নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
গল্পটি দুটি গাছের বেড়ে উঠার,
.
জনৈক কিশোর এবং বৃদ্ধ দুটি চারা গাছের যত্ন নিতো,
.
কিশোরটি প্রতিদিন গাছে যথেষ্ট পানি দিতো এবং তার গাছও তর তর করে বেড়ে উঠতে লাগলো,
.
বৃদ্ধটি প্রতিদিন গাছটি বেঁচে থাকার জন্য শুধু যতটুকু তার দরকার ততটুকু পানি দিতো,
.
কিশোরটি বৃদ্ধকে টিটকারি করে বলতো কি কিপটুস রে বাবা! সামান্য পানি দিতে কত কার্পণ্য করে!
.
এভাবে দুটি গাছ বড় হতে থাকে
.
একদিন সাইক্লোন শুরু হয়! গাছ দুটি নড়তে শুরু করে! সাইক্লোন আরো গভীর হলে কিশোরের গাছটি মূল উৎপাটন হয়ে কিছু দূরে গিয়ে একটি দেয়ালের উপ্রে আঘাত হানে,
.
কিশোরটি হতবাক হয়ে বৃদ্ধের কাছে গিয়ে বললো 'কি বেপার বুড়ো! তোমার গাছটি একই অবস্থানে দাঁড়িয়ে রইলো কিভাবে?'
.
বৃদ্ধ বললো, 'আসলে তুমি গাছটিকে এতো পরিমাণ পানি দিতে যে সে কখনো পানির প্রয়োজনীয়তা উপলব্ধি করে শেকড় ছড়িয়ে পানি খোঁজার চেষ্টা করেনি বলে তার ভিত্তি দুর্বল ছিলো!'
.
'আর আমি তাকে এতো পরিমাণ পানি দিতাম যে সে আরো ভালো ভাবে বেঁচে থাকার তাগিদে শেকড় ছড়িয়ে পানি খোঁজার চেষ্টায় থাকতে থাকতে তার শেকড় মাটির অনেক গভীরে চলে গিয়েছিলো!'
.
সুতরাং এতে সে এতো শক্তিশালী হয়েছিলো যে সাইক্লোনেও দিব্যি টিকে আছে!
.
গল্পগুলো শেকড় থেকে শিখরের,
.
কেউ আপনাকে সাহায্য না করাটা একটা আর্শীবাদ কারণ এতে আপনি কারো সাহায্য ছাড়া একা চলতে শিখে যাবেন!
.
একটি শিশু কখনো বাবার হাত ধরে হাঁটতে শিখতে পারে না যতক্ষণ পর্যন্ত সে নিজে চেষ্টা করে বার বার উষ্টা ধাক্কা কিংবা পড়ে গিয়েও চেষ্টা না করে!
.
বট গাছের ছায়ায় বড় হওয়া গেলেও কখনো বট গাছের চেয়ে বড় হওয়া যায় না!
.
যে নিজ হাতে নোট করে আপনি কখনো তার নোট পড়ে তার মতো বুঝতে পারবেন না!
.
মনে রাখা দরকার, যেখানে হোঁচট খাবেন প্রকৃত জ্ঞানটা ঠিক ঐ জায়গায় থাকে,
.
লোকে বলে 'জ্ঞান ই শক্তি' কিন্তু আধুনিক বিজ্ঞান বলে 'জ্ঞান হলো শুধু মাত্র তথ্য' আর 'এই তথ্য বাস্তব প্রয়োগের ফলে যা সৃষ্টি হয় তা হলো শক্তি!'
২| ১৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৫
মাস্টারদা বলেছেন: সি...রাম ভাল্লাগছে।
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৭
মাহমুদুর রহমান বলেছেন: খুব ভালো লাগলো।শেখার আছে এই গল্পে।
৪| ১৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪১
আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর গল্প
৫| ১৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভালো লাগল আপনার শিক্ষামূলক গল্প।
৬| ১৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪
ইসমত বলেছেন: সত্য বটে।
৭| ১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫২
নাহিদ০৯ বলেছেন: বরাবর এর মতো রস খুঁজতে গিয়ে বেশ জ্ঞানের কথা পড়লাম। ভালো লিখেছেন।
©somewhere in net ltd.
১| ১৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫০
রাজীব নুর বলেছেন: অনেকদিন পর পোষ্ট দিলেন।