নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

অবাক ক্রিকেট বিশ্ব!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৮

আমি খেলা দেখিনি মাঝে মাঝে স্কোর দেখেছি টাইমলাইনে ঢু মেরে দেখলাম সবাই তামিম তামিম করতেছে!
.
মুশি ১৪৪ করলো কিন্তু তামিম করলোটা কি!
.
একজন একটা ছবি দিলো তামিম একহাতে ব্যাট করছে ভাবলাম হয়তো ইনজুরি হওয়ার পর এক হাতে বল ঠেকিয়েছে
.
এমন আমি অনেক দেখেছি! ব্যাট স্লিপ করলে এক হাতে শর্ট দেয় অনেকে,
.
একবার আমার এমন হয়েছিলো! শোভাকলোণী বনাম মাঠ কলোণীর খেলা চলছে! এক বলে চার রান দরকার! টান টান উত্তেজনা!
.
ব্যাট শক্ত করে ধরে দুইবার মাটির সাথে গুঁতো মেরে প্রতিপক্ষকে বুঝিয়ে দিলাম আমি কে! বলার দৌড়ে আসতেছে আমি ক্রিজ ছেড়ে বাহিরে চলে আসলাম!
.
আম্পায়ারকে লক্ষ্য করে বললাম, পাশ দিয়ে সুন্দরী মেয়ে যাচ্ছে! ওনাকে নিরাপদে রাস্তা পারাপার হতে দিন্!
.
বলা যায় না বল লেগে তার মাথা এসপার ওসপার হয়ে যেতে পারে যেকোন সময়,
.
হাজার হলেও নিজের উপর আমার তখনো কনফিডেন্স তুঙ্গে!
.
যাই হোক! বোলার শোয়েব আক্তারের ফ্যান ছিলো! মিডল স্ট্যাম্পের ডান পাশে বল ঘষতে লাগলো! আমিতো অবাক তার ভাব দেখে!
.
আজ ওর একদিন না হয় আমার একদিন,
.
আবারো দৌড়ে এসে ডান দিক থেকে একটা লাফ দিয়ে বাম দিকে গেলো! আমাদের সময় এটা ভালো বলারদের একটা ফ্যাশন ছিলো!
.
বোলার বল ছুড়ে মারলো! আমি সজোরে ব্যাট হাকালাম! মার ঠ্যালা! ব্যাট হাত থেকে ছুটে ফোর হয়ে গেলো! বল মিডল স্টাম্প হিট করে পরে আছে!
.
আশেপাশে তাকিয়ে দেখলাম সেই সুন্দরী নেই তো! থাকলে আজ নিশ্চিত ব্যাটের আঘাতে সে শয্যাগত থাকতো!
.
খেলার অর্ধেকের পরও তামিম শয্যাগত থাকার কথা,
.
একাত্তরের একটা কমন সিন্ ছিলো মুক্তিযোদ্ধাদের একহাতে গুলি লেগেছে তারা আরেক হাতে মেশিনগান চালিয়ে যাচ্ছে!
.
তামিমও তাই করেছে! এক হাত ভেঙ্গে গেছে আরেক হাত দিয়ে সে নয় নম্বর পজিশনে বাংলাদেশকে বুকে আগলিয়ে রেখেছিলো!
.
পুরো ক্রিকেট বিশ্ব কিছু সময়ের জন্য নিঃস্তব্দ হয়ে গিয়েছিলো! মাঝে মাঝে গর্ব হয়! পচন্ড গর্ব! আজ তামিমের জায়গায় আমি আপনি হলেও ঠিক এই কাজটি করতাম!
.
আমাদের বুক ভরা দেশপ্রেম তবুও কোথাও যেনো একটা যোগসূত্রের অভাব আছে!
.
বকুল ফুলগুলো যেনো ছড়িয়ে ছিটিয়ে পড়ে অাছে একটি সুতোর অভাবে মালা হচ্ছে না! তামিম আজ তেমন একটি সুতো ছিলো!

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাংলাদেশের ১৩৭ রানের বিরাট জয়।

ম্যান অব দ্য ম্যাচঃ মুশি

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৪

অন্তরন্তর বলেছেন: স্যালুট।

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাস্যরসে ভরা আপনার লেখাটা পড়তে পড়তে শেষে আমার বুক শুধু গর্বেই ভরে ওঠে নি, চোখের কোনাও ভিজে উঠেছে।

আগে পৃথিবীর কোনো ক্রিকেট ম্যাচই মিস হতো না, এখন শুধু বাংলাদেশের খেলা দেখি, অন্য খেলা টানে না, পানসে লাগে।

আজকের পুরো খেলাটা খুব মজা করে এবং অনেক উত্তেজনার মধ্য দিয়েই দেখলাম। শ্রীলংকা ১২৪ করেছে।


৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২১

স্রাঞ্জি সে বলেছেন:


মুশি ১৪৪ ধারা জারি করে গেছে হয়ত। :P তাই তামিম সেই জারি অক্ষত রেখেছে।

পুনশ্চঃ আমি কিন্তু খেলা দেখিনা।

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৮

নতুন বলেছেন: মাঠে ছিলাম খেলা দেখেছি.... দুই বার চোখ জলে ভরে গিয়েছিলো আজ...

জাতীয় সংগীত গাইবার সময়.... আর তামিম যখন মাঠে এসে এক হাতে ব্যাট ধরে দাড়িয়েছিলো তখন.... :)

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:০১

কিশোর মাইনু বলেছেন: আমি বাইরে ছিলাম,তাই খেলা দেখতে পারি নি। তাছাড়া ২/২ দেখে তাড়াতাড়ি বাসায় ফিরে খেলা দেখার ইচ্ছাটা ও চলে গিয়েছিল।
কিন্তু, অনেক বড় ভুল করেছি।

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৭

রাজীব নুর বলেছেন: অসাধারন!
মনোমুগ্ধকর খেলা!!

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৮

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৩

মিখু হোসাইন তিতু বলেছেন: আমিও খেলা তেমন দেখি না,তবে কাল অনেক সময় দেখেছি..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.