নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

নো প্রেসার নো ডায়মন্ডস্

০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১২

ভাই আমি তো প্রেসার নিতে পারছি না!
.
অথচ একটা শুঁয়োপোকা প্রেসারের মাধ্যমে একটি সুন্দর প্রজাপতিতে রূপ নেয়!
.
যে কয়লাটা বেশী প্রেসারে থাকে সে ক্রমান্বয়ে হীরেতে রূপান্তর হয়!
.
একটা ছোট্ট বালুকণা প্রেসারে মুক্তাতে পরিণত হয়!
.
প্রেসারের কাজ হলো রূপান্তর করা! মাটি পর্যন্ত প্রেসারে খাটি হতে থাকে তার উপ্রে তৈরী হয় দালান কোটা ইমারত কিংবা সভ্যতা!
.
কেডিএস এক্সেসোরিজের সামনে আরএসআরএম আছে ওখানে দিয়ে যাওয়ার সময় খেয়াল করে দেখি কিভাবে লোহা লঙ্করের আবর্জনা প্রেসারে তরলে পরিণত হয়ে আবার সুন্দর রডে পরিণত হয়!
.
কেবলি প্রেসার ই পারে আমাদের ভেঙ্গে চূড়ে গলিয়ে নতুন রূপে সাজাতে,
.
দিনশেষে প্রেসার টার্ন টু বি প্লেজার!
.
যে প্রেসার নিতে জানে আনন্দ তো তার জন্য! তার প্রাপ্য!
.
যে কুকার, প্রেসার ক্রিয়েট করতে জানে তাতে তাড়াতাড়ি রান্না হয়!
.
সোজা কথা 'নো প্রেসার নো ডায়মন্ডস্'
.
এপিজে'র সেই উক্তির মতো, 'সূর্যের মতো দীপ্তিমান হতে হলে সূর্যের মতো জ্বলতে শিখতে হবে!'
.
তাই হয়তে বলা হয়ে থাকে আগুণ সোনাকে পরিশুদ্ধ করে!
.
খেলার মাঠে কোটি দর্শকের প্রত্যাশার প্রেসার কিংবা প্রতিপক্ষ দলের সকল তাপ চাপ উত্তাপ সহ্য করে যে খেলে দিতে পারে সে ই প্রকৃত খেলোয়ার!
.
তবে চাপ এবং উদ্বেগের মধ্যে পার্থক্য আছে যেমন স্ত্রী যখন প্যাগনেন্ট হয় তখন যে টেনশন হয় সেটা চাপ আর গার্লফ্রেন্ড যখন প্যাগনেন্ট হয় তখন যে টেনশন হয় সেটা উদ্বেগ কিংবা দুশ্চিন্তা!
.
ফুটবলার ইব্রাহিমোভিচ সুন্দর বলেছিলেন, 'প্রেসার হলো ঔষুধের মতো আরো ভালো হওয়ার জন্য নিতে হয়!'
.
প্রেসার নিয়ন্ত্রণ করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে বিষয় নিয়ে প্রেসারে আছেন সেই বিষয়ের উপ্রে প্রেসারটা ঢেলে দিন তাহলে কাজও সুন্দর হবে প্রেসারও রিমুভ হয়ে যাবে!
.
প্রেসারকে বলা হয় থাকে বিশেষাধিকার সুতরাং অধিকার তার জন্য যে প্রেসার নিতে জানে,
.
পৃথিবী তার জন্য যে প্রেসারের মধ্যে থেকেও বেস্ট কাজটা করতে পারে,
.
জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রেসারকে গাড়ি বানিয়ে ড্রাইভিং সিটে বসে তাকে চালিয়ে কোন মনোরম্য স্থানে নিয়ে গিয়ে উপভোগ করা
.
কতটুকু প্রেসার ক্রিয়েট করলে রকেটের পাছায় কয়েক মাইল ধোঁয়া নির্গত হওয়ার পর সে মহাকাশে গিয়ে পৌঁছে সে খবর কে বা কবে রেখেছিলো!

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫১

নজসু বলেছেন: চাপ থাকলে ভাত সিদ্ধ হতে ভাপ লাগে না। :D

২| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২

মাহমুদুর রহমান বলেছেন: চমৎকার পোস্ট।

৩| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৯

টিয়া রহমান বলেছেন: মোটিভেশনাল পোষ্ট।
ধন্যবাদ।

৪| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৯

রাজীব নুর বলেছেন: খালেদা জিয়াকে ছাড়াই মির্জা ফখরুলের নেতৃত্বাধীন বিএনপি নির্বাচনে যাবে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.