নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
দেখলাম কতো সুন্দর প্রেম করছে একটু পর দেখি ঝগড়া লেগে মেয়েটা ছেলেটাকে ধাক্কা মেরে মেয়েটা উল্টো নিজেকে সামলাতে না পেরে সামনের ড্রেনে পড়ে গেছে!
.
মেয়েটে ড্রেনে চিৎ হয়ে শুয়ে আছে আর ছেলেটা বলছে আমি হাত না বাড়ালে এখন কে হাত বাড়িয়ে দিবে শুনি!
.
ল্যাং মারতে গিয়ে নিজেই উষ্টা খেয়ে পড়ে যাওয়ার এমন অনেক গল্প আছে,
.
ছোটবেলা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকতাম তো সন্দ্বীপে গেলে ভাব বেড়ে যেতো!
.
একবার সন্দ্বীপের এক ছেলেকে বললাম আমারে চিনোস! তোর আমার শক্তি সম্বন্ধে কোন ধারণা নেই বলে তাকে ধাক্কা মারার পর আবিষ্কার করলাম আমি মাটিতে শুয়ে আকাশ দেখছি আর সে ঠাইট একই জায়গায় দাঁড়িয়ে খিল খিল করে হাসছে!
.
নিউটন ঠিকি বলেছিলেন, 'প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে!'
.
যদিও এখানে একটা প্রবাদ আছে, 'চিটাইঙ্গা পোয়া মেডিত্ পইজ্জে ওয়ে গিয়ে লোহাআ!'
.
এক মাতাল দেয়াল ঠেলছে! ঠেলা দিয়ে নিজে উল্টে পড়ে গেলো তখন আরেক মাতাল জিজ্ঞেস করলো কতটুকু সরাতে পেরেছিস সে বললো, 'ঠেলার সাথে সাথে দেয়াল দুই হাত দূরে সরে গেছে!'
.
আমাদের কিছু এমন আত্মগর্ব থাকে! যেগুলো আসলে হাস্যকর!
.
যেমন অনেক চিটাইঙ্গারা অন্যদের বইঙ্গা ডাকে ভাবে নিজেরাই সেরা!
.
অনেক ঢাকাইয়ারা বরিশালইল্লাদের মনে করে বন্যার জলে ভাইসা আইছে!
.
নোয়াখাইল্লা তো একটি রীতিমত গালি হয়ে গেছে!
.
দেখেছি স্মার্ট ব্রাদাররা সিলোটি উচ্চারণ এমনভাবে করে মনে হয় ওরা এক একটা ক্ষেত জঙ্গলে থাকে!
.
রংপুর শুনলেই অনেকে পকেট হাত ঢুকিয়ে ভাংতি পয়সা খুঁজে ফিরে!
.
শুধু নামের কারণে মাদারীপুর আজ অনেকের কাছে কেবলি একটি নষ্ট জায়গার নাম!
.
দেশের সর্ববৃহৎ পাগলা গারদ আছে বলেই অনেকে মনে করে পাবনার মানুষ সব আউলা ঝাউলা!
.
যাত্রা বিরতিতে কুমিল্লায় একটু প্রকৃতি সাড়া দেয় বলে কুমিল্লাকে অনেকে জাতীয় টয়লেট ভাবে!
.
খোঁজ নিলে দেখা যাবে অন্যকে ধাক্কা দিয়ে তারা আসলে নিজের এলাকায় উল্টে পড়ে থাকে!
২| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:২৭
মাহমুদুর রহমান বলেছেন: নোয়াখাইল্লা তো একটি রীতিমত গালি হয়ে গেছে!
এটা সত্য বলেছেন।আসলে মানুষ অন্যকে নিয়ে ট্রল করতে ভালবাসে কিন্তু নিজেদের ক্ষেত্রে সেটা একান্তই নিন্দনীয়।এধরনের মন মানুষিকতা তাঁদের উচিৎ পরিহার করা।
©somewhere in net ltd.
১| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:১৪
মীর সাজ্জাদ বলেছেন: একদম ঠিক কথা বলেছেন। মজা পেলাম পড়ে।