নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
ইংরেজীতে গ্রেট বেস্ট এবং আগস্ট তিনটি শব্দের একটি অর্থ তা হলো মহান কিংবা 'সমীহ জাগানো'
.
আগস্ট মহান নেতাদের স্মৃতিভারাতুর মাস,
.
ইতালীয়ান লেখক মার্কো ভিঞ্চিক 'ডেথ ইন আগস্ট' বইটি হয়তো এই কারণে রোমাঞ্চকর!
.
আগস্ট মাসে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিলো সেদিক থেকেও মাসটি স্মরণীয়
.
এই আগস্ট মাসে আমরা হারিয়েছিলাম বঙ্গবন্ধুর মতো সর্বকালের সেরা নেতাকে
.
দিনের আগে আমাদের একজন বঙ্গবন্ধু আছে কথাটি দিন শেষে 'আমাদের একজন বঙ্গবন্ধু ছিলো'তে পরিণত হয়েছে
.
তবে এই মাসে একজন মানুষ পাঁচ বারের মধ্যে চারবারই জন্মগ্রহণ করেছিলো কিন্তু নাম বললে চাকরি থাকবে না!
.
এখানে বাংলাদেশের রাজনীতির দৈন্যদশা প্রকাশিত
.
কারণ তারা জানতো সমস্ত আওয়ামিলীগারের নাম মুচে ফেললেও বাংলাদেশের অস্তিত্ব টিকে থাকবে কিন্তু এক মুজিবের নাম মুচে গেলে শেষ তুমি বাংলাদেশ!
.
যতটুকু জানি মেজর জিয়া এক সময় বঙ্গবন্ধুর রাজনীতি করে গেছে সুতরাং বিএনপিকেও তা করা উচিত
.
এই মুহূর্তে আমাদের মাথায় সবার আগে ঢুকাতে হবে 'বঙ্গবন্ধু কোন একক দলের সম্পত্তি নয়' বরং সবার!
.
স্বাধীনতার পরের বঙ্গবন্ধুকে নিয়ে যে তর্ক তা প্রেক্ষাপটের কারণ বঙ্গবন্ধুকে ঘিরে চলছিলো একের পর এক ষড়যন্ত্র!
.
পক্ষের বিপক্ষের সব শত্রুদের তখন একটা ই লক্ষ্য ছিলো বঙ্গবন্ধুকে দাবানো না গেলে বাংলাদেশকে দমিয়ে রাখা যাবে না
.
সেদিন বড় আক্ষেপ করে বলেছিলেন, 'দেশ স্বাধীন করে অন্যেরা পায় তেলের খনি, সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি!'
.
আজ হয়তো বেঁচে থাকলে বলতেন, 'দেশ স্বাধীন করার পর কিছু মুজিব কোটের ভালো ব্যবসা হয়েছে কিন্তু কোটের ভিতরেও লুকিয়ে আছে চোরের খনি!'
২| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৮
আখেনাটেন বলেছেন: এই মুহূর্তে আমাদের মাথায় সবার আগে ঢুকাতে হবে 'বঙ্গবন্ধু কোন একক দলের সম্পত্তি নয়' বরং সবার!
সেদিন বড় আক্ষেপ করে বলেছিলেন, 'দেশ স্বাধীন করে অন্যেরা পায় তেলের খনি, সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি!' ---এই চোরেরা এখন ডাকাতের রূপ নিয়েছে।
মুজিব কোট গায়ে ঠিকই দিচ্ছে, কিন্তু চুল পরিমাণ মুজিবের আদর্শ ধারণ না করে।
৩| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পোস্ট তো নয় যেন চাবুকের বাড়ি!!!
দেশ স্বাধীন করার পর কিছু মুজিব কোটের ভালো ব্যবসা হয়েছে কিন্তু কোটের ভিতরেও লুকিয়ে আছে চোরের খনি!'
৪| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৭
পদ্মপুকুর বলেছেন: পোস্ট ভালো হয়েছে কিন্তু সব বক্তব্যের সাথে একমত নই।
৫| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩১
রাজীব নুর বলেছেন: ভালো পোষ্ট।
©somewhere in net ltd.
১| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৪
বিজন রয় বলেছেন: গুড।