নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

অগ্নিকান্ড বনাম লঙ্কাকান্ড

২৯ শে মার্চ, ২০১৯ দুপুর ১:৩৮

এমন এক দেশ, কোথাও আগুন লাগার পর এতো মানুষ লাইভ দেখতে যায় যে তাদের ধাক্কাইয়্যাও সরানো কঠিন হয়ে পড়ে যতক্ষণ না পুলিশ এসে পাছার উপ্রে কয়টা ঘা না দেয়,
.
সাংবাদিকরা লাইফ ক্যামেরা অ্যাকশনের সাথে কয়েকশ হেলমেট মাথায় দিয়ে নিজ নিজ কাজে লেগে পড়ে,
.
টিআরপি মাগার যেমনে হোক বাড়াইতে ই হইবো!!!
.
ততক্ষণে কী বোর্ড লাইয়া সেলেব্রেটিরা উফুত হয়ে বইসা পড়ছে, নতুন ইস্যু আসছে ইস্যু,
.
এরিমধ্যে নেতা নেত্রীরা মেকাপ করা শুরু করেছে ক্যামেরার সামনে বিবৃতি দিবে বলে!
.
টিভি চ্যানেলগুলো আগুন লাগলে কারে কারে টকশোর জন্য ডেকে আনতে হবে সেই লিস্ট ধরে ধরে ফোন দিয়ে চলছে,
.
ঐ দিকে আশ্বাস নিয়ে দৈব বাণী আসবে কাল থেকে দিয়াশলাইয়ের কাঠি উৎপাদন বন্ধ!
.
এতোক্ষণে তিন জইন্যা কমিটিতে কে কে থাকবে তা নিয়ে লভিং শুরু হয়ে গেছে,
.
এদিকে কেমিক্যাল কোম্পানীগুলো আন্দোলনের জন্য লাঠি সোঠা ব্যানার লিফলেট স্লোগান নিয়ে রেডি!
.
দুই একটা ভালবাসার ছবি ভাইরাল হবে মায়ের কোলে শিশু, স্বামীর বাহুতে আবদ্ধ বউ, কাইন্দা কাইট্টা একাকার হয়ে যাবে জনগন!
.
কেউ কেউ আবিষ্কার করবে সব পুড়ে গেছে মাগার মসজিদ আর কোরআন শরীফ পুড়ে নাইক্কা!
.
আমীন আর শেয়ারে শেয়ার আগুন টাইমলাইন ইস্যু থেকে নিবে যাবে,
.
রাতারাতি বিদ্যুতের লাইন টানা শুরু হবে! পুড়ে যাওয়া ছাইয়ের উপ্রে মাকড়সার বাসার মতো এদিক ওদিক সেদিক করে নতুন টাইম বোমার সৃষ্টি হবে!
.
নতুন স্থাপনা উঠবে, রাস্তা আরো সরু হতে থাকবে! আগে তো ফায়ার সার্ভিস ঢুকতে পারতো না এখন রিক্সাও,
.
তারপর আল্লাহর রহমতে অনেক দিন আগুন ধরবে না কিন্তু একদিন ভূমিকম্পে সব নড়ে যাবে! নতুন ইস্যু আসবে!
.
হৃদয় দাউ দাউ করে জ্বলে উঠবে! সরকারের মায়েরে বাপ বলা লোকটিও জানে না, জানতে চেষ্টা করবে না নগর পরিকল্পনা কি!
.
পরিকল্পনা বলতে সে কেবলি পরিবার পরিকল্পনার কথা ই জানে!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১৬

মাহমুদুর রহমান বলেছেন: পরিবার পরিকল্পনা করা মন্দ কিছু না।
দেশের এই অস্বাভাবিক পরিস্থিতি নিয়ন্ত্রনে সরকারের উচিৎ জনগনের কাছ থেকে রায় নেয়া।কিন্তু সরকার তা করছে না।

২| ২৯ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪৩

রাজীব নুর বলেছেন: আমাদের মানসিকতা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে, অন্যের কষ্ট দেখে, অন্যের অসহায়ত্ব দেখে আমরা মজা নিতেও কার্পণ্য করি না...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.