নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
মার্কা আছেনিরে? আছে! কোন সে মার্কা? কমুনা!
.
কারণ নির্বাচনী প্রচারণাও ডিজিটেল হয়ে গেছে! কেমন হতে পারতো?
.
'হোয়াই দিস্ কোলা বেরি কোলা বেরি নৌকায় ভোট দিই... নৌকায় লাইকো লাইকো থাইকো থাইকো...কোলা ভেরি ডি!'
.
'ঝাকানাকা!ঝাকানাকা! ঝাকানাকা ধানের শীষ দোলে না, মিয়া ভাই! মেরা ভাই! হেইল্লা দুইল্লা এলাকার ভোট চাই!'
.
'বেয়াইন সাব্ তোমার জন্য ঢাকা থেকে ডিজিটাল প্রার্থী আনছি...ধুম্ ধুম্ ডিজে...!'
.
ল্লা ল্লাল্লা লা লা লালা লা লালা...তত্ত্বাবধায়ক সরকারের অধীনের সেই নির্বাচন আজ আর নেই! আজ আর নেই! কোথায় হাারিয়ে গেলো গুম হওয়া নেতাগুলো সেই! আজ আর নেই! খালেদা জিয়া কারাগারে, তারেক সাহেব লন্ডনে...তবুও বিম্পী নির্বাচনে লড়ে যায়.....! ওহ্ ওহু ওহুহু ওহুহুহু সর্বহারাদের পক্ষে ভোট চাই!'
.
'ও ল্লাল্লা! ও ল্লাল্লা! নৌকা মোদের ফ্যান্টাসি...! শুনো নানা, শুনো নানা, নির্বাচন ত্রিশ তারিখ হয়ে যাবে ইইই...!'
.
'ভোট কেন্দ্রে মার্কাগুলো দেখবে যখন! লাঙ্গল মার্কা তখন তোমার পড়বে চোখে! সিল মারবে যখন তুমি ব্যালট পেপারে...জয় হয়েছে লাঙ্গলের জানবে লোকে, হু হুহু হু হুহু হু হু... তুমি কি তারে ভালবাসবে?'
.
'জাল ভোট বানায়া! জাল ভোট বানায়া আপনে! মেরি নেতাহু! মেরি জে তেরা ভোট হে! জাল ভোট দিয়ে কেবলি পাগল বানাহে! জাল ভোট দিবোনা, জাল ভোট দিবোনা আআআ! আহ্! হে!'
.
'পেহলা নেশা! পেহলা হুয়া! নয়া ভোটার হে, প্রথম ভোট সিংহ মার্কায় দিয়া! তে দেশ পরিবর্তন করে দে হুয়া! উড়তা বীর হিরু, হিরো আলম মোর প্রার্থী হু, জানে পুরো আসমান জমিন...! পেহলা নেশা! পেহলা হুয়া!'
.
আর জনগনের ভাষা হবে এমন,
.
ও প্রার্থী! ও প্রার্থী! তুই অপরাধী রে! গতবার উন্নয়নের আশা দিয়ে ভোট নিয়া গেলি রে... একটা সময় তোদের আমরা কত বিশ্বাস করতাম! স্লোগান দিয়া মিছিল করে ভোট দিতে যাইতাম....!
.
'ভোট দিয়েছি তাতে কি! জনগনের প্রতিনিধি একটা পেয়েছি! দেখা করতে গেলে বেত্রাঘাত পড়ে পাছায়! পিএস আমার শুধায়, স্যারের এখন সময় নাই! সময় নাই কেন্ বলো না? এই হাতের রেখা আছে যতদিন! ভোট দিয়ে যাবো ততদিন! জনগন হয়ে পড়ে রইবো মাইনকার চিপায়!'
.
'সেই প্রার্থী কেনো এতো অচেনা হলে! সেই আমরা কেনো তোমাদের ভোট দিলেম! কেমন করে এতো অচেনা হলো সময়! কি ভাবে তারা এতো বদলায়! ও বুকেরি সব কষ্ট দুহাতে সরিয়ে, চলো দেশের স্বার্থে এগিয়ে যায়!'
.
তবুও দিন শেষে,
'আমার ভোট আমি দিবো! যাকে খুশি তাকে দিবো!'
.
'যাকে আপনার কাছাকাছি সব সময় পাবেন এবং যোগ্য মনে হয় আপনার মূল্যবান ভোট তাকে ই দিবেন!'
.
'দল যার যার, যোগ্য প্রার্থী সবার!'
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩২
রাজীব নুর বলেছেন: বিনোদন মূলক পোষ্ট।
৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৮
যোখার সারনায়েভ বলেছেন: হাহাহা।
৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১২
নাহিদ০৯ বলেছেন: ভাই রে গানের কথা এবার খুব মনে থাকবে। এমন এমন কুরুচিপূর্ন গানকেও রিমেক করেছে যা প্রকাশ্যে শোনা যায় না। কথার মধ্যে যে কি পরিবর্তন আনছে তাও ধরা যায় না, ভোকাল এর ভলিউম কম, সাউন্ড এ ভরা।
আন্দাজে বুঝে ফেলি নৌকার গান ই হবে। কিন্তু গান এর তো একটা স্ট্যান্ডার্ড থাকা দরকার। এরকম গান বাজিয়ে যারা নাচে তারা কেউ ভোটার না, সামনে ১-২ টার্ম এর পরেও ভোটার হতে পারবে না এমন বয়সি নির্বাচন প্রচারকর্মী ও আছে।
সব মিলিয়ে এলাকায় একসাথে ২-৩ টা মাইক এর গান শুনতে পাওয়া যায়, কোন কোন সময় বোঝাও যায় না গান টা কি!
©somewhere in net ltd.
১| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯
মাহের ইসলাম বলেছেন: গীতিকার হিসেবে ভালো করবেন, সন্দেহ নেই।
তবে, সুরকার কি আপনার হাতের কাছে আছে নাকি ?