নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
গল্পটি তার ছেঁড়া গিটারের,
.
নিলাম ডাকা হলো একে একে সব জিনিস বিক্রি হয়ে গেলো শুধু একটি রূপালী গিটার ছাড়া!
.
গিটারটি অনেক দিনের পুরনো! ধূলোমাখা! তার ছেঁড়া!
.
পাঁচ হাজার থেকে শেষ পর্যন্ত পাঁচশ টাকা ডাক আসলো মাগার গিটার কেউ নিতে রাজী হয়না!
.
ঠিক নিলাম শেষ হওয়ার আগে দর্শক সারি থেকে একজন উঠে গিটারটি হাতে নিলো! পুরাতন কাপড় দিয়ে সেটি পরিষ্কার করলো! তারপর ছেঁড়া তারগুলো লাগিয়ে বাজানো আরম্ভ করলো!
.
সুরের মূর্ছনায় পিন পতন নিস্তব্ধতা! বাজানো শেষ! সে দর্শক সারিতে ফিরে গেলো,
.
এতো সুন্দর সুর তোলা গিটারটির জন্য একজন বলে উঠলো পাঁচ হাজার টাকা দিতে রাজী,
.
পরের জন বলে উঠলো দশ হাজার টাকা দিতে ইচ্ছুক এভাবে তার পরে করে দাম উঠলো পঞ্চাশ হাজার টাকা!
.
এমনে দিলেও যে জিনিস কেউ কিনতে আগ্রহী ছিলো না সেটির এমন দামের পিছনে আমি আপনি সবাই!
.
এভাবে তার ছেঁড়া হয়ে ধূলো মাখা হয়ে আমরা পড়ে থাকি অযত্নে অবহেলায়!
.
আপনার জীবনে এমন কেউ এসে যদি আপনাকে ধুয়ে মুচে টিউনিং করতে পারে একদিন হয়তো আপনার কদরও তিল তিল করে বেড়ে যাবে!
.
তবে কথা আছে,
.
গিটারের হাত পা নেই বলে সে অন্যের সাহায্য নেয় কিন্তু একটা মানুষ চাইলেই নিজেকে নিজে পরিষ্কার করতে পারে!
.
যেটাকে বলে পজেটিভ থিংকিং!
.
আর যত ধূলোবালি ময়লা আবর্জনা তা হলো নেগেটিভ থিংকিং!
.
সাথে মাথার তারছেঁড়া ভাব,
.
প্রতিনিয়ত আমাদের নিয়ে নিলাম চলছে! দাম কমতে কমতে এমন অবস্থা হয়েছে ফ্রি দিলে কেউ নিতে চাইনা!
.
তবে মনে রাখতে হবে আমরা এক একটা তার ছেঁড়া গিটার! একদিন জ্বলে উঠলে সুরের মূর্ছনা হয়ে জনগনকে বিমোহিত করে রাখার মতো ক্ষমতা আমাদের সবারি আছে!
.
বিশ্বাস রাখতে হবে, একদিন খেলা হপ্পে!
.
গিটার দিয়ে শুরু করেছিলাম,
.
সেই গিটার আর বিক্রি করা হয়নি! দর্শক সারি থেকে আরেকজন উঠে ভালো করে দেখে বললো এটা তো আইয়ুব বাচ্চুর সেই রূপালি গিটার!
.
এতো ক্ষুদ্র টাকার অংকে এটা বিক্রী হবার নয় কারণ এটা সেই গিটার যে গিটার হাতে নেওয়ার পর তার বাবা এতো জোরে সেটা দেয়ালে মেরেছিলো যে দুটো তার ছিঁড়ে গেছিলো!
.
গিটারটির পিছনে ছিলো অন্যরকম গল্প,
.
তারপর সেটি জাদুঘরে অনুপ্রেরণা হিসেবে রাখার সিন্ধান্ত নেওয়া হয় যাতে আগামী প্রজন্ম অনুপ্রেরণা লাভ করতে পারে!
.
সব কিছু বিক্রি হয়না! চাইলে আপনি মোনালিসার ছবি হাজার কোটি টাকা দিয়ে কিনতে পারবেন না কিংবা কোহিনূর হীরক খন্ডটি,
.
টাকা থাকলে হয়তো বাঘের দুধ কিনতে পারবেন বলা হয়ে থাকে কিন্তু বাঘের মাথা কিনতে পারবেন না!
.
বাঘ মাথা হতে হলে বাঘের মতো চিন্তা করার শক্তি থাকতে হবে! থিংকিং!
২| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগল
©somewhere in net ltd.
১| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৫
রাজীব নুর বলেছেন: পড়লাম।