নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
আরএফএলের ধারণা কিংবদন্তী সেতারবাদক রবি শঙ্কর আজ বেঁচে থাকলে তাদের প্লাস্টিকের চেয়ারে বসে সেতারা বাজাতেন,
.
শুধু তা না তাদের ধারণা বাসর রাতে খাট ভাঙ্গতে পারে মাগার চেয়ারে বাসর করলে তা কখনো ভাঙ্গবে না!
.
ফেয়ার এন্ড লাভলীর বিজ্ঞাপন দেখলে মনে হয় সাত দিন নিয়ম করে ক্রিম মাখলে আফ্রিকা আমেরিকায় পরিণত হবে
.
হালের এনার্জি ড্রিংকস খেয়ে সেদিন ভাবের চোটে একজন পরিত্যাক্ত বোতলটিকে এমন লাথি মেরেছে মনে হলো এগারো জনকে রোজ তিন বেলা স্পিড খাওয়ালে বিশ্বকাপ ঠেকায় কে!
.
কত্ত দেখলাম এক্স টেক্স ফারফিউম মেখে মডেল দাঁড়িয়ে আছে হুরহুর করে ললনারা হুমড়ি খেয়ে পড়লো কিন্তু বাস্তব তো দেখি পুরো আধেক স্প্রে করার পরও মেয়েটি ঘামের গন্ধে ক্ষেতোয়ারা উপাধি দিয়েছে
.
তবুও কোথাও লেখা দেখলাম না, 'মিথ্যে বিজ্ঞাপণ দেওয়া মহাপাপ!'
.
কত 'রাজা কনডম' ফুটো হয়ে জন্ম নিয়েছে শিশুরা তবুও ট্যাগ থাকে নিরাপদ
.
এদেশে উপরে সব হালাল ভিতরে কেবলি বাল!
.
শার্ট প্যান্ট শ্যুট ব্যুট পরিপাটি লোক দেখানো কর্মকান্ড আমি বড্ড খাটি,
.
নির্বাচন আসে 'অমুক ভাইয়ের চরিত্র, ফুলের মতো পবিত্র' স্লোগানে বিজ্ঞাপন টাঙ্গানো হয় জনগন ফ্যালফ্যাল করিয়ে পোস্টার পড়ে!
.
কোম্পানীগুলো শিখায় কিভাবে বিজ্ঞাপন দিয়ে হাগু কে সাগু বানিয়ে খাওয়াতে হয়
.
দিব্যি খাচ্ছে জনগন,
.
ডাবের দাম দিয়ে কোমল পানীয়! খাচ্ছি বেশ আরাম পাচ্ছি!
.
স্লোগানও পাল্টে গেছে, যুগটা নাকি বিজ্ঞান এবং বিজ্ঞাপনের
.
আমি একটা মাল এমন বিজ্ঞাপন করতে গিয়ে কত নারী অস্তিত্ব সংকটাপন্ন
.
আমি তোমাদের চেয়ে ভালো আছি দেখাতে গিয়ে কেউ কেউ ফেসবুকে রেস্টুরেন্ট, প্লেন, সুইমিংয়ের পোস্ট করছে রোজ!
.
আমার ও তো অনেক হ্যান্ডসাম প্রমাণ করতে গিয়ে কতো নারীর সংসার ভেঙ্গেছে
.
প্রতিদিন তবু অন্যকে দেখাতে হবে কিংবা অন্যের মুখে শুনতে হবে আমি একটা কিছু তুমি কোন চ্যাটের ম্যালুক
.
এভাবে বিজ্ঞাপনের ভীড়ে সুখ সোকেসে ঢুকে গেছে তাকে কাছে ভিতরে দেখা গেলেও ছোঁয়া যায় না!
.
চাবি লোকের কাছে.....!
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২২
কাউয়ার জাত বলেছেন: বরাবরের মতই চমৎকার হয়েছে।
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৯
স্রাঞ্জি সে বলেছেন:
আচ্ছা আপনি কি চিটেঙা।
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৫
রাজীব নুর বলেছেন: শুধু লিখবেন?
আমাদের পোষ্ট পড়বেন না? মন্তব্য করবেন না?
©somewhere in net ltd.
১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৩
চাঙ্কু বলেছেন: এখন সবকিছুই বিজ্ঞাপন