নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধু সাবধান ! ব্লগের মালিক বঙ্গালা সাহিত্যকে ধরিয়া বিশাল মাপের ঝাঁকি দিতে নিজেকে শারীরিক ও মানসিক ভাবে প্রস্তুত করিতেছেন। সেই মর্মে তিনি এখন কিটো ডায়েটিং, ডন-বৈঠক ও ভারোত্তলন প্রশিক্ষণে ব্যস্ত। প্রকাশিত গ্রন্থঃ১। শেষ বসন্তের গল্প । (২০১৪)২। মিসিং পারসন - প্যাত্রিক মোদিয়ানো, ২০১৪ সাহিত্যে নোবেল বিজয়ী (অনুবাদ, ২০১৫) ৩। আয়াজ আলীর ডানা (গল্পগ্রন্থ - ২০১৬ ৪। কোমা ও অন্যান্য গল্প(গল্প গ্রন্থ, ২০১৮) ৫। হেমন্তের মর্সিয়া (কবিতা, ২০১৮) ৬। কাঁচের দেয়াল (গল্পগ্রন্থ, ২০১৯) ৭।শহরনামা (উপন্যাস, মাওলা ব্রাদার্স, ২০২২), ৮। মুরাকামির শেহেরজাদ ও অন্যান্য গল্প (অনুবাদ, ২০২৩), ৯। নির্বাচিত দেবদূত(গল্পগ্রন্থ, ২০২৪), ১০। দেওয়ানেগির চল্লিশ কানুন/ফরটি রুলস অফ লাভ (অনুবাদ, ঐতিহ্য, ২০২৪)
সংবিৎ এর আয়োজনে, আমাদের সময়ের শক্তিমান ও প্রভাবশালী কথাসাহিত্যিক শাহাদুজ্জামান সাহেবের ৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামি ২৮ নভেম্বর, বৃহস্পতিবার - দুটো সেশনে ভাগ করে আলোচিত হবে তার জীবন ও কাজ। দেশের সক্রিয় একদল চিন্তক - বুদ্ধিজীবী - ও মিডিয়া পারসোনালিটিদের সঙ্গে আমিও আমার শাহাদুজ্জামান পাঠের অভিজ্ঞতা ভাগ করবো।
.
আমি কথা বলবো মূলত 'ক্রাচের কর্নেল', 'আধো ঘুমে ক্যাস্ট্রোর সঙ্গে', এবং 'একজন কমলালেবু' এ তিনটে উপন্যাস / ডকু ফিকশানে ঔপন্যাসিকের অভিজ্ঞতা ও উপলব্ধির জগত নিয়ে। আমার আলোচনার লেন্স হবে, পিওর কথাসাহিত্যিকের। অর্থাৎ, তাত্ত্বিকতার জগতকে উহ্য রেখে একজন তরুণ কথা সাহিত্যিক হিসেবে আমার শাহাদুজ্জামানের এ তিনটি বই পাঠের অভিজ্ঞতা, আমার ঋণ, আমার কৃতজ্ঞতা, আমার মনে উত্থিত অমীমাংসিত প্রশ্নসমূহ - ই উঠে আসবে আলোচনায়।
.
সকলকেই আগাম আমন্ত্রন।
১৮ ই নভেম্বর, ২০২১ সকাল ৮:৪৬
সাজিদ উল হক আবির বলেছেন: উভয়পক্ষের সময় বাঁচানোর জন্য ধন্যবাদ। যে আলোচনা এখানে হবে - তা আপনি বুঝতেন না এমনিতেও।
২| ১৮ ই নভেম্বর, ২০২১ রাত ৩:৫১
নেওয়াজ আলি বলেছেন: লেখকের জন্ম দিনের শুভেচ্ছা। সফল হোক আপনাদের অনুষ্ঠান ।
১৮ ই নভেম্বর, ২০২১ সকাল ৮:৪৮
সাজিদ উল হক আবির বলেছেন: ধন্যবাদ। আয়োজনের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই। আমি একজন আলোচক মাত্র। জাহাঙ্গীরনগরের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক সায়েমা খাতুন আপা এই ব্লগে লেখা শেয়ার করেন এখনও মাঝেমাঝে। তিনিও একজন আলোচক।
৩| ১৮ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৫৬
জুল ভার্ন বলেছেন: জন্ম দিনের শুভেচ্ছা। ওনার একজন কমলা লেবু এবং ক্রাচের কর্ণেল পড়েছি।
২০ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:১১
সাজিদ উল হক আবির বলেছেন: ধন্যবাদ।
৪| ১৮ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:০৪
অধীতি বলেছেন: কোথায় হবে এটা?
২০ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:১১
সাজিদ উল হক আবির বলেছেন: অনলাইনে।
৫| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৫৯
অধীতি বলেছেন: সংবিৎ এ আপনার আলোচনা দেখলাম। ভাল লাগল।
১৭ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:১৬
সাজিদ উল হক আবির বলেছেন: ধন্যবাদ। দেরীতে উত্তর দেয়ার জন্য দুঃখিত। আলাপের লিঙ্কটা এখানে শেয়ার করে রাখি, যদি কেউ শুনতে আগ্রহী হয় -
view this link
©somewhere in net ltd.
১| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৫৩
রাজীব নুর বলেছেন: আমন্ত্রন জানিয়েছেন সে জন্য ধন্যবাদ।
আমি আসতে পারবো না।