নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

টুজি\'র যুগে....!

০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৯

টুজি দিয়ে প্রথম ইন্টারনেটে আসা তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ শেষ করে বিশ্ববিদ্যালয়ে ট্রাই করছি এমন,
.
স্কুলের ক্রাশকে ফেসবুকে পেয়ে আই লাভ ইয়ু পাঠালাম কিন্তু তা পৌঁছানোর আগে তার বিয়ে হয়ে গেছে!
.
পরে আবার যখন রিসেন্ড দিলাম তখন সম্ভবত সে মা হতে চলেছে এমন ছিলো বেপারটা!
.
এক বন্ধুর বাবা আমেরিকা থেকে আসার সময় ছেলে জিজ্ঞেস করছিলো, কখন আসবে বাবা? মোবাইলের ইন্টারনেট চিহ্ন ঘুরতে ঘুরতে তার বাবা দেশে চলে আসছে!
.
এমনও হয়েছে এক, দুই, তিন, চার, পাঁচ কেবি করে একটি পাসপোর্ট সাইজ ছবি ডাউনলোড হওয়ার সময় পাশে বসে ইন্টারনেট নামক চিড়িয়া দেখা ছেলেটি এক দুই তিন থেকে একশ পর্যন্ত ঠোটস্ত করে ফেলেছে!
.
একবার শখ করে একটি ভিডিও আপলোড দিয়ে ঘুমিয়ে পড়ছিলাম সকালে উঠে দেখি তা আটানব্বই পার্সেন্টে আটকে আছে!
.
সুন্দরীর ছবি নামাতে গিয়ে ইন্টারনেট অইকনটি যত সময় নিয়ে ঘুরতো তত সময় তার পিছনে ঘুরলে নিশ্চিত প্রেম হয়ে যেতো,
.
এটা বললে গাল গল্প হবেনা রমজানের ঈদে দাওয়াত কোরবানের ঈদের আগ করে পৌঁছেছে!
.
এক জিবি রবি নেট নিয়ে আমি এক বছর চালিয়েছে! একমাসের মেয়াদ ছিলো কি মনে করে রবি কোম্পানী আনলিমিটেড মেয়াদের সুযোগটি দিয়েছিলো,
.
একটা সময় তো এক জিপি নেওয়ার আগে 'চাচা দোআ কইরেন, নেট নিচ্ছি' টাইপ ফিলিংস ছিলো!
.
'ওওর মোবাইলে দুই জিবি নেট আছে' শুনলে তো তাকে বিলগেটসের নাতী মনে হতো
.
থ্রিজি ফোরজি এগুলো আবার কি!!!
.
তিনদিন ধরে গুগুলে না ঢুকতে পারলেও আমার মোবাইলে একটা নেটের চিহ্ন আছে ভাবলে ভাবে থুতনি চেপে যেতো
.
এক সময় তো সমাজে আমার কদর বেড়ে গেছিলো 'ইন্টারনেট চালাতে পারি' যখন ভাইরাল হয়ে গেলো,
.
ফেসবুক খুললে যখন দেখতাম আমার 'সেভেন স্টার' তার মধ্যে দুই জন লাইক দিতো না!!!
.
একদিন তো বাকী পাঁচজন মিলে আনলাইক সমিতি করে ঐ ভাবনেওয়ালা দুইজনের ওয়ালে দেওয়া লাইকগুলো আনলাইক করে দিয়েছিলাম!
.
লাইক মারার কয়েক মিনিট পর নিশ্চিত হতে পারতাম লাইক হয়েছে,
.
জনৈক স্মার্ট যখন এসে বলতো আমার তো পাঁচটা গফ আছে তখন, দুর্বাল বলে ভ্রু কোঁচকে বলতাম, পাঁচটা লাইক তো নেই!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৪

রাজীব নুর বলেছেন: কবিরাও চুপ হয়ে গেছে, অনিয়ম, অত্যাচার, বিপথগামীতাও আর কবিদের স্পর্শ করে না। বাংলাদেশের বুক থেকে অবিরল রক্ত ঝরতে থাকে ঝরতে থাকে...।

২| ০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০২

আন্নীআক্তার৭৮৬ বলেছেন: আপনার লিখা পরে আসলেই আগের দিন গুলো মনে পরে যাচ্ছিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.