নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
গফের বিয়ে হয়ে যাচ্ছে,
.
রুশ মিগ-৩৫ ফাইভ-জি যুদ্ধবিমান নিয়ে রওনা হয়ে গেলাম! যদিও ভ্লাদিমির পুতিন সাহেব প্রথমে বিমান ধার দিতে রাজি হতে চাচ্ছিলেন না!
.
রাশিয়ার প্রেসিডেন্টের সাথে দীর্ঘদিনের বন্ধুত্ব! ঝামেলা হলো আমেরিকার প্রেসিডেন্ট সম্প্রতি তাদের রাডারগুলো আপডেট দিয়েছে!
.
যদিও যক্তরাষ্ট্রের দ্য লকহিড এফ-১১ যুদ্ধবিমান থেকে রাডার ফাঁকি দিতে এটি কোন অংশে কম যায়না! অতুলনীয়!
.
‘স্টেলথ মোড’ প্রযুক্তিযুক্ত যুদ্ধবিমানগুলো হাতে গোনা! ইরানের কাহার এফ-৩১৩ নিলে আরেকটু আরামে যেতে পারতাম যদিও! গার্লফ্রেন্ডে বিয়ে নিয়ে কথা সুতরাং এতো আরাম দিয়ে কি হবে!
.
শুনেছি চৌধুরী জাফ্রিকবাল স্যারের ড্রোনও এক্ষেত্রে কম যায় না! সেটা রাডার ফাঁকি না দিতে পারলেও মেয়ের বাবার চোখ অবশ্যই ফাঁকি দিতে পারবে!
.
বিমানে উঠে মনে হলো ফাস্ট গিয়ার দিলাম! ঘাপলা লাগলো! আগে জানতাম গাড়িতে গিয়ার টিয়ার থাকে এখন দেখি বিমানেও......!
.
গিয়ার বাড়ালাম উপরে 'কুচ কুচ হোতা হ্যায়' চলছে! আমি কল্পনায় হারিয়ে যাচ্ছি! চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুনামী গার্ডেনে শাহরুখ খানের মতো দুহাত ছড়িয়ে এক হাটু গুঁজে বসলাম! গুনগুন করে 'টুম্পা চে আয়ে, ইয়ু মুজকো বায়ে' গাওয়া শুরু করলাম তারপর মনে পড়লো গফের নামতো টুম্পা না!
.
এটা কি হলো! গানের টানে দুহাত ছাড়িয়ে দিতে গিয়ে হ্যান্ডেল ছেড়ে দেওয়ায় বিমান নোয়াখালির উপর ঘুরপাক খেতে খেতে বরিশালে এসে থামলো!
.
বরিশালের পেয়ারা! মেয়েদের কি চেহারা! চিন্তা করছি এখানে থেকে যাবো কি না! কিসের গফ কিসের বফ! পাশ থেকে কে যেনো এসে বললো, 'মনু বিমানে তেল দিছো না দিবা?'
.
মনে হলো বরিশালের মেয়েরা সুবিধার না দ্রুত পা দিয়ে গিয়ার চাপ দিলাম! বিমান উপরে উঠছে! স্টিয়ারিংয়ে প্রেশার দিলাম! মনে হলো গিয়ার ছিঁড়ে যাচ্ছে!
.
রাগে অভিমানে পা দিয়ে আরো জোরে চাপ দিলাম সাথে সাথে ট্রিট ট্রিট করে গিয়ার ছিঁড়ে গেলো! ভাবছি ভেঙ্গে যাওয়ার কথা ছিঁড়ে গেলো কেমনে!
.
যাই হোক নিশ্চিত মৃত্যু.... ওদিকে গফের বিয়ে হয়ে যাচ্ছে এদিকে আমার জীবন সংকটাপন্ন 'ভেঙ্গে গেলো, ভেঙ্গে গেলো! ভেঙ্গে গেলো সবি! হয়তো জীবন বুঝি কাঁচেরও ছবি!'
.
তবুও রাগ ক্ষোভ যন্ত্রণায় অতিষ্ট হয়ে ভাঙ্গা গিয়ার উপ্রে ফেলতে গিয়ে দেখি ঘুম ভেঙ্গে গেছে! জেগে দেখি ছেঁড়া কাঁথা আরো ছিঁড়ে গেছে!
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
তারেক ফাহিম বলেছেন: বিমানের তেল
বরিশালের পেয়ারার কিছুতো পেলাম না।
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৯
সাদা মনের মানুষ বলেছেন: আমার ব্যক্তিগত সাবমেরিনের একটা স্ক্রু ঢিলা হয়ে গেছে, ওটা টাইট দিয়াই আমি সাবমেরিন নিয়া আইতাছি আপনার পোষ্ট পড়তে।
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৬
ফারিহা হোসেন প্রভা বলেছেন: বরিশালের পেয়ারা কই? যাইহোক নোয়াখালীর পেয়ারা খাওয়ার দাওয়াত দিয়ে দিলাম।
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৩
রাজীব নুর বলেছেন: সবকিছু ভুলতে নেই। অমলিন কিছু থাক। নীল জোছনায় রাতের ছায়া
মনে জলের দাগ।
৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
চাঙ্কু বলেছেন: কি কইলেন কিছুই বুঝলাম না! আফসুস
©somewhere in net ltd.
১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০১
সনেট কবি বলেছেন: বেশ