নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
আমি স্কুল থেকে এমন এক ব্যাচের সাথে বড় হয়েছি বন্ধুদের মধ্যে কেউ ফাস্ট সেকেন্ড থার্ড হওয়া তো দূরের কথা এক থেকে বিশের মধ্যে রোল কোন ছেলের ছিলোনা!
.
আমার ধারণা ছিলো রোল এক থেকে বিশ মেয়েদের জন্য সংরক্ষিত আসন!
.
আরো বিশ্বাস করতাম নারী জাগরণের যে যাত্রা তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলে আমাদের ব্যাচের মধ্য দিয়ে শুরু হয়েছে!
.
এ এক অলিখিত নারী কোটা! এক থেকে বিশের এই অলিখিত নারী কোটায় কোন বন্ধু যদি ভুলক্রমে ভালো রেজাল্ট করে ঢুকে যেতো তাহলে ধরে নিতাম সে হাফ্ লেডিস্!
.
ডান পাশে ছেলেরা বসতাম আর বাম পাশে মেয়েরা বসতো সুতরাং আরো লক্ষ্য করলে দেখতাম সদ্য নারী কোটা প্রাপ্ত বন্ধুটি ডান দিকের বাম কোণা ঘেষে বসতো!
.
মনে মনে ভাবতাম ওহে নারীকুল যাও একে তোমাদের দলে নিয়ে যাও!
.
অবশেষে একদিন দেখলাম সে নারী কুলের মধ্যমনি হয়ে বসে আছে হঠাৎ শিক্ষক এসে মাথা গুণে সকালের প্রেজেন্টের সাথে বর্তমান ক্লাশের প্রেজেন্ট মিলাচ্ছে!
.
সেই স্যারের ক্লাশ আমরা কেউ পালাতাম না কিন্তু স্যার এতোবার মাথা গুণার পরও দেখা গেলে ছেলে ঊনপঞ্চাশ মেয়ে একান্ন জন! শালার আরেকটা মেয়ে নতুন করে আইলো ক্যামনে!
.
ক্যামনে বুঝাবো আমরা 'স্যার, মাঝখানে বসে আছে সে হালায়!'
.
তারপর স্যার খাতা নিয়ে এসে রোল কল করা শুরু করলো! রোল এগারো করিম আলী 'লাব্বাইক স্যার!'
.
স্যার বললো করিম আলী দাঁড়াও! প্রক্সি দেওয়া কল্লোল ঘোষ দাঁড়িয়েছে! সবাই প্রেজেন্ট স্যার বলছে আর তুমি লাব্বাইক বলছো কেনো! তোমাকে তো উক্ত ব্যাচের একমাত্র মেধাবী ছেলে জানতাম!
.
মেয়েদের মাঝখান থেকে করিম আলী দাঁড়িয়ে বললো, 'স্যার কল্লোল ঘোষ না আমিই মেধাবী ছাত্র!'
.
বড় বড় কাঁচে পাওয়ারি চশমার উপর দিয়ে স্যার উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, তাহলে তুমি মেয়েদের বেঞ্চে কেল্লা?
.
সে বললো, 'স্যার মেয়েদের পাশে বসিনি বরং মেধাবীরা সব ডান দিকে বসেছে ওখানে আমি ছাড়া আর কোন ব্রিলিয়ান্ট ছেলে নাই!'
.
এমন ব্যাচে বিশ জন মেয়েকে ঠেলে যে ছেলে নিজের অবস্থান করে নিয়েছে সে অবশ্যই মেধাবী! মানতে হবে!
.
আমরা যা বলিনা কেনো দিনশেষে আমাদের একজন করিম আলী ছিলো! তাকে সামনে প্লে কার্ডের মতো বানিয়ে মেয়েদের সামনে উপ্রে তুলে রেখে আমরা বুক ফুলিয়ে দাঁড়াতে পারতাম!
.
আমাদের সবার জন্মদিন আসে যায় কেউ খবর রাখে না কিন্তু মাগার করিম আলীর জন্মদিনে দেখলাম এক মেয়ে তার পিছনে কেক নিয়ে দৌড়াচ্ছে! সে পালাচ্ছে!
.
অবুঝ ছেলেটা নাইনে উঠেও লাইনে আসেনি! তখন আমরা রোজ করে সিনিয়র আপুদের উপ্রে পর্যন্ত ক্রাশ খেতাম!
.
ইছহাক খান স্যার এই ব্যাচ নিয়ে মহা বিপাকে ছিলেন তাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাহাড়ের গহীন বনের অরণ্যে গিয়ে সবচেয়ে লম্বা বেতটা কেটে নিয়ে আসলেন!
.
তারপর সবাইকে লাইন করে দাঁড় করিয়ে উপ্রে থেকে কেরাশ্ কেরাশ্ দিতেন! দশে মিলে খাই মাইর! ভাগে যোগে পিঠের উপ্রে পড়তো!
.
এখনো আপসোস্ লাগে সেই লম্বা বন্ধুগুলোর জন্য যাদের ঋণ কখনো শোধ হবার ছিলোনা!
.
কিট্ কিট্ করে হাসতে থাকা পাঁচ ফুট দুই ইঞ্চির সেই বন্ধুর হাসি এখনো কানে বাজে!
.
এক সাথে স্কুল পালানো! একসাথে কান ধরে দাঁড়িয়ে থাকা! এক সাথে ফেইল করা! একসাথে ক্রাশ! এক সাথে ছ্যাঁকা! এক সাথে বন্ধুকে বাঁচাতে ছুটে চলা!
.
এমন একটা ব্যাচ থেকে আমার সৃষ্টি! আমাদের সৃষ্টি! আমাদের হার জিত কিংবা সফলতা ব্যর্থতার গল্প শুনিয়ে লাভ নেই!
.
আবদুল্লাহ আবু সায়ীদ স্যার একটা কথা বলেন, 'হলে দশের বাহিরে হতে হবে! বার জনের বাহির দিয়ে যে বলটা মারা হয় সেটা কেবলি ছক্কা হয়!'
.
অন্য দশজন একশ জনের মতো হলে আপনি এভারেজ পিপল্! একশ জনের বাহিরে হলে আপনি হয়তো পাগল নয়তো সফল!
২| ১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩১
রাজীব নুর বলেছেন: আর যারা পাগলও নয় সফলও নয়?
৩| ১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৭
সনেট কবি বলেছেন: বুঝলাম না।
©somewhere in net ltd.
১| ১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩১
রাজীব নুর বলেছেন: আর যারা পাগলও নয় সফলও নয়?