নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
অনেকে আমাকে পুনঃপুনঃ একটি কথা বলে শরীফ ভাই বই লিখেন না কেনো!
.
তাদের ধারণা কাগজে না লিখলে বই হয়না!!!
.
বই নিয়ে আবদুল্লাহ আবু সায়ীদ স্যার একবার একটা কথা বলেছিলেন,
.
'মানুষ যখন পাথরে লিখতো তখন সেটাও ছিলো একটা বই'
.
'মানুষ যখন গাছের পাতায় লিখতো তখনও সেটা ছিলো একটা বই'
.
'মানুষ যখন গুহার দেয়ালে লিখতো সেটাও একটা বই ছিলো'
.
'মানুষ যখন কাগজে লেখা শুরু করলো সেটাও বই হিসেবে আছে'
.
'মানুষ যখন ডিজিটেল যুগে অনলাইন, ব্লগ, পোর্টাল কিংবা অন্য কোন মাধ্যমে লিখবে সেটাও বই হয়ে থাকবে'
.
বই হলো অর্জিত জ্ঞান সাধনা অভিজ্ঞতার একটি লিপিবদ্ধ রূপ! সেটা যেভাবে সংরক্ষিত হোক না কেনো!
.
চঃবিঃ শোভাকলোণীতে যখন আসলাম তখন লোকে সিনেমাকে বই বলতো
.
সাপ্তাহিক টিভিতে একটি করে বই থাকতো! আসলে বই ছিলো! বাবা কেনো চাকর বইটি দেখার পর ছেলে বাবাকে বুকে জড়িয়ে ধরতে দেখেছি!
.
শুনেছি ছায়াছবিতে 'ও আম্মাজান' গানটি শুনার পর ছেলে সিনেমা দেখা সম্পূর্ণ না করেই বাজারে গিয়ে দেড় কেজি ইলিশ নিয়ে মায়ের কাছে এসে বলেছিলো 'আম্মাজান! আম্মাজান! ইলিশ আনছি আম্মাজান! সবার আগে খাবে ইলিশ ও আমার আম্মাজান! ও আম্মাজান....!
.
'ভাত দে' সিনেমায় শাবানার অভিনয় দেখার পর এক কথিত কিপ্টে গৃহিনী প্রতি সপ্তাহে চারজন মিসকিনকে দাওয়াত করে খাওয়াতো!
.
শুধু কাগজে লিখা থাকলেই যদি বই বলা হতো তাহলে চটি গল্পের বইগুলোও গল্পের বই হয়ে থাকতো!
.
সন্দ্বীপে আমার সবচেয়ে পড়ুয়া বন্ধুর পুরো এক আলমারি চটি গল্পের বই দিয়ে পরিপূর্ণ ছিলো!
.
একদিন তার বাবা বলছে আমার ছেলে তো রাত জেগে পড়তে পড়তে ক্লান্ত হয়ে যায়! কি এতো পড়ে! দিন দিন চিকন্ হয়ে যাচ্ছে এতো পড়ুয়া ছেলে!
.
নিজের রুমে তার একটা লাইব্রেরীও আছে! ও বলতে ভুলে গেছি ছেলেটির নাম লিটন! লিটনের লাইব্রেরী!
২| ১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১১
আবু হাসান লাবলু বলেছেন: লিটনের নতুন সম্পত্তির সম্পর্কে জানানোর জন্য অনেক ধন্যবাদ।
৩| ১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৬
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো লিখেছেন।
৪| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
রাজীব নুর বলেছেন: পড়তে ভালোই লাগে।
©somewhere in net ltd.
১| ১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২১
খায়রুল আহসান বলেছেন: বাহ, চমৎকার লিখেছেন তো!