নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামান্য একজন মানুষ
সাকিব আল হাসান অবসর নিবে আর আমি কষ্ট পাবো না, সেটা তো হওয়ার কথা ছিল না । এই সাকিবের জন্যেই তো কত তর্ক করেছি একসময় ।
২০০৯ সালের পরে প্রথম আলোতে সাকিবকে নিয়ে কোন নিউজ মানেই মুখস্ত করার মত পড়েছি, সেটা হোক ভাল নিউজ বা খারাপ নিউজ কিংবা হোক ২০১২ তে উৎপল শুভ্রের কলাম “সাকিবের সঙ্গে ঢাকা টু মাগুরা”।
ক্যামেরায় অশ্লীল অঙ্গভঙ্গি হোক, গ্যালারিতে গিয়ে পেটানো হোক, শেয়ার মার্কেট হোক, ফিক্সারের যোগাযোগের কথা না জানানো হোক, তামিমের সাথে ঝগড়া হোক, সাকিবের দোষ নাই। কোনো না কোনো একটা ফাঁক ফোকর দিয়ে তার দিকে টানতামই।
ইভেন যেদিন থেকে সে স্বৈরাচারের রাজনীতিতে যোগ দিল সেদিনও যে হাসিনা জোর করে পলিটিক্সে ঢুকাইছে এ কথা ভেবেও কিছুটা ভালবাসা জমিয়ে রেখেছিলাম সাকিবের জন্য। কিন্তু ভাই, কানাডা লিগে দর্শকের সাথে তার কনভারসেশনটা শুনার পরে আর সেই ভালবাসাটুকুও অবশিষ্ট ছিল না। তখনই বুঝেছিলাম সে তার ইচ্ছাতেই হইত স্বৈরাচারের সহযোগী হয়েছে ।
৫ই আগস্টের পরে স্বৈরাচারের দোষর হওয়ার অপরাধ বোধ থেকেও যদি নিজের ভুলটা একবার জনগনের সামনে স্বীকার করতো, তাও হইত মন মানাইতাম । কিন্তু সেটাও করলো না ।
কিন্তু আজ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাকিব ইস্যুতে যখন বললেন, “খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে। তবে ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর”
তখন একটু খারাপই লেগেছিল, কিন্তু পরক্ষনেই চোখের সামনে ভেসে উঠলো, জুলাই ম্যাসাকারর সময় সাকিবের সেই দাঁত কেলানো হাসি ।
সাকিব আল হাসান নিজের লেগ্যাসীটা নষ্ট করেছে, সাথে নষ্ট করেছে আমার ছোট বেলার আবেগ।
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:২৩
আজব লিংকন বলেছেন: সাকিব আল হাসান একজন জননেতা ছিলেন।একজন জননেতার কাজ হচ্ছে, জনগণের পক্ষে, বিপক্ষে কিংবা মধ্যস্থতাকারী হিসেবে দুঃসময়ে জনগনের সাথে সম্পৃক্ত থাকা।
যার কোন কিছুই সাকিব আল হাসান করেননি। এত বড় ন্যাশনাল ক্রাইসিসে উনি কেবল নিশ্চুপ থাকেন নি বরং ফ্যামিলি ট্যুরের উচ্ছ্বাসিত ছবি প্রকাশের মাধ্যমে বিপর্যস্ত জনগণকে নিয়ে করেছেন একপ্রকার নোংরা উপহাস।
অর্থ মানুষকে অন্ধ করে দেয়। যার একটি জলজ্যান্ত উদাহরণ হয়ে থাকবেন সাকিব আল হাসান।
সাকিবের পক্ষে যারা সাফাই গাইবেন তারা একপ্রকার ইমোশনাল ফুল। ক্রিকেটার সাকিব আল হাসান ভেবে এমন ভুল আমিও মাঝেমধ্যে করে বসি। পরক্ষণেই আবার ভাবি আমি ভুল করছি। নিজেকে বলি এদের ক্ষমা নাই। মানুষের থেকেই টাকার মূল্য এদের কাছে অনেক অনেক বেশি।
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪২
কিরকুট বলেছেন: কষ্ট পাওয়া না পাওয়া টা আপনার নৈতিক অধিকার। আবেগ কে সংযোত করুন।
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৪৫
নতুন বলেছেন: কিন্তু আজ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাকিব ইস্যুতে যখন বললেন, “খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে। তবে ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর”
উপদেষ্টা হিসেবে জনগন আইন হাতে তুলে নেবার বিষয়টা প্রতিরোধে কাজ করতে হবে।
সাকিব অন্যায় করলে আইন তাকে সাজা দেবে। দেশে জনগনকে কারুর গায়ে হাত তোলা, ভাংচুর করার অভ্যাসটা বন্ধ করতে হবে। যারা এমনটা করবে তাদের গ্রেপ্তার করতে হবে।
