নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ঢোল

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৭

আমার লাইফে আমি কোন দিন কম্পিউটার কিনিনি,
.
তবে আমার একটা কম্পিউটার ছিলো নব্বইয়ের দশকের যেটা পূর্ব পুরুষ থেকে পাওয়া সুতরাং কম্পিউটার অফ অন আমি ওটা দিয়ে শিখেছি!
.
আরেকটা বিষয় শিখেছি কিভাবে কম্পিউটারে পেন ড্রাইভ দিয়ে গান সিনেমা লোড আনলোড করা যায়!
.
শুনেছি জীবনে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট অনেক কাজ দেয় তাই আমি কম্পিউটার নতুন আপডেড দিতে গিয়ে এমন হ্যাং হয়েছিলো যা ওপেন হতে প্রায় একদিন লাগতো সুতরাং সেটাকে টিভি বানিয়ে ফেলেছিলাম
.
জবে ঢুকার পর আমার সবচেয়ে ভয় ছিলো আমি তো কম্পিউটারে মুভি দেখা কিংবা হিডেন ফাইলে পাসওয়ার্ড দেওয়া ছাড়া কোন কাজ ই পারিনা! খাইছে আমারে....!
.
ওয়ার্ড এক্সেল মেইলিং এটা ওটা সেটা আমি এর থেকে ওর থেকে শিখেছি! আজ আমি বলতে চাচ্ছি আমি এখনো পর্যন্ত কম্পিউটারে বাংলা টাইপ করিনি!
.
সোজা বলতে আমি কম্পিউটারে বাংলা টাইপ পারিনা! অনেকে আমাকে বলে শরীফ ভাই এতো লেখা কেমনে লিখেন! টাইপিং স্পীড কেমন আপনার! ব্লা ব্লা!
.
সামু ব্লগে প্রায় এগারো'শ লেখা কিন্তু আমার বিরুদ্ধে অভিযোগ আমি মন্তব্যের রিপ্লাই দিই না তবে যারা মোবাইল থেকে ব্লগ ব্যবহার করে তারা জানে বসে বসে মোবাইল দিয়ে ব্লগ রিপ্লাই দেওয়া কতটা পেইনফুল জব,
.
আমি বিশ্বাস করি পুরো অনলাইন জগতে যতগুলো লেখক লিখে তাদের পোস্ট সংখ্যা যোগ করে সর্বোচ্চ করলে কয়েকজনের মধ্যে আমি থাকবো হয়তো লেখার মান ভালো না হতে পারে সেটা ভিন্ন বিষয়
.
এককালের আমীন না বলে যাবেন না কথিত রেডিওমুন্না পেইজেও আমি সর্বোচ্চ ছিলাম বাকী শত শত পেইজের কথা বলবো না তবে চেষ্টা করেছি ভালো কিছু উপহার দিতে
.
এখন পর্যন্ত কম্পিউটারে বাংলা টাইপ করতে না পারা ছেলেটির পোস্ট লক্ষ লক্ষ মানুষের টাইম লাইনে আছে সুতরাং আমি বিশ্বাস করি একমাত্র মনোবল ই আপনাকে লড়াই করতে সাহায্য করবে
.
যারা বলে আমি তো পারবো না! আমার তো ওটা আছে তবে বুলেট নেই তারা আসলে লড়াই করতে ভয় পাই যা একটা এক্সকিউজ দেখিয়ে দূরে সরে গিয়ে মিছে সান্তনা নেয়!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলে আমি কখনো স্পোর্টসে অংশ গ্রহণ করিনি হেরে যাওয়ার ভয়ে, হেরে গেলে না জানি আল্লাহ! কি লজ্জার বেপার হবে!
.
আমাদের সমস্যা আমরা মাঠে নামার আগে জিততে চাই, হার মেনে নিতে জানিনা কিংবা আমাদের তা শিখানো হয়নি!
.
যখন আমি শুনেছিলাম ডাহুক পাখি শিকারির সাথে লড়াই করে যখন পারেনা তখন সে নিজের পাছায়( নিতম্ব) মুখ লুকিয়ে ভাবে আমাকে তো কেউ দেখছে কিংবা আমিও কাউকে দেখছি না তখনি সে ধরা খেয়ে তাকে সোজা ফ্রাই হয়ে খাবার টেবিলে আবিষ্কৃত হয় তখনি নিজেকে পাল্টানোর চেষ্টা করছি
.
আমাদের কিছু এভাবে লুকিয়ে থাকার ধারণা কিংবা ভুল ভাবনা আমাদের তিলে তিলে শেষ করে দিচ্ছে.....! দিনশেষ হয়ে যাচ্ছি, উই আর নোবডি (We are nobody!
.
আমি বিশ্বাস করি, আমাদের যখন সব কিছু থাকবে তখন যদি মনোবলের সামান্যও ঘাটতি থাকে তখন আমরা কিচ্ছু করতে পারবো না কিন্তু কিছু না থাকার পরও যদি শুধু মনোবল থাকে তখন আমরা অনেক কিছুই করতে পারবো!
.
নিজের ঢোল পিটানোর জন্য ক্ষমাপ্রার্থী তবে কৌশলে তা বাজাতে পারাও একটা আর্ট!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৬

রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।

২| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২২

পদ্মপুকুর বলেছেন: মাই হলি গুডনেস!! আপনি কি এই সব লেখায় সেল ফোনে লিখেছেন? B:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.