নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

তাজ্জব বেপার

১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০০

আমরা এক সময় টাকায় আমাদের নাম্বার লিখে অপেক্ষা করতাম কোন এক অচেনা বন্ধুরা আমাদের ফোন করবে! সে যদি মেয়ে হয় তাহলে তো চাঁদ কপাল হবে
.
এক সময় আমাদের মোবাইল নম্বরের আশে পাশের প্রতিবেশীদের আমরাও ফোন করে বিরক্ত করতাম!
.
না জানা এক পৃথিবীর কত শত নাজানা গল্পগুলো আমাদের আকর্ষণ করতো
.
ফোন করে চুপ থেকে কন্ঠ শুনার অভ্যেস সত্যি ছিলো
.
তোমার নাম্বারে রাত তিনটায় যে অচেনা নম্বর ভেসে আসতো তার অপর প্রান্তের ছেলেটি হয়তো তোমার নিঃশ্বাসের শব্দকেও ভালবাসতে শুরু করেছিলো!
.
দেয়ালে দেয়ালে লাল ইটের টুকরো দিয়ে লেখা অক্ষরগুলো সত্যি তোমার আর আমার নামের ছিলো,
.
এক সময় আমার স্বপ্নে দুই চাকার একটি সাইকেলের পিছনে তুমিও ছিলে!
.
এখন তা সবকিছুই হাস্যকর
.
দুই বক্স মার্বেল থাকায় মানসপটের ছোট্ট বেলার জমিদার বন্ধুটি আজ ঠেলা গাড়ি ঠেলে চলছে!!!
.
ইয়ো ইয়ো খেলায় সবচেয়ে সুন্দর করে ইয়ো ইয়ো নিজের হাতের মুঠোয় নিয়ে আসা বন্ধুটিও আর কখনো ফিরে আসবে না!
.
এক টানে লাটিম মাটিতে পড়ার আগে হাতের তালুতে নিয়ে এসে ঘুরানো বন্ধুটি নিয়তির ভাগ্যে ঘুরপাক খাচ্ছে
.
কত বোকা ছিলাম আমরা!!!
.
সুখে থাকতে হলে তবে কি বোকা থাকতে হয়
.
সম্পত্তি বলতে বুঝতাম শিম বিচি কিংবা বড়ই বিচি সংগ্রহ করাকে,
.
কত বেলুন আমরা ফুলিয়ে উড়িয়ে দিয়েছি!
.
বোকা বোকা স্মৃতিগুলোর হাস্যকর কর্মকান্ড রোমন্থন করে আজ নিজেকে বড্ড চালাক হয়ে গেছি মনে হচ্ছে, জানিনা আরো কয়েক যুগ পর এখনকার কান্ডগুলো এমন বোকা বোকা মনে হবে কি না!
.
একসময় ক্রাশ খেয়ে ভূত হয়ে পড়ে থাকা বন্ধুটা সদ্য বিয়ের পর বলছে, 'দূর! ঐ বালের মেয়ের কথা আর বলিস না নিজের কর্মকান্ড মনে করে হাসি আসতেছে!'
.
শালার সেই মেয়ে তো এখনো ছেলেটি তার জন্য দেবদাস এমন ধারণা নিয়ে এখনো ভাব ধরে বসে আছে! তাজ্জব বেপার!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৯

রাজীব নুর বলেছেন: আসলেই তাজ্জব ব্যাপার।

২| ১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাজ্জব বেপার! =p~

৩| ১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩০

ঢাকার লোক বলেছেন: আপনি ভালো লিখেন , ভালো চিন্তা করেন , লেখাগুলো পড়ে আনন্দ পাই , একটা দুইটা বাজে শব্দ না লিখলেই কি নয় ? জানি আপনি সাধারণত উত্তর দেন না , যাই হোক আমার অনুরোধ, ভেবে দেখবেন !!

৪| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৩

প্রশ্নবোধক (?) বলেছেন: নষ্টালজিক। এসব লিখতে নেই। মন খারাপ করে দিলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.