নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
রাজশাহী বিভাগের নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার একটি ইউনিয়ন ভীমপুর যেখানে গহের আলী ভিক্ষা করতে করতে উপলব্ধি করেছিলেন রাস্তায় গাছপালা না থাকার কারণে পচন্ড গরম সুতরাং এর একটি বিহিত করতেই হবে!
.
এমন কিছু করতে হবে যাতে আরামছে ভিক্ষা করতে যাওয়া এবং আসা যাবে
.
যেই ভাবা সেই কাজ,
.
ভিক্ষার পাশাপাশি তালের আঁটি সংগ্রহ করে রাস্তার দুপাশে লাগাতে লাগলেন! এভাবে লাগাতে লাগাতে আঠারো হাজার তালগাছ লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন করার পর বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে তা জনসন্মুখে আসে!
.
মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে পরিবেশ সংরক্ষণে প্রথম পরিবেশ পদকটি তার ভিক্ষার ঝুলিতে শোভা পেয়েছিলো!
.
আবু সায়ীদ স্যার প্রায় সময় একটা কথা বলেন যে পুরস্কারের জন্য কাজ করে সে কখনো পুরস্কার লাভ করেনা বরং যে কোন কিছুর আশা না করে শুধু মাত্র নিজের আত্মতৃপ্তির জন্য কাজ করে এক সময় পুরস্কার তার ঝুলিতে এসে একের পর এক জমা হতে থাকে!
.
সন্দ্বীপে দেখতাম আগে একটা রেওয়াজ ছিলো নিজ পরিবারের জন্য মুরগী রান্না করলে একটু বেশী ঝোল দেওয়া হতো যাতে পাশের বাসার মানুষরাও কিছু পায়,
.
নিজের জন্য ই করবেন তবে খেয়াল করতে হবে যাতে অন্যেরাও যেনো তার থেকে কিছু সুবিধা লাভ করতে পারে তবে দিনশেষে বেপারটা চমৎকার হবে!
.
প্রতিবেশী ফুলের বাগান করলে বরং ফ্রিতে আপনি সবার আগে মাঞ্জা মারবেন
.
সক্রেটিস বলেছিলেন 'পৃথিবীকে পাল্টানোর আগে নিজেকে পাল্টানো দরকার!'
.
বরেণ্য কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় সুন্দর বলেছিলেন 'অনেক কাটাকুটি করে দুই বছর ধরে একটি ছোট গল্প লিখেছিলাম কিন্তু পাঠক সারা দেয়নি তো কি হয়েছে আমি নিজের জন্য লিখি কিংবা নিজের ভালো লাগার জন্য সুতরাং মন মতো শেষ করতে পেরেছি এতেই আমি খুশি!'
.
বেস্ট সায়েন্স ফিকশান লেখক অক্টাভি ই. বুটলারও বলেছিলেন 'আমি নিজের জন্য, নিজেকে নতুন রূপে সৃষ্টি করার জন্য লিখি!'
.
সবার আগে নিজকে গড়তে হবে,
.
সুযোগ আসবেই এবং সবার জীবনে সুযোগ আসে.....!
.
একদিন সুযোগ আসবে তারপর দেখিয়ে দিবো এমন যারা ভাবে তারা দিনশেষে সুযোগ হাত ছাড়া করে!
.
কিন্তু যে নিজেকে ক্রমান্বয়ে তৈরী করতে থাকে দিনের পর দিন অতপর যখন সুযোগ আসে সে তা কাজে লাগিয়ে অনন্য উচ্চতায় পৌঁছে যায়!
.
সুতরাং সুযোগের অপেক্ষা করোনা, সুযোগ আসবেই, নিজেকে তৈরী রাখো! নিজের সন্তুষ্টির জন্য কাজ করতে থাকো! এটাই সফলতার মূলমন্ত্র!
২| ১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৯
রাজীব নুর বলেছেন: পোষ্ট টি তো ভালো লাগলো।
অনেক বিখ্যাত লোকদের বানী দিয়েছেন। শীর্ষেন্দু আমার প্রিয় লেখক। ভিক্ষুক দারুন কাজ করেছেন।
©somewhere in net ltd.
১| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩১
ঋণাত্মক শূণ্য বলেছেন: বইয়ের কথা বলে তো ভায়া জেকে রাউলিংয়ের কথা মনে করায় দিলেন। তিনি নিজের জন্য লিখেন নাই; লিখেছেন টাকার জন্য। এ জন্য নিজ হাতেই কতগুলি কপি টাইপ করে প্রকাশনীর দ্বারে দ্বারে ঘুরেছেন। তেনাকে যত মানুষ চিনে, অন্য বহুত লেখককে তার ৫০০০ ভাগের এক ভাগ মানুষও চিনে না! তেনাদের লেখার মানও তত ভালো না!
উপরের কথা গুলি পড়তে সুন্দর লাগে, কিন্তু কথাগুলিকে বীজগনিতের সুত্র হিসাবে নিলেই যত ক্যাচাল।