নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
চ.বি.তে প্রথম দিন যখন ফ্রি জিমে গেলাম এসে নিজের দিকে তাকিয়ে দেখলাম কোন চেইঞ্জ আসেনি!
.
দ্বিতীয় দিন গেলাম নিজের দিকে তাকিয়ে দেখলাম নাথিং!
.
তৃতীয় দিন মনে হলো আমি চিকনা থেকে হাড্ডিতর হয়ে যাচ্ছি!
.
অনেক দিন পর মনে হলো পরিবর্তন হচ্ছে! উপকৃত হচ্ছি! হাতের বাইসেপ টাইসেপ এমন হয়েছে যে মনে হলো এখন থেকে আমিও টি শার্ট পড়ে মাঞ্জা মারতে পারবো!
.
আর মাত্র কয়েকটা দিন ব্যাস! সুন্দরীরা আমার আর্মস দেখে কমেন্ট করবে, ওয়াও! আমিতো শেষ!
.
বডি বিল্ডিংয়ের গল্প বলতে আসিনি কারণ সেই শরীর এখন আর নেই! বলতে চাচ্ছি সফলতা হলো ধারাবাহিকতা! ধরে রাখা! যেটাকে বলে কনসিস্টেন্সি!
.
আপনি যখন প্রতিদিন সকালে এক গ্লাস পানি পান করবেন মনে হবে কোন লাভ তো পাচ্ছিনা কিন্তু এক বছর পর মনে হবে না কিছু একটা উপকার হয়েছে!
.
নারিকেলে যখন প্রথম হাতুড়ি দিয়ে আঘাত করেন মনে হয় কিছুতো হয়নি কিন্তু ভিতরে চিড় ধরে যা দেখা যায় না তারপর পুনঃপুন আঘাতের পর নারিকেল ফাটে!
.
প্রতিদিন রোজ করে গোলাপ রেখে যাওয়া বখাটে ছেলেটির প্রেমে পড়ে মেয়েটিও বলে, 'আমি ওকে আমার ভালবাসা দিয়ে ভালো করে ফেলবো!'
.
ধারাবাহিকতা ক্রমান্বয়ে অভ্যেসে পরিবর্তন হয়ে তা স্বভাবে পরিণত হয়!
.
আপনি যখন অন্যের সমালোচনা করতে অভ্যস্ত হয়ে পড়বেন তখন তা আপনার স্বভাবে পরিবর্তন হয়ে একদিন মনে হবে অন্যের নিন্দা না করে পেটের ভাত হজম হচ্ছে না!
.
তাই প্রধানমন্ত্রীরা একটা জোকস বলেন, 'সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়ন সম্ভব!'
.
অক্সিজেন থেকে বায়জিদ যাওয়ার সময় প্রায় দেখি রাস্তা খোঁড়াখুঁড়ি চলছে তার শেষ নাই সেদিন একজনকে জিজ্ঞেস করলাম, ভাই কহিনীটা কি? চাকরিতে জয়েন করার পর দেখতেছি 'একদল খোঁড়ে আরেকদল ভরে' তখন মাঝখান থেকে একজন বলে উঠলো 'উন্নয়নের ধারাবাহিকতা চলছে!'
.
তুখোড় বক্তব্য চলছে 'এই সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে হবে' তারপর উঠলো আমাদের জাতীয় কাক্কু 'এই সরকারের পাশাপাশি আমাদের বিরোধি দলেরও ধারাবাহিকতা বজায় রাখতে হবে!'
.
ধারাবাহিকতা রক্ষায় সবচেয়ে এগিয়ে আছে 'জি বাংলা' আর 'স্টার জলসা' মেয়েটি মা থেকে দাদী তারপর তার নাতী পুতি খন্তি হলো তবুও তার বিটলামিতে সিরিয়ালের মতো ধারাবাহিকতা থাকে!
.
বলা হয়ে থাকে 'পানির অপর নাম জীবন' আসলে বেপারটা হলো 'বিশুদ্ধ পানির অপর নাম জীবন' তেমনি 'ধারাবাহিকতা না বরং ভালো কাজের ধারাবাহিকতার অপর নাম সফলতা!'
.
আমাদের সবার মধ্যে ধারাবাহিকতা আছে
.
প্রতিদিন রোজ করে অন্যদের পিছনে বাঁশ দেওয়ার ধারাবাহিকতা,
.
বন্ধু বান্ধব সহকর্মী প্রতিবেশী কিংবা অন্যদের নিয়ে হাসি ঠাট্টা বিদ্রুপ করে মজা নেওয়ার ধারাবাহিকতা,
.
রোজ করে কাজ ফাঁকি দেওয়ার ধারাবাহিকতা,
.
প্রতি দুই সেকেন্ড পর পর মানুষ নতুন চিন্তা করে আমাদের দু সেকেন্ড পর পর ফালতু চিন্তার ধারাবাহিকতা আছে,
.
আমাদের গবেষণার ধারাবাহিকতা আছে তবে তা পাশের বাসার শাড়ি চুড়ি গয়না আর ছেলে মেয়ের রেজাল্ট কিংবা কে কি করেছে তা নিয়ে,
.
দিনশেষে একটা নিজের জীবন নিয়ে জন্ম লাভ করে আমরা ধারাবাহিকভাবে অন্যের জীবনে পড়ে থেকে এমন অভ্যস্ত হয়ে পড়ি মনে হয় 'ওটা ই আমার জীবন!'
২| ৩০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৮
স্রাঞ্জি সে বলেছেন:
ধারাবাহিকতায় সফলতা অনিবার্য।
বাইদা পথ.... আপনি চট্টগ্রামের কোথায় থাকেন।
৩| ৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪২
রাজীব নুর বলেছেন: হে পরম করুনাময়, তুমি আমাকে দুঃখ- কষ্ট দিতে চাইলে দিবে কিন্তু আমি যেন কারো মনে দুঃখ না দেই।
৪| ৩০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৩
বঙ্গদা বলেছেন: অসম্ভব ভালো লেখা
©somewhere in net ltd.
১| ৩০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: প্রতিদিন রোজ করে গোলাপ রেখে যাওয়া বখাটে ছেলেটির প্রেমে পড়ে মেয়েটিও বলে,
'আমি ওকে আমার ভালবাসা দিয়ে ভালো করে ফেলবো!'
..................................... মানুষে র অনুসন্ধানী মন থ্রিল পসন্দ করে ।