নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
শাটলে কাটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব সাবজেক্টের মাস্টার্সের ছাত্র রবিউল ইসলামের দুটো পা দুদিকে পড়ে আছে,
.
এক স্বপ্নের ব্যবচ্ছেদ
.
চবি থেকে বটতলী স্টেশন কমপক্ষে তিনশ টাকা সিএনজি ভাড়া! ফিরে আসতে আরো তিনশ! মাসে আঠারো হাজার টাকা!
.
তাদের অনেকের বাবার মাসে হয়তো আঠারো হাজার টাকা বেতন তার থেকে আট হাজার নয় মাত্র পাঁচ হাজার টাকা কোন রকমে বাঁচিয়ে ছেলের পড়ালেখার খরচ চালান!
.
আমি এগুলো খুওব কাছ থেকে দেখে এসেছি সত্যি বলতে কি শহরের একটা নামি দামি বাবার স্কুল পড়ুয়া ছেলের এক সাবজেক্টের এক মাসের প্রাইভেট খরচ দিয়ে আমার মতো হাজারো ছেলের এক বছরের পড়ালেখার খরচ!
.
ওরা রোজ নিজস্ব গাড়িতে যায়, গাড়িতে আসে! মা পাহারা দেয়! ড্রাইভার তিন স্তরের ফুটানো পানি নিয়ে বসে থাকে!
.
আমার সময় আমার বন্ধুরা সতের টাকা করে দুই বেলা ভাত আর বিশ টাকার এক বেলা নাস্তা খেয়ে ছাত্র জীবন পাড় করেছে!
.
স্যাঁতসেঁতে একটি রুমে তিনজন তার মধ্যে একজনের ফ্যান আছে সুতরাং ও জমিদার!
.
দোস্ত রিক্সা নিবো শুনলে পাশ থেকে দুইজন লাফ দিয়ে উঠে বসে থাকতো আজ 'জার্নি বাই রিক্সা!'
.
পার্টি বলতে ছিলো এক কাপ চা সাথে দুটো সিঙ্গারা!
.
এখনো রাস্তায় কিছু শার্ট দেখলে খোদার কসম আমার কিছু বন্ধুদের মনে পড়ে এটা তো কাশেম্মার শার্ট! শার্টে তার ট্রেড মার্ক লেগে আছে এতোবার ঐ শার্টে তাকে দেখেছি কিংবা তাদের,
.
শপিংয়ে গেলে আমি চোখ বন্ধ করে বলতে পারি কোন শার্টটি কোন বন্ধু পড়তো
.
রাস্তায় একই ধরণের চশমার ফ্রেম, ঘড়ি, রুমাল, মোবাইলে বন্ধুদের ছবি ভেসে উঠে!
.
টিস্যুর এক পাশ দিয়ে ঘাম মুচে অন্য পাশ গিয়ে নাক পরিষ্কার করে তারপর ফেলে দেওয়া টিস্যুটি জানান দেয় ওরা কতটা সংগ্রাম করে পড়াশুনা করছে
.
এক বন্ধু নোট ধার দেওয়ার তিনদিন পর ফেরত দিয়েছিলো সে নোট ফটোকপি না করে বরং মুখস্ত করে খরচ বাঁচিয়েছিলো!
.
এসব ছেলেদের বিপদে আপদে শেষ সম্বল কেবলি দুটি পা! এই দুই পা দিয়ে ওরা ঢাকা টু ৬৪ জেলা একটা চাকরি জন্য হন্য হয়ে ছুটে বেড়ায়!
.
এই পা দিয়ে রোজ পনের বিশ হাজার টাকার একটি চাকরিতে যায় আর আসে, স্বপ্ন দেখে! স্বপ্ন গড়ে!
.
রবিউলের সেই পা আজ প্রিয় শাটলে কাটা পড়ে আছে! ছবিটি দেখে মনে হয়েছে একটি স্বপ্নের সমাপ্তি! একটি পরিবারের আত্মাহুতি!
২| ০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৫
রাজীব নুর বলেছেন: ভ তে ভুত ওই আসছে ধেয়ে
ভয় পেয়ো না ভুতের ভয়ে।
©somewhere in net ltd.
১| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৩
করুণাধারা বলেছেন: আমার এত কষ্ট হচ্ছে যে একবারও পুরো খবরটা পড়তে পারিনি।
আল্লাহ যেন ছেলেটিকে রহম করেন।