সাকিব ইন্ডিয়ান লীগের চেয়ে বেশি লাভের আয়ামীলীগে খেলতে চেয়েছিলো। জনগন তাকে ভালো দৃস্টিতে না দেখলে সেটার দায় সাকিবেরই। ক্রিকেটার হিসেবে সে সন্মান পাবে, কিন্তু ব্যক্তি সাকিব জনগন নিপিড়ন কারী দলে খেলতে গিয়ে ভালো করে নাই।
৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:০০
ধুলো মেঘ বলেছেন: শেখ হাসিনা তাকে জোর করে পলিটিক্সে ঢুকাইছে - কোন আবাল আপনাকে এই খবর দিল? সে ২০১৮ সালের নির্বাচনেই মনোনয়ন চাইছিল। শেখ হাসিনা সেই সময়ে তাকে খেলায় মন দিতে বলছিল। ২০২৩ সালে আইসা বার বার ঘ্যান ঘ্যান করাতে হাসিনা আর ফিরাইতে পারেনাই।
সাকিবালকে চিনলে তো এরকম একটা কথা লিখতেনই না।
৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:০১
আসাদুজ্জামান(আসাদ) বলেছেন: আপনি তো ভাই আমার কথায় বুঝেন নাই । না বুইঝা একটা কমেন্ট করে বসলেন । আমি বলেছি কোন না কোন ফাঁকফোকর দিয়ে তার দিকে টানতামই, এটাও তেমন ছিল । আপনি আগের লাইনের সাথে পরের লাইনটা পড়েন তাহলে বুঝতে পারবেন ।
৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৪
পবন সরকার বলেছেন: খেলোয়ার হিসাবে মন্দ নয় তবে ফ্যাসিস্ট রাজনীতির কারণে তাকে আমি সমর্থন করতে পারি নাই
৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫৫
ঢাবিয়ান বলেছেন: সাকিবকে দেশে ফিরিয়ে এনে জিজ্ঞাশাবাদ করা উচিত। শুধু সাকিবই নয়,মাশরাফিকেও অবস্যই। তাদের সকল অনৈ্তিক কর্মকান্ডের জবাব্দিহিতা নিশ্চিত করা উচিত ক্রীড়া উপদেষ্টা আসিফের। ব্যক্তিগতভাবে আমার মাশরাফিকে বেশি দুর্নীতিবাজ বলে মনে হয়।মাশরাফি এমন কোন উন্নত মানের খেলোয়ার ছিল না , তাই সাকিবের মত টাকা ইংকামের অনেক রাস্তা তার ছিল না। কিন্ত বিগত ডামি ইলেকশনের সময় তার বিপুল অর্থ সম্পদের খোজ পাওয়া গিয়েছিল।
৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:০৩
আসাদুজ্জামান(আসাদ) বলেছেন: মাশরাফি ফাঁকতাল দিয়ে বেঁচে যাচ্ছে তামিমের সাথে ক্রীড়া উপদেষ্টার গুড রিলেশন থাকায়। তামিম মাশরাফিকে সেইভ করতেছে ।
৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৩৪
অস্বাধীন মানুষ বলেছেন: তথা গঠিত আজকের আওয়ামীলীগ ধংসের কারন কি জানেন ? এই আওয়ামীলীগে থাকা কিছু বুড়া খাটাস মন্ত্রী এমপি নেতা কর্মীদের
লুচ্চাদের জন্য । তাদের পাপচারের ভারে আল্লাহু গজব দিছে আওয়ামীলীগের উপরে।
মমতাজ আপা নিজের একটা ফোন আলাপে এক সাংবাদিকের সাথে বলেন, মন্ত্রীরা একটা সময় আমাকে তাদের বাসায় নিয়ে যেতেন।
আর আমি কোথায় আছি কেমন আছি কেউ একটা ফোন দিয়েও খবর নেয়না । একমাত্র আওয়ামীলীগের এই সকল নেতাকর্মীদের জন্য
আজ আওয়ামীলীগ ধংস হয়েছে। দল করতাম তাই নিজের অজান্তেই সব কিছু হজম করতে হত।
এই সকল পতিতা দালালদের জন্য দেশের আজ এই অবস্থা।
৯| ০১ লা অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০১
ধুলো মেঘ বলেছেন: মমতাজের মত একটা রাস্তার ...... গায়েও মন্ত্রীরা হাত দিতো? মন্ত্রীদের রুচি এত লো লেভেলের, নাকি মমতাজ এইরকম উক্তি করে নিজের লেভেল আপ করেছে?
মন্ত্রীরা গায়ে হাত দিত ভালো কথা, কিন্তু বাসায় নিয়ে গিয়ে কি করত? প্যারাইবেটে গান শুনতো?
©somewhere in net ltd.
১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৪৮
জুল ভার্ন বলেছেন: রাষ্ট্র ঘোষণা দিকঃ হোক সে বিচারপতি, রাষ্ট্রপতি, মন্ত্রী, এমপি, উপদেষ্টা, সচিব, আইজিপি, পুলিশ কর্মকর্তা, যেকোনো বাহিনী প্রধান, ফ্যাসিবাদের দোসর হলেই তাদের নিরাপত্তা রাষ্ট্র দিবেনা।