নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

মাদার অব মোটিবেশন

০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৯

অনেকগুলো ছেলে বন্ধু গলা ছেড়ে গান ধরেছে তার মধ্যে একটি মেয়ে চুপ করে গালে হাত দিয়ে দুলছে এটা একটা চমৎকার অনুপ্রেরণার গল্প!
.
দূরে উইকেট প্রান্তের গ্যালারিতে চুপ করে বসে থাকা মেয়েটির চোখে পড়ার জন্য আমি ছয় বলে ছয়টা নো বল করেছিলাম!
.
যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে....!
.
যদি মেয়েটি একবার এসে বলতো 'ভাইয়া চমৎকার নো বল করেন' তাহলে আমি নো বল দিতে দিতে বিপক্ষ দলকে জিতিয়ে দিতেও রাজী!
.
রোজ করে ক্লোজ আপ দিয়ে দাঁত ব্রাশ করে কতবার হেসেছি তবুও কেউ এসে একটু অনুপ্রেরণা দিয়ে বলেনি 'ভাইয়া কোন কোম্পানীর পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে এভাবে ঝিলিক মারে'
.
জীবনে কতবার আমি গায়ে লাক্স মেখে রাস্তার মোড়ে দাঁড়িয়ে ছিলাম কেউ একজন এসে বলুক 'ও বন্ধু লাল গোলাপী...!'
.
এক্স পারফিউম মেখে কতদিন বাসের নারী সিটের পাশে দাঁড়িয়ে ছিলাম কেউ ফিরেও তাকাইনি!
.
একবার কোন এক নারী বলেছিলো 'কালো শার্ট তোমাকে ভালো মানায়' তারপর থেকে রোজ করে আমি কালো শার্টের সাথে কালো জাইঙ্গাও ম্যাচ করে পড়ি!
.
নারী মানে অনুপ্রেরণা! যদিও মাঝে হারানোর বেদনা তবুও নারী মানে শক্তি! নারী মানে মুক্তি!
.
জাতির দুষ্ট ছেলেদের ঠিক করতে বুদ্ধিমতী নারীদের বিকল্প নেই! সত্যি নেই!
.
সিগারেটের আগুনে সিগারেট ধরানো বন্ধুটিকে সেদিন দেখলাম কলা কিনে খাচ্ছে!
.
হঠাৎ যেদিন দেখলাম জনৈক বন্ধুর হাতে পাঁচটি বেসলেট থেকে চারটি উদাও সেদিন বুঝলাম সে প্রেমে পড়ে চুড়িগুলো দান করে ভদ্র সমাজে এসে পড়েছে!
.
ক্যাডার বন্ধুটির পকেটে যেদিন চাকুর বদলে চিরুনি ঢুকেছে সেদিন বুঝেছি নারীর শক্তি কি জিনিস মাইরি!
.
'আমি ওকে আমার ভালবাসা দিয়ে ঠিক করে ফেলবো' এটা কেবলি একটি ডায়লগ নয় রে পাগলা
.
তিনদিন গোসল না করা বন্ধুটিও রোজ করে বাথরুমে ফেইস ওয়াশের সাথে শ্যাম্পু কন্ডিশনার এবং বডি ওয়েল নিয়ে স্নান সেরে আসে,
.
আমাদের সন্দ্বীপে যে ছেলেটিকে ধরা হতো সে আর ভালো হওয়ার নয় কিংবা যে ছেলের আশা বাবা মা ছেড়ে দিয়েছে তাকে শেষ চেষ্টা হিসেবে বিয়ে করিয়ে দেওয়া হতো!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একান্নটি সিমের তেপ্পান্নটি গার্ল ফ্রেন্ডের ছোট ভাইকে সেদিন দেখলাম ডায়পার নিয়ে ঘরে ফিরে যাচ্ছে! চোখে মুখে অদ্ভুত মায়া!
.
আমি কিংবা আমরাও ভাল হতে চাই! কি বলিস্ বন্ধুরা?

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪০

সনেট কবি বলেছেন: বেশ

২| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি কালো শার্টের সাথে কালো জাইঙ্গাও ম্যাচ করে পড়ি!
....................................................................................
হা হা হা, আপনি নারী প্রশংসায় মুগ্ধ ?
গেছেন, হা হা হা

৩| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৬

রাজীব নুর বলেছেন: মোটিভেশনে সাময়িক ভালো লাগা কাজ করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.