নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
বনানীতে এফ আর টাওয়ার থেকে লাফ দিয়ে পঙ্গু হাসপাতাল থেকে ফেরার পর 'ভাই, লাফটা কিন্তু সেইই আছিলো, ঠিক যেই মুহূর্তে লাফ দিয়েছেন তার কয়েক সেকেন্ডের মধ্যে ক্যামেরাবন্দি করেছি, এই লন্, ফেসবুকে কার্টেসি দিতে ভুইল্লেন কিন্তু' পিকটা দিয়ে মানবতার পোলা চলে যাচ্ছে,
.
এবার মানবতার লুইচ্চার পালা 'আফা আমি সেদিন না থাকলে আপনার চিল্লানীর এতো সুন্দর ভিডিও কেডায় তুলতো কন্, হেব্বী জুম হয়ছে! মোবাইল হাতে নিয়া ঠাইঠ দাঁড়ায় ছিলাম, মশা কামড়াইছিলো দুইটা কিন্তু চুলকাই নাইকা!'
.
কামতো এক্কান কইরালাইছি ভাই 'ফেসবুকে আইসা লাইভ করার পর আপনার গফ্ কমেন্ট কইরা কইলো আপনি হেতেনের ক্রাশ আছিলেন!'
.
'ভাই! আমার ভাই! যদি মইরা যাইতেন তাহলে আর কোনদিন কেউ খুঁজে পাইতো না তাই অধম আপনার ভিডিও করছিলাম, এটলিস্ট যে ওখানে আপনি ছিলেন সেটার প্রমাণ দিয়ে লাশ ফেরত চাইয়া অনশন করতাম!'
.
জ্বলতে থাকা ভবনের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বাঙ্গালীদের পিক দেখে ভাবছি এই জাতি মাথা নোয়াবার নয়!
.
সেদিন দেখলাম বায়জিদ ক্লিফটনের মোড়ের ডাস্টবিন থেকে ময়লা গাড়িতে তোলা হচ্ছে সেখানে উৎসুক জনতার ভিড়,
.
রাস্তার মোড়ে গ্যারান্টিসহ যে ঔষুধগুলো বিক্রী হয় সেখানে আমি ভিড়ের কারণে ঢুকতে পারিনা!
.
কোন চ্যানেল ক্যামেরা একটা নিয়ে দাঁড়িয়ে থাকলে তার পিছনেও উৎসুক জনতা উপচে পড়ে!
.
সেদিন দেখলাম রাস্তার দূরত্ব মাপা ক্যামেরা টাইপ স্টেনের পিছনে কয়েকজন উঁকি দিচ্ছে,
.
কোন এক সুন্দরী মেয়ে হেঁটে গেলেও রাস্তায় উৎসুক জনতার ভিড় লেগে যায়!
.
জিইসির মোড়ে একবার একজনকে চুরিকাঘাত করে যাচ্ছে সন্ত্রাসীরা তার একটু দূরে কয়েক সেকেন্ডের মধ্যে জটলা বেঁধে গেছে!
.
বাজারে বড় মাছ উঠলে তার আশেপাশে একটা ভিড় লেগেই থাকে
.
ব্যতিক্রম কিছু দেখলেই বাঙ্গালী ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে
.
কিছুদিন আগে দেখলাম এলাকায় দুই মহিলার ঝগড়া দেখছে প্রায় শতখানেক মানুষ!
.
নব্য বিবাহিত দম্পতির বাসর ঘরের বাহিরেও জ্যাম লেগে থাকে!
.
এমন নির্বাচনেও সেদিন দেখলাম ফলাফল জানার জন্য ভোটারের চেয়েও উৎসুক জনতার ভিড় বেশী
.
ইতোপূর্বে ভাইরাল হওয়া শিশু নির্যাতনের কয়েকটি ভিডিওর পিছনেও দেখলাম জনতার ভিড়,
.
সাধারণত তুলে নিয়ে ধর্ষণ করা হয় নাহলেও তা লাইভ দেখার জন্য উৎসুক জনতার জটলা লেগে যেতো!
.
রাস্তায় কেউ জোরে বাষ্পবায়ু ছাড়লে সেই আওয়াজ শুনেও একটা জটলা লেগে যাবে যাবে অবস্থা
.
তখন দেখতাম বোর্ড পরীক্ষার রেজাল্ট দিলে ঘরের আশেপাশে কৌতূহলী জনতার ঢল!
.
এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী নায়ক গায়ক নালায়েকের গন্ধ পেলেও এখানে রাস্তার পাশে মানুষের ঢল লেগে থাকে,
.
হক্ মাওলা বলে ডাক দিলেও তার আশেপাশে উৎসুক জনতার আনাগোনা বাড়তে থাকে,
.
আহারে! সবাই ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখে! দেখছে! কি দেখে! কি দেখছে! তা নিয়ে একটু পর যাকে দেখবে তাকে ভিড়ের গল্প বলবে!
.
ধাক্কাধাক্কি করিয়েন না, সবাই ভিড়ের মধ্য থেকে লাইভে আসার সুযোগ পাবেন! পাশ থেকে একজন বলে উঠলো 'মানিব্যাগ সাবধান' এখানেও মানবতা হুমকির মুখে!
২| ২৯ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১৩
মাহমুদুর রহমান বলেছেন: এসব পরিস্থিতি উৎসুক জনতার কৌতুহলের কারনে মানুষের বাচার সম্ভাবনা অনেকাকংশে কমে যায়।
৩| ২৯ শে মার্চ, ২০১৯ রাত ৯:৩৬
রাজীব নুর বলেছেন: স্বপ্নে দেখি মির্জা ফখরুল আর রিজভী আহমেদ আওয়ামীলীগে যোগদান করছে।
©somewhere in net ltd.
১| ২৯ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:২৬
আরোগ্য বলেছেন: একতাই বল।একতাবদ্ধ বাংগালী।