নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
একদিন সময় আসবে যখন ইন্ডিয়া বনাম বাংলাদেশের খেলায়,
.
বল ক্যাচ ধরার পর ফিল্ডার মাটিতে উলট পালট খাওয়ার পর আম্পায়ার সন্দেহ করবে হয়তো বল মাটিতে লাগছে ক্যামেরা ধরতে পারেনি সুতরাং ইন্ডিয়া নট আউট্
.
ফাইনাল খেলায় ম্যাশের অনুপ্রেরণায় গর্জে উঠা কোন শিষ্য প্রথম পাঁচ বলে পাঁচ উইকেট নেওয়ার পর আইসিসির নির্দেশ আসবে থুক্কু! খেলুম না, এটা প্যাকটিস ছিলো!
.
বলার আবার নতুন করে বল শুরু করবে
.
এমনও হতে পারে এক বলে এক রান দরকার সুতরাং বলার দৌড়ে এসে বল করলো কিন্তু ইন্ডিয়ার মিডল স্টাম্প চলে গেলো তখন আম্পায়ার বল হয়নি বলে বলবে ক্রিজের স্টাম্পে লাগলে হবে না ঐ স্টাম্পেও হিট্ করা লাগবে!
.
দাদাদের কোন এক বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচে পরাজয় এক প্রকার নিশ্চিত এমন সময় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে উপর মহল থেকে নির্দেশ আসলো ম্যাচ বাতিল কারণ খেলোয়াররা সর্দি কাশি কিংবা অসুস্থ হতে পারে তারচেয়ে বড় কথা সামনে বিশ্বকাপ ফাইনাল যাই হোক না কেনো সবার আগে মানবতা! ম্যাচ পরিত্যাক্ত!
.
আবারো খেলা হবে,
.
দেখা যাবে এতো কিছুর পরও দাদারা জিততে পারবে না! কোন মতেই জিততে পারছে না!
.
তখন নাতীদের গল্প বলবো,
.
জানিস নাতনী, আমাদের সময় তামিম ছিলো আমাদের চট্টগ্রামের পোলা! ইনজুরি হয়ে মেডিকেল গিয়ে সেই ভাঙ্গা হাত ব্যান্ডেজ নিয়ে আবার মাঠে নেমে একহাতে ব্যাটিং করেছিলো!
.
সাকিব নামে একটা বেয়াদব ছিলো যে আঙ্গুলে সেলাই নিয়ে বিশ্বসেরা স্পিন বল করতো!
.
মুশফিক নামের পাঁচ ফিটের একটা ক্যাংড়া ছেলে যে কয়েকটা পেইন কিলার খেয়ে মাঠে নেমে বাংলাদেশ আগলিয়ে রাখতো,
.
আরো ছিলো মাশরাফি.... নড়াইল এক্সপ্রেস... পায়ে ডজন খানেক সার্জারি করা ছিলো.......!
.
তারপর কি হয়েছিলো নানা?
.
'চশমাটা ঝাপসা হয়ে আসছে একটু অপেক্ষা কর পরিষ্কার করে বাকীটা বলছি.....!'
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৬
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @সাকিব নামে একটা বেয়াদব ছিলো যে আঙ্গুলে সেলাই নিয়ে বিশ্বসেরা স্পিন বল করতো!
এই বেয়াদবটাই আঙুলে ইনফেকশান নিয়ে দশটা উইকেট নিয়েছে। বিসিবির ফিজিও এমন ফাতড়া, ইনফেকশনই ধরতে পারেনি। ব্যাথার ট্যাবলেট দিয়ে চালিয়ে দিয়েছে।
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৭
তারেক ফাহিম বলেছেন: বাংলাদেশ ক্রিকেট টীম আরও সাফল্য করবে আশা করি।
দাদাদের সাথে হলে আরেকবার ভাবতে হয়
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৯
রাজীব নুর বলেছেন: দুষ্টলোকের ধারে কাছে থাকাই অপরাধ।
৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৫
পদ্মপুকুর বলেছেন: চশমা না আমার চোখই ঝাপসা হয়ে আসছে....
আমি আপনার আগের লেখাতেই বলেছিলাম- অন্যের মত না লিখে নিজের মত করে লিখুন। ওটাই সুন্দর। এই যে এখানে দেখেন আমার আগে মাত্র তিনজন মন্তব্য করেছে, তার মধ্যেই কেউ একজন লেখাটা প্রিয়তে নিয়ে নিয়েছে। সুন্দর লেখার জন্য ধন্যবাদ।
তবে আমি আপনার লেখাকে সুন্দর বলছি, বিষয়টাকে নয়। ওটা আউটই ছিলো। চার চারজন আম্পায়ার দেখেছেন বিষয়টা। এই যুগে চুরির বিষয়টা এত সহজ হলে খেলাটা বেঁচে থাকতো না। হ্যাঁ, একটা বিষয় পরিষ্কার, সেটা হলো বেনিফিট অব ডাউট লিটন দাস পেতেই পারতেন। আম্পায়ার সেটা দেননি।
ভালো থাকবেন।
৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৪
সনেট কবি বলেছেন: পড়লাম
©somewhere in net ltd.
১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৬
মেহেদী হাসান হাসিব বলেছেন: ইতিহাসের সেরা চুরি। চোখের সামনে একটা উইকেট চুরি করল।