নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
২০০৭ সালে এইচএসসি পরীক্ষা দেওয়ার পর আমার মনে হলো আমি হঠাৎ বড় হয়ে গেছি!
.
ভাবছিলাম রেজাল্টের পর মেয়ে পক্ষ থেকে বেশ কিছু বিয়ের অফার আসবে কিন্তু না পরের দিন চারটা টিউশনির অফার আসলো,
.
শোভাকলোণীতে বাঘ ছিলো না বিধায় আমি বিড়াল ই বাঘ হয়ে গেছিলাম!
.
যদিও তখন আমাদের একটা ট্রেন্ড ছিলো! বোর্ড পরীক্ষার আগে পনের দিন শুধু দোআ নিতাম! সুন্দরী মেয়ের পিতার সাথে দিনে চারবার দেখা হলে চারবারি বলতাম, চাচা দোআ কইরেন!
.
এখনো মনে আছে এসএসসি পরীক্ষার আগে এতো দোআ নিয়েছি যে মুরুব্বিরা পাশ করেছিলাম না ফেইল করেছিলাম তা ভুলে গেছে মাগার আমি যে বোর্ড পরীক্ষা দিছি এইটা ভুলে নাই!
.
দেখেন ভাই মাথার চুল আরো ঘন ছিলো কিন্তু পাশের পর এতো মুরুব্বি মাথায় হাত বুলিয়ে দিতো যে মাথায় আর চিরুনি দেওয়া লাগতো না!
.
আমি এখনো সেই কলোণীতে আছি নিজেই এখন ছোট খাট মুরুব্বি তবুও কেউ দোআ নিতে আসেনি! আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারবো এখনকার ছেলেরা মুরুব্বিদের সম্মান করা তো দূরের কথা তাদের দিকে লক্ষ্যও করেনা!
.
এ+ পাইছো শুনলে জিজ্ঞেস করতে হয় তুমি কি এলকায় বেড়াতে এসেছো না এখানেই থেকে পরীক্ষা দিয়েছো!
.
মিষ্টি তো কোন বিষয় না! কত মুরুব্বি আড়কোলা করে দোকানে ঢুকিয়ে পকেটের টাকা খরচ করে মিষ্টি খাওয়াইছে সে হিসেব দিবো না
.
শুধু বলবো তুমি অনেক কিছু করতেই পারো তবে সেখানে সমাজের আবেগ অনুভূতি ভালবাসা হাততালি না থাকলে তা কেবলি পন্ডুশ্রম!
.
বেপারটা তোমরা ঠিকি খেলছো কিন্তু মাঠে দর্শক নেই থাকলেও শুভাকাঙ্ক্ষী নেই!
.
জীবন থেকে শিখেছি কাউকে সম্মান করলে তা চৌদ্দ পনের গুণ হয়ে ফিরে আসে! একমাত্র সম্মানের বিপরীতে হৃদয় নিংড়ানো সম্মান পাওয়া যায়!
.
একটু সালাম কালাম দিয়ে চলিও! কয়েকদিন মুখে আসসালামু আলাইকুম বললে তার পরের দিন তোমার পিছনে এলাকার ভালো ছেলে ট্যাগ লেগে যাবে!
.
গুরু একটি কথা বলতো, হৃদয় জয় করে নিতে একটা হাসি কিংবা একটা সালাম নতুবা ডেকে নিয়ে এক কাপ রং চা খাওয়ানো ই যথেষ্ট
.
সালাম দেওয়াও একটা আর্ট! যেভাবে সালাম দাও মনে হয় মারতে আসবা! হৃদয় থেকে ভালবেসে দিয়ে দেখো.....তোমাদের খুশির সংবাদে মিষ্টি আমরা তোমাদের আড়কোলা করে নিয়ে গিয়ে খাওয়াবো!
২| ২০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪২
অন্তরন্তর বলেছেন: সালাম। ভাল লিখেছেন। সন্মান দিতে না জানলে ওটা পাবার আশা করা উচিৎ নয়।
৩| ২০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০০
রাজীব নুর বলেছেন: সম্মান করলেই সম্মান পাওয়া যায়।
©somewhere in net ltd.
১| ২০ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০০
স্রাঞ্জি সে বলেছেন: শুস। প্রীশু।
আজকাল আপনি ভাল হওয়ার জন্য যাই করুন না কেন, পিছনে বাঁশ দেওয়ার মত সমাজে মানুষের কমতি নাই।