নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ফেসবুক আইডি এখানে দিয়েছিলাম,ওরা আমাকে মেসেঞ্জারে হুমকি দেয়। তাই ডিলেট করে দিলাম।

আসাদুজ্জামান(আসাদ)

সামান্য একজন মানুষ

আসাদুজ্জামান(আসাদ) › বিস্তারিত পোস্টঃ

এই গান শুনছি আর একটা অবুঝ জাতির অবুঝ মানুষের কাহিনী লিখছি

১৭ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:১৩

আওয়ামী লীগ, ছাত্রলীগের ছেলেদের গালি এবং হুমকির কারণে লেখা বাদ দিয়েছি। এখন শুধু শিল্পী শায়ানের এই গান শুনছি আর কল্পনা করছি, কবে তাদের এই দেশ ছেড়ে যাওয়ার তৌফিক আল্লাহ আমাকে দিবেন।

আর একটা অবুঝ জাতির অবুঝ মানুষের কাহিনী লিখছি-

আমাদের গ্রামের একজন লোক কঠিন আওয়ামীলীগার, যদিও তার ফিনান্সিয়াল অবস্থা খুব ই নাজুক, তারপরও সে কাজ বাদ দিয়ে হলেও লীগের প্রোগ্রাম এটেন্ড করে।

তার একটা ছেলে খুবই ব্রিলিয়ান্ট। সব জায়গাতেই সে গোল্ডেন প্লাস পেয়েছে।

রিসেন্টলি ঐ লোকটা কোটা আন্দোলনকারীদেরকে গালি দিচ্ছে এবং বলছে সরকার যা করছে সব ঠিক আছে।

আমি যদিও গ্রামে যারা রাজনীতি করে এদের সাথে কথা বলি না (কারণ এরা খুবই ভয়ংকর হয়,সামনে কিছু বলে না পরে পুলিশের কাছে শিবির বলে উস্কিয়ে দেয়)।

তো এই লোকটার মিসলিডিং ইনফরমেশন এবং খাপ ছাড়া কথা শুনে সবার সামনে বললাম, আচ্ছা চাচা আপনার ফ্যামেলিতিতে তো কোনো মুক্তিযোদ্ধা নাই,তার মানে আপনার কোনো কোটা নাই।

বললো হ্যা নাই।

আমি বললাম : আপনার ছেলেকে তো অনেক কষ্ট করে লেখাপড়া করাচ্ছেন , এখন যদি চাকরি না হয় (আমার এলাকার লোক চাকরি বলতে সাধারণত সরকারি চাকরি বুঝে) ?

সে বললো কেন হবে না ?

আমি বললাম আপনার ছেলের চাকরি দেওয়ার আগে অন্য একটা গ্রুপ কে এত % চাকরি দিবে এর পরে যা খালি থাকবে সেখানে আপনার ছেলে মেধাবীদের সাথে কম্পিট করবে।

তখন সে চুপ।

এর পরদিন থেকে আমাকে দেখলে মাথা গুঁজে চলে যায়। তারপরেও হয়তো তার বোধোদয় হবে না।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:৩৪

নিমো বলেছেন: একটু অংক করে জানানতো লাখের ৫৬ শতাংশ আর কোটির ৪৪ শতাংশের মধ্যে কোনটা বিশাল সংখ্যা? আসলে অযোগ্যতা ও বৈষম্যটা হচ্ছে কোথায় সেটা জানান? পরীক্ষা না দিয়ে বা শূন্য পেয়ে কারা পদায়ন হয়েছে জানান।

১৭ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:৫৮

আসাদুজ্জামান(আসাদ) বলেছেন: ভাই পরীক্ষা না দিয়ে বা শূন্য পেয়ে কেউ পদায়ন হয় না। কোটায় পদায়ন হয় কম নাম্বার পেয়ে। আমি জানি আপনি এইগুলো নিয়ে পেচাবেন, এর আগেও আপনি খুব এগ্রেসিভভাবে পেচিয়েছেন না বুঝার ভ্যান করে। আপনার লজিক হলো কোটাধারিরাও সমান মেধাবী।

আমি শুধু আপনাকে একটা প্রশ্ন করবো, কোটাধারীরা যদি সমান মেধাবী হয় তাহলে মুক্তিযোদ্ধা কোটা কেন থাকতে হবে ভাই ?

