নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
আমরা এক সময় টাকায় আমাদের নাম্বার লিখে অপেক্ষা করতাম কোন এক অচেনা বন্ধুরা আমাদের ফোন করবে! সে যদি মেয়ে হয় তাহলে তো চাঁদ কপাল হবে
.
এক সময় আমাদের মোবাইল নম্বরের আশে পাশের প্রতিবেশীদের আমরাও ফোন করে বিরক্ত করতাম!
.
না জানা এক পৃথিবীর কত শত নাজানা গল্পগুলো আমাদের আকর্ষণ করতো
.
ফোন করে চুপ থেকে কন্ঠ শুনার অভ্যেস সত্যি ছিলো
.
তোমার নাম্বারে রাত তিনটায় যে অচেনা নম্বর ভেসে আসতো তার অপর প্রান্তের ছেলেটি হয়তো তোমার নিঃশ্বাসের শব্দকেও ভালবাসতে শুরু করেছিলো!
.
দেয়ালে দেয়ালে লাল ইটের টুকরো দিয়ে লেখা অক্ষরগুলো সত্যি তোমার আর আমার নামের ছিলো,
.
এক সময় আমার স্বপ্নে দুই চাকার একটি সাইকেলের পিছনে তুমিও ছিলে!
.
এখন তা সবকিছুই হাস্যকর
.
দুই বক্স মার্বেল থাকায় মানসপটের ছোট্ট বেলার জমিদার বন্ধুটি আজ ঠেলা গাড়ি ঠেলে চলছে!!!
.
ইয়ো ইয়ো খেলায় সবচেয়ে সুন্দর করে ইয়ো ইয়ো নিজের হাতের মুঠোয় নিয়ে আসা বন্ধুটিও আর কখনো ফিরে আসবে না!
.
এক টানে লাটিম মাটিতে পড়ার আগে হাতের তালুতে নিয়ে এসে ঘুরানো বন্ধুটি নিয়তির ভাগ্যে ঘুরপাক খাচ্ছে
.
কত বোকা ছিলাম আমরা!!!
.
সুখে থাকতে হলে তবে কি বোকা থাকতে হয়
.
সম্পত্তি বলতে বুঝতাম শিম বিচি কিংবা বড়ই বিচি সংগ্রহ করাকে,
.
কত বেলুন আমরা ফুলিয়ে উড়িয়ে দিয়েছি!
.
বোকা বোকা স্মৃতিগুলোর হাস্যকর কর্মকান্ড রোমন্থন করে আজ নিজেকে বড্ড চালাক হয়ে গেছি মনে হচ্ছে, জানিনা আরো কয়েক যুগ পর এখনকার কান্ডগুলো এমন বোকা বোকা মনে হবে কি না!
.
একসময় ক্রাশ খেয়ে ভূত হয়ে পড়ে থাকা বন্ধুটা সদ্য বিয়ের পর বলছে, 'দূর! ঐ বালের মেয়ের কথা আর বলিস না নিজের কর্মকান্ড মনে করে হাসি আসতেছে!'
.
শালার সেই মেয়ে তো এখনো ছেলেটি তার জন্য দেবদাস এমন ধারণা নিয়ে এখনো ভাব ধরে বসে আছে! তাজ্জব বেপার!
২| ১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাজ্জব বেপার!
৩| ১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩০
ঢাকার লোক বলেছেন: আপনি ভালো লিখেন , ভালো চিন্তা করেন , লেখাগুলো পড়ে আনন্দ পাই , একটা দুইটা বাজে শব্দ না লিখলেই কি নয় ? জানি আপনি সাধারণত উত্তর দেন না , যাই হোক আমার অনুরোধ, ভেবে দেখবেন !!
৪| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৩
প্রশ্নবোধক (?) বলেছেন: নষ্টালজিক। এসব লিখতে নেই। মন খারাপ করে দিলেন।
©somewhere in net ltd.
১| ১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৯
রাজীব নুর বলেছেন: আসলেই তাজ্জব ব্যাপার।