নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
আরে দোস্ত শুনছোস গুগুল প্লেতে একটা চরম(Chrome) ব্রাউজার আসছে আগেই কইছিলাম বাঙ্গালী একদিন ঠিকি পারবো পিছন থেকে কে জেনে বলে উঠেছে এটা চরম না 'ক্রোম' বাউজার!
.
লজ্জায় মরি! মরি!
.
তারপর কথা ঘুরিয়ে 'আগেই কইছিলাম বাঙ্গালী এখন অনেক শিক্ষিত হয়েছে তারা চরম ব্রাউজারের সঠিক উচ্চারণ 'ক্রোম' বলতে পারে!
.
যেদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলে ফিউচার(Future) টেন্সকে 'ফুটুরি' টেন্স বলেছিলাম সেদিন স্যার সার্টিফিকেট দিয়ে দিয়েছিলো এই ছেলের ভবিষ্যত অন্ধকার!
.
স্কুলে ডায়লগ কথোপকথন ছিলো একজন বললো 'হাই(Hi) শরীফ' আমি দেখে দেখে পড়লাম 'হালা(Hallow) করিম' তারপর কি হলো নাইবা বললাম!
.
ঝামেলার শুরু অবশ্য হয়েছিলো বাল্যশিক্ষায় যখন স্যার জিজ্ঞেস করেছিলো এ(A) ফর আপেল(Apple) হলে বি(B) ফর কি হবে? জোরসে হাত তুলে বললাম, স্যার বাল্ (Ball) হবে!
.
সন্দ্বীপে এক ছাত্রকে বললাম উচ্ছারণে হনেস্টি(honesty) যদি ওনেস্টি উচ্চারিত হয় তাহলে গোল্ডের(Gold) উচ্চারণ কি হবে সে বললো ওল্ড(Old) তার পাশ থেকে আরেকজন বলে উঠলো 'তাই ওল্ড ইজ গোল্ড' বলা হয়ে থাকে!'
.
জনৈক লোকের এক্স গার্লফ্রেন্ডর নাম ছিলো রিয়া(Reya) আর বর্তমানের নাম প্রিয়া(Preya) একদিন সে ঘুম ঘুম ভাব নিয়ে প্রিয়াকে ফোন করে বলছে 'রিয়া সত্যি তোমাকে অনেক মিস্ করি!'
.
কে রিয়া? ওপাশ থেকে প্রিয়া গর্জে উঠলো তখন ছেলেটি বললো, 'ইংরেজি শব্দ প্রিয়ার(preya) বাংলা উচ্চারণ রিয়া(reya)!'
.
আর কারো প্রাক্তনের নাম যদি তমা হয় তাহলে কোন একদিন পুরনো অভ্যেসবশত 'আমি তোমাকে ভালবাসি' বলতে গিয়ে 'আমি তমাকে ভালবাসি' বলে ফেলেন তাহলে কাম সারছে!
.
এক মেয়ের নাম ছিলে উম্মে সালমা একদিন দ্রুত লিখতে গিয়ে উম্মা(Umma) সালমা লিখার পরতো বাকীটা ইতিহাস হয়েগেছিলো!
.
আমারা স্পেলিং সমস্যা যে প্রকট তা অর্থনীতির বান্ধবী Sumaya কে যেদিন চুমাইয়া ট্রান্সলেট করেছিলাম সেদিন মোটামুটি শিওর হয়েছিলাম!
.
তবে যেদিন সুরাইয়া ইয়াছমিনকে 'চোরাইয়া ইয়াছমিন' বলে ডাক দিয়েছিলাম সেদিন থেকে বুঝেছি উত্তম মধ্যম খাওয়ার চেয়ে উচ্চারণ শুদ্ধ করা সময়ের দাবী!
.
পাপিয়া বেগমকে একবার জনৈক বফ্ পাপী'য়া বেগম লিখতে গিয়ে শুনেছি কেলেঙ্কারী হয়ে গেছিলো!
.
তেভাগা খামারের পাশে এক দুষ্ট ছাত্র ছিলো একদিন বললো স্যার হনেষ্টি(Honesty) কে onesty(ওনেষ্টি) উচ্চারণ করলে যদি সম্মান বাড়ে তাহলে কামাল সাহেব কে মাল সাহেব বলাতে উনি কেনো আমাকে থাপ্রাইলো!
.
শোভাকলোণীর এক বন্ধু তো একবার পচন্ড আক্ষেপ করে বলেছিলো নিজের নাম নিজে রাখা গেলে কখনো ইক'বাল রাখতাম না!
.
মনে পড়েছে ছেলেটির নাম বাবর ছিলো সে প্রায় মেয়েকে বলতো বলতো আমার নামটা সংক্ষেপ করে ডাকলেই পারো!
.
কোন এক মেয়ে তাকে সত্যি 'বর' বলে ডেকেছিলো আমি তখন বললাম সংক্ষেপে যখন ডাকছো একটু উল্টো করেও ডাকলে মন্দ হয় না সে বললো 'রব' আমি বললাম না আসলে 'আবদুর রব' হবে!
২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩০
আবদুর রব শরীফ বলেছেন: না ভাই আজকেই প্রথম!
২| ২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০০
আরোহী আশা বলেছেন: ভুলে ভরা গল্প ভালো লেগেছে।
৩| ২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৩
হাবিব বলেছেন: ভুলগুলো ফুলের মতোই ফুটিয়ে তুলেছেন অসাধারণ লেখনিতে।
৪| ২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: তাহলে আগে এমন একটা লেখা অন্য কেউ পোস্ট করেছিলো। আমি পড়েছি।
৫| ২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৩
মাহমুদুর রহমান বলেছেন: বেশ।
৬| ২৬ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
রাজীব নুর বলেছেন: "ডাক্তার আমাকে জানালো, আমার আর মাত্র এক বছর আয়ু আছে।
আমি তাকে গুলি করে মেরে ফেললাম।
তারপর জজ আমাকে চৌদ্দ বছরের জেল দিলো।"
৭| ২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৯
সেতু আমিন বলেছেন: ভালো লিখেছেন। কিছুক্ষণ হাসলাম।
©somewhere in net ltd.
১| ২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: এই পোস্ট সম্ভবত আগেও কয়েকবার পড়েছি! আপনি কি কয়েকদিন পর পর এটা পোস্ট করেন?