নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

তবেই তুমি বাংলাদেশ

০২ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৫০

অনেক দিন পর প্রকৃত বিপ্লবের স্বাদ পেলাম! ইস্! আজ যদি কাজী নজরুল ইসলাম বেঁচে থাকতো,
.
যদি তুমি ভয় পাও, তবে তুমি শেষ! যদি তুমি রুখে দাঁড়াও, তবেই তুমি বাংলাদেশ!
.
কমরেড, রাজনীতি মাথায় লাথি মারছে, রাজা আছে, নীতি নাই, নেতা দুচার টাইম নাই!
.
সড়ক সিস্টেমের মায়েরে বাপ! ছাত্র সমাজ সরকারের বাপ!
.
মুজিব কোটে মুজিবকে ভালো মানায়, চামচাদের না!
.
উন্নয়ন করলে তা বলতে হয় না, চোখে সবাই দেখে, মানুষ মরলে বিচার হয় না তাই দাঁড়িয়ে আছি শার্টে রক্ত মেখে!
.
পুলিশ আংকেল আমাকে মানুষ মারার অস্ত্র দেখাবেন না, আমার কাছে মানুষ তৈরীর অস্ত্র আছে!
.
ফোর জি স্পিড নেটওয়ার্কে নয়, ফোর জি স্পিড বিচার ব্যবস্থায় চাই!
.
মাননীয় প্রধান মন্ত্রী ছাত্রদের আপাতত রাস্তা সামলাতে দিন, মন্ত্রী পুলিশকে স্কুলে পাঠান শিক্ষিত করতে!
.
নামে ও কাজে 'নিরাপদ' কন্ডম হতে পারলে, নিরাপদ সড়ক হবেনা কেন?
.
রাস্তা সাময়িকভাবে বন্ধ, রাষ্ট্র মেরামতের কাজ চলিতেছে!
.
আমার ভাই বোন কবরে, খুনি কেনো বাহিরে!
.
আমার ভাইয়ের রক্তে লাল, পুলিশ কোন চ্যাটের বাল!
.
সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, গাড়ি চাপায় মানুষ মরে, মন্ত্রী সাহেব হাসে!
.
৪৭ বছর ধরে বিন্দু বিন্দু করে জন্ম নেওয়া ক্ষোভ উপচে পড়ছে!
.
নিরাপদ সড়ক চাই সংগঠনের চেয়ারম্যান নায়ক ইলিয়াস কাঞ্চন কিছুদিন আগে একটি পরিসংখ্যান দিয়েছিলেন, শুধুমাত্র ২০১৭ সালের সর্বমোট সড়ক দুর্ঘটনার সংখ্যা ছিলো ৩৩৪৯টি এতে আহত হয়েছিলেন ৭৯০৮ জন এবং নিহত হয়েছেন ৫৬৪৫ জন!
.
তারও আগের বছর, সেন্টার ফর ইনজ্যুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি) জরিপে উঠে এসেছিলো প্রতিদিন সড়ক দুর্ঘটনায় গড়ে ৬৪ জন মানুষ মৃত্যু বরণ করেন তাতে ১৪ জন শিশু,
.
তখন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছিলেন পরিসংখ্যানগুলো অতিরঞ্জিত!
.
গত এক যুগে ৫১ হাজার ৬৬৯ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলো প্রায় ৫৭ হাজার!
.
সড়ক দুর্ঘটনায় বছরে আর্থিক ক্ষতি পরিমাপ করলে তা হবে প্রায় ৪০ হাজার কোটি টাকা!
.
চালকদের বেপারোয়া মাত্রাতিরিক্ত গতিই সড়ক দুর্ঘটনার অন্যতম মূল কারণ!
.
কিন্তু আপনি চাইলে তাদের বিচারও করতে পারবেন না সুতরাং এই আন্দোলন আমি আপনার সবার!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৩

রাজীব নুর বলেছেন: কী ভাষায় এর প্রতিবাদ হচ্ছে, সেটা গৌণ, মর্মে মর্মে কী বুঝাতে চাইছে, সেটাই মূল।

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৪

রকিব লিখন বলেছেন: এই বাণীটি আমার লিখা।। এই বাণীটি আমার লিখা।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.