নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
কেডিএস এক্সেসোরিজে একজন তার বস'কে বলছে, 'স্যার আপনাকে খুব হ্যান্ডসাম(Handsome) লাগছে তা শুনে আরেকজন বললো স্যার হ্যান্ডসাম না বরং হ্যান্ডমোর(Handmore) লাগছে!'
.
স্যারকে some(অল্প) লাগবে এটা হতে পারেনা more(বেশী) লাগতে হবে!
.
অফিসে 'বস' শব্দ উল্টে যায় উনি ই 'সব'
.
প্রায় অফিসে দুটি নিয়ম থাকে
.
নিয়ম এক- বস সব সময় সঠিক, নিয়ম দুই- যদি বস বেঠিক হয় তবে এক নম্বর নিয়মটি ফলো করবেন!
.
একবার বসের মুখে 'তুমি বস' শুনার পর করিম সাহেব বলে উঠলো 'না না স্যার আপনি ই বস্' তা শুনে স্যার বললো 'তোমাকে বসতে বলছি, সবসময় কানে বেশী শুনো!'
.
জনৈক কর্মকর্তা একবার বলেছিলো 'ভাই নারীরা এগিয়ে যাচ্ছে, সেদিন দেখলাম দশ বছর আগের এক্স গার্লফ্রেন্ড অফিসের বস হিসেবে জয়েন করেছে!'
.
এভাবেও ফিরে আসা যায়
.
এক লোক গেছে টিয়া পাখি কিনতে বিক্রেতা দাম দিলো দশ হাজার টাকা! ক্রেতা তো অবাক! বিক্রেতা বললো এটা স্পেশাল তোতাপাখি! কথা এবং ল্যাপটপের উপ্রে বসে টাইপ করতে পারে! তাই এতো দাম!
.
দ্বিতীয় তোতাপাখি দেখিয়ে দাম জিজ্ঞেস করার পর বিক্রেতা হলো ওটা বিশ হাজার টাকা তা শুনে ক্রেতার মাথায় হাত! বিক্রেতা বললো এটা আরো স্পেশাল মাইরি! কথা, ল্যাপটপের উপ্রে বসে টাইপ থেকে শুরু করে ইমেইলেরও রিপ্লে দিতে পারে!
.
তারপর ক্রেতা তৃতীয় পাখিটি দেখিয়ে বললো ওটার দাম কত! বিক্রেতা বললো 'স্যার এটা প্রচুর দাম পঞ্চাশ হাজার টাকা' তা শুনে ক্রেতা বললো 'এটা কেমনে সম্ভব আর কি কি পারে পাখিটি' পুনরায় বিক্রেতার উত্তর 'সে শুধু কথা বলতে পারে আর আদেশ দিতে তবুও অন্য দুটো পাখি তাকে বস্ ডাকে!'
.
একবার অফিসের বস্ এসে 'একটা সুখবর আছে এই বছর দশ শতাংশ লাভ বেশী হওয়ায় চেয়ারম্যান সবাইকে খুশি হয় পঞ্চাশ হাজার টাকা করে চেক দিবে' বলার পর সবাই তো খুশিতে গদগদ হয়ে কোলাকোলি শুরু করেছিলো তারপর হাই ফাইভ শেষে বস ঘোষণা করলো 'আগামী বছর এই ধারা অব্যাহত থাকলে উনি সেই চেকে সাইন করবে এই মর্মে আমাদের আশান্বিতও করেছেন!'
.
অফিসের একটা বিষয় থাকে বস্ মজা করে কথা বললে অন্যরা মজা না পেলেও হাসিতে লুটে পড়ে কিন্তু একদিন খান সাহেব আগের মতো হাসছেন না তা লক্ষ্য করে বস জিজ্ঞেস করলো 'কি বেপার খান সাহেব হাসছেন না কেনো' তা শুনে খান সাহেব বললো 'বস চাকরি ছেড়ে দিবো তাই হাসি না আসলে জোর করে হাসার মানে নেই!'
.
শুনেছি বস্ যারা তারা বাসায় গেলে বউ তাদের বস হয়ে যায় কারণ সারাদিন কর্মচারি কর্মকর্তাদের জারি দিতে দিতে এতো ক্লান্ত থাকেন বউ জারির উপ্রে রাখলেও কিছু বলতে পারেন না!
.
আবার সন্ধ্যা থেকে সারা রাত বউয়ের জারি শুনার পর তা অধস্তনদের মাথার উপর দিয়ে না দিলেও শান্তি পান না! এভাবে চলছে! চলবে! এটা একটা চলমান পক্রিয়া!
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৩
আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১
রাজীব নুর বলেছেন: ভুবন জুড়ে আলোর খেলা
সোনালী রং ছড়ায়,
প্রভাত রবি উঠলো হেসে
পূব আকাশের গায়।
--লক্ষ্মণ ভান্ডারী
৪| ২১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১০
ইসিয়াক বলেছেন: ভালো
©somewhere in net ltd.
১| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২০
প্রশ্নবোধক (?) বলেছেন: চাকরীজীবীদের এই এক সমস্যা।