভব হয়ে পড়েছিলো, গাজীপুর থেকে ছুটে এসেছিলেন রং মিস্ত্রী উজ্জ্বল, প্রাণপণে যখন যেদিক দিয়ে সুযোগ পেয়েছেন ভবনে ডুকে গিয়ে অক্লান্ত পরিশ্রম করে জীবত এবং লাশ উদ্ধার করে পুরো দেশের ভাইরাল বীর,
.
সাথে আরেক উদ্ধারকর্মী বাবু, একাই ৩০ জনকে উদ্ধার করেছিলেন ধ্বংসস্তুপ থেকে পরে তার রহস্যজনক মৃত্যুর কারণ এখনো জাতির অজানা!
.
সেই সময় অগ্নিদগ্ধ হয়ে মারাত্মক আহত স্বেচ্ছাসেবক এজাজউদ্দিন চৌধুরী কায়কোবাদ যাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়েছিলো পরে তার মৃত্যুর খবরে পুরো দেশ কেঁদেছিলো,
.
অথবা গতকালে বস্তির ছোট্ট ছেলেটি আশেপাশের সবাই যখন মোবাইলে ভিডিও কিংবা ছবি তুলতে ব্যস্ত সে লিক্ হওয়া পাইপের প্যাঁচানো কাপড় আঁকড়ে ধরে আছে এমন দৃশ্যের ভাইরাল নায়ক,
.
হঠাৎ হঠাৎ করে ওরা টাইমলাইনে এসে নায়ক বনে যায়, ইস্যু শেষে হারিয়েও যায় দিনশেষে তাদের নিয়ে,
.
এগুলো থাইল্যান্ডের লুয়াং গুহায় আটকে পড়া কিশোর ফুটবল টিমের উদ্ধার অভিযান না যে তাদের নিয়ে হলিউডে মুভির ঘোষণা আসবে,
.
সত্যি বলতে এরা মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে অ্যাপার্টমেন্টের তৃতীয় তলার জানালা দিয়ে এক শিশুকে ফেলে দিলে দ্রুত লুফে নিয়ে তার জীবন বাঁচানো ফায়ার সার্ভিসের কর্মী রবার্ট সুটন না যে রাতারাতি বীর খেতাব পেয়ে ভাগ্য পাল্টে যাবে!
.
আমরা বাজরাঙ্গী ভাইজানের সালমান খানকে বীর ভাবতে পারি কখনো একজন প্রকৃত বীর আব্দুল জলিলকে পর্যাপ্ত সম্মান দিতে শিখিনি!
.
আমাদেরও অনেক বীর আছে, বীরশ্রেষ্ঠ আছে, গায়ক আছে, নায়ক আছে, লেখক আছে, সাধক আছে, ছিলো, থাকবে কিন্তু আমরা কখনো জানতে চেষ্টা করবো না!
.
আমাদের নেতা আছে, কঠিন নেতাও ছিলো, আমরা আমাদের ছেলেদের মাহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা, আব্রাহাম লিংকন, মাহাথীর কিংবা এরদোগানের গল্প শুনিয়ে তৃপ্তি লাভ করি!
.
ড. মুহম্মদ শহীদুল্লাহ্ বলেছিলেন 'যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণীজনের জন্ম হয় না' এখানেও তাই,
.
গুণীর লিঙ্গে আমরা কনডম লাগিয়ে দিই, এতো বড় মায়েরে বাপ জাতি আমরা!
.
এখানে হাজার ভালো লিখেও কখনো জেকে রাওলিংয় জন্ম নিবে না যে বই লিখে মিলিওনিয়ার হবে!
.
এখানে মেধা চুরি করেও ব্যবসা হয়! কঠিন ব্যবসা! শুনেছি হুমায়ুন আহমেদ অবিশ্বস্তদের মধ্যে প্রকাশকদের বিশ্বাস করতেন না!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৯ রাত ৯:১২

রাজীব নুর বলেছেন: মেধা থাকলে তা বিকাশ হবেই। কেউ আটকে রাখতে পারবে না।

২| ২৯ শে মার্চ, ২০১৯ রাত ১০:১৩

মাহমুদুর রহমান বলেছেন: পড়লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.