নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

যদি ভালো থাকা যায় তবে তাই হোক

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪২

দুটো স্ট্যাটাস দিয়ে যদি ভালো থাকা যায় তবে খারাপ কি!
.
কয়েক ঘন্টা ললনার টাইম লাইন ক্রল করে যদি ভুলে থাকা যায় তা ও মন্দ না!
.
দুই একটা মেয়ের ইনবক্সে ইটিশ পিটিশ করে যদি চেনা রাস্তা অচেনা হয় তাহলে সেটা ঢেড় ভালো!
.
একটু চিৎকার চেঁচামেচি করে যদি শান্তি পাওয়া যায় তবে সমস্যা কি!
.
চিৎকারের ভিতরে অনেক মাল মশলা আছে কিংবা থাকে,
.
যদি খুঁজে পাও তারপর তোমার চিৎকার প্রিয় হয়ে যাবে!
.
রাস্তার একটা বোবা দেখলেও চিৎকার করে বলবে, আবে হালা... চিৎকার করোস্ না কেরে!
.
সে ও চেষ্টা করবে কিন্তু চিৎকার করতে পারবে না! গোঙানোর শব্দে মুখরিত হবে রাজপথ
.
শুধু তা না মনে হবে একটা মানুষ যখন বিপদে পড়ে তখন চিৎকার হয়ে যায় সবচেয়ে কাঙ্খিত শব্দগুচ্ছ
.
সুতরাং সঠিক সময়ে চিৎকার করতে জানতে হবে! তাই খাটে মাঠে সব জায়গায় চিৎকার উঠে 'আউট ডেট্!!!'
.
অতপর আম্পায়ার মিডল স্টাম্প দেখায় প্রতিপক্ষ ফিরে যায় গ্যালারিতে
.
একটু ভালো থাকার জন্য ডেসিং রুমে যদি প্যাড ব্যাট ছুঁড়ে ফেলে ভালো থাকা যায় তাহলে কি এমন ক্ষতি হবে....!
.
কেউ তো দেখছে না! দর্শক নেই! নিজের বাল ছিঁড়লেও লজ্জা নেই! গভীর রাতে যদি কয়েক ঢোক গিলে ভালো থাকা যায় তবে তাই হোক,
.
সিগারেট জ্বালিয়ে যদি দাগ থেকে দারুণ কিছু হয় তবে স্ট্রেতে সিগারেটে ছ্যাঁকা লেগে লেগে কালো হয়ে থাকুক ছোপ ছোপ! ঠিক এভাবেই তো কেউ হৃদয়ে ছোপ লাগিয়ে লাগিয়ে দাগ করে করে চলে যায়!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৯

সনেট কবি বলেছেন: বেশ

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৫

নীল আকাশ বলেছেন: ভাই আপনার লেখা অ্যান্টিনার উপর দিয়ে গেছে। একটু ঝেড়ে কাসুন।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫০

মাহমুদুর রহমান বলেছেন: ভালো লিখেছেন।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৮

রাজীব নুর বলেছেন: আসল কথাটা কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.