নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ইস্যু

২৪ শে জুলাই, ২০১৮ রাত ১১:২৯

চুমু জিনিসটা পটেটো ক্রেকার্সের সেই ঐতিহাসিক বিজ্ঞাপনের মতো 'একা একা খেতে চাও তবে দরজা বন্ধ করে খাও'
.
বহুত দিন পর একটা কিউট ইস্যু পেয়েছি টিএসসি চত্বরে প্রকাশ্যে যুগলের চুমু ভাইরাল!
.
নচিকেতার জনপ্রিয় গান মনে পড়ে গেলো, 'প্রকাশ্যে চুমু খাওয়া এই দেশে অপরাধ, ঘুষ খাওয়া কখনোই নয়!'
.
দেশে কিছুদিন ধরে 'মেঘলা দিনের একলা আবহাওয়া' চলছে সুতরাং.....!
.
চুমু বিদ্যাকে বলা হয় 'ফাইলম্যাটোলজি' আর যাদের চুমুতে ভয় আছে চিকিৎসাবিজ্ঞানে তারা একটি রোগে ভুগছে যার নাম 'ফাইলম্যাটোফোবিয়া' কিন্তু যারা অন্যের চুমুর ছবিটি ভাইরাল করেছে তাদেরও একটি রোগ আছে নাম ফাইলম্যাটো'জেলাসো'বিয়া
.
কত ধরণের যে ফোবিয়া আছে তা একটু স্টাডি করলে বুঝবেন তবে সবচেয়ে বড় ফোবিয়া আমার মতে ফো'বিয়া'
.
ফো'বিয়া মানে, বিয়ে করবে না কিন্তু চুমু টুমু খেতে দ্বিধাও করবে না!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জনৈক কবি বলেছিলো, দেহ বেঁচে থাকার জন্য যেমন খাদ্য দরকার তেমনি মনের বেঁচে থাকার জন্যও এ প্রকার খাদ্য দরকার কিন্তু খাদ্যের নাম বললে চাকরি থাকবে না!
.
নিষিদ্ধ জিনিসের প্রতি সবার আকর্ষণ বেশী থাকে তাই অনেক ইনিয়ে বিনিয়ে কিনিয়ে রেনিয়ে কাকুতি মিনতি করে খাদ্যের নামটি জিজ্ঞেস করেছিলাম কিন্তু বলেনি বলে আজ আপনাদেরও বলতে পারছিনা!
.
তবে টিএসসির কথিত যুগল কেনো অপরাধী তার বিশ্লেষণ করতে হলে আমাকে একটু গবেষণায় ফিরে যেতে হবে তা হলো '৬৬ শতাংশ যুগল চুম্বনের সময় নিজেদের চোখ বন্ধ রাখেন' আর সেই সুযোগটি নিয়েছে বেচারা ফটোগ্রাফার,
.
যতটুকু জানি আবেগ ভালবাসায় মস্তিষ্কের নিওকোরটেক্সের একটি অংশ কাজ না করার কারণে ভাল মন্দ বোঝার ক্ষমতা লোপ পেয়ে থাকে!
.
একটি কবিতার লাইন আছে, ‘অধর মরিতে চায় তোমার অধরে’!
.
ফ্রেঞ্চ কিস, এস্কিমো কিস, লিপ কিস, ম্যারাথন কিস, স্পাইডারম্যান কিস, লিপ গ্লস কিস, লিজি কিস যা বলেন না কেনো যদি সেখানে ভালবাসা না থেকে কেবলি জৈবিক উত্তেজনা থাকে তাহলে দিনশেষে তা কেবলি একটি 'ইকবাল চুমু'
.
ইকবাল চুমুর যুগ চলছে! একটা ছবি নিয়ে এতো নাচানাচির কিছু নেই!
.
বাংলাদেশের এমন একটি বিনোদন কেন্দ্র পাবেন না যেখানে প্রকাশ্যে এমন বিনোদন দেখা যায় না!
.
হাটে ঘাটে পথে পান্তরে রাস্তায় রেস্তোরায় যত কোণাকুণি সব আজ কাপলদের দখলে!
.
তোমাদের কেবলি বাল্য বিয়ে হলে চেতনা জাগরণ হয়! এ কেমন চেতনা! আর কোন ইস্যু ক্রিয়েট হলে!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫০

যোজনী ২ বলেছেন: বাংগালী ইস্যু পাইলেই আর কোন কাম কাইজ নাই ।। হুমড়ি খাইয়া পড়ে সেটা নিয়া ট্রল করার জন্য।। ভালো লিখেছেন্‌ পরের লেখার অপেক্ষায় রইলাম।

২| ২৫ শে জুলাই, ২০১৮ ভোর ৪:১৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: ১৮+ কৌতূহল সবারই বেশি। তবে অপ্রাপ্তবয়স্ক বা সদ্য ১৮+ তরুণতরুণীদের তুলনামূলক একটু বেশিই। তাই আমাদের রক্ষণশীল সমাজের অনুন্নত দেশে প্রকাশ্যে চুমো খাওয়া একরকম অপরাধই।
পুলাপানের চুমু থেকে, চুমু দেখে উইদাউট ক্যাপ/প্রটেকশন বেডে চলে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।(অবশ্য যাদের বন্ধুবান্ধবী আছে)। কিন্তু যাদের নাই তারা কি করবে? ধর্ষণ! পরকিয়া, হস্ত** ইত্যাদি। ফলাফল....



৩| ২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.