এটা হতে পারে অনগ্রসর মানুষদের জন্য।

২| ১৭ ই জুলাই, ২০২৪ দুপুর ১:২৩

নিমো বলেছেন: লেখক বলেছেন:কোটায় পদায়ন হয় কম নাম্বার পেয়ে।
দেশের সংসদ যখন ভর্তি হয় অশিক্ষিত দিয়ে,যাদের কাজ আইন প্রণয়ন করা, তখন এই হুঁশ কোথায় থাকে ? নাকি সমস্যা কেবল মুক্তিযোদ্ধায় ? জিয়া, এরশাদ, খালেদার শিক্ষাগত যোগ্যতাটা একটু জানানতো!

লেখক বলেছেন:এর আগেও আপনি খুব এগ্রেসিভভাবে পেচিয়েছেন
গালাগালি করলেন আপনি, আর এগ্রেসিভ তকমা আমার, ভালো! হা-হা!

লেখক বলেছেন:আমি শুধু আপনাকে একটা প্রশ্ন করবো, কোটাধারীরা যদি সমান মেধাবী হয় তাহলে মুক্তিযোদ্ধা কোটা কেন থাকতে হবে ভাই ?
এটা বুঝতে হলে দেশের স্বাধীনতার ইতিহাস, ৭৫ এর ইতিহাস, জিয়া, এরশাদ, খালেদা, সামরিক, জা-শি গংদের ইতিহাস জানতে ও পড়তে হবে, সর্বোপরি বুঝতে হবে। এটা ব্লগ, কোন পাঠশালা না। আর আপনার মত অতি বুদ্ধমানরা জেনে বুঝেই এসব প্রশ্ন করেন!

লেখক বলেছেন:এটা হতে পারে অনগ্রসর মানুষদের জন্য।
দেশের ৫০ বছর অধিক সময়ের ইতিহাসে যেখানে দুই-তৃতীয়াংশ সময় মুক্তিযুদ্ধের বিরোধী শিক্তি ক্ষমতায় ছিল, মুক্তিযোদ্ধাদের চেয়ে অনগ্রসর আর কে আছে তালিকাটা একটু দিন। অংকের ফলাফলটাতো জানালেন। আপনার মত মেধাবী উত্তরটা জানেন না, ভাবতেও পারছি না।

১৭ ই জুলাই, ২০২৪ দুপুর ১:৫৪

আসাদুজ্জামান(আসাদ) বলেছেন: আমার প্রশ্নের উত্তর দিতে তো পারলেন ই না , টেনে আনলেন জিয়া,খালেদা এদেরকে। খালেদা জিয়ার শিক্ষাগত যোগ্যতা দিয়ে আমি কি করবো

আমি আপনাকে ক্লাস নিতে বলি নাই , আমি একটি প্রশ্ন করেছি সেটার উত্তর দিতে বলেছি।


মুক্তিযোদ্ধার বিরোধী শক্তি ক্ষমতায় ছিল মানে, তখন কি বীর মুক্তিযোদ্ধাদের সন্তান-নাতিদের ব্রেন বের করে রেখে দিয়েছিলো ? যে তোমাদের লেখাপড়া করতে দিবো না ? কি সব যে বলেন ভাই। হিতাহিত জ্ঞান ও ভুলে গেছেন।

আর হ্যা আমি মোটেও মেধাবী না। তবে জ্ঞানহীনও না। যতটুকু জ্ঞান আছে সেটা দিয়ে ইনশাআল্লাহ চলতে পারবো, নিজের বিবেক বেচতে হবে না।

৩| ১৭ ই জুলাই, ২০২৪ দুপুর ১:৩৮

করুণাধারা বলেছেন: আসলে কোটা আর মেধার পার্থক্য এটাই, কোটাধারীরা বিন্দুমাত্র পরিশ্রম না করে কোটা দিয়ে সবকিছু পেড়ে খেতে চান, মেধাবীদের মাথার উপর দিয়ে চলতে চান, অথচ বাস্তবে সামান্য একটা কাজ করার ক্ষমতা রাখেন না, এদের কাজ হচ্ছে সত্যিটাকে ডিসটর্ট করে সেটা নিয়ে থাকা!!

যেমন ধরুন এই হিসাবটা, লাখের ৫৬ শতাংশ আর কোটির ৪৪ শতাংশের মধ্যে কোনটা বড়!! কোটাধারী না এমন যে কোনো মানুষ এই সাধারণ হিসাব মুখে মুখে করে দেবার সক্ষমতা রাখেন, ক্যালকুলেটর প্রয়োজন হয়না। ৫৬ এর সাথে লাখের থেকে দুটো শূন্য বাদ দিয়ে বাকি শূন্য গুলো জুড়ে দিলে হয় ৫৬,০০০ আর ৪৪ এর সাথে কোটির থেকে শেষ দুটো সংখ্যা বাদ দিয়ে বাকি শূন্য গুলো জুড়ে দিয়ে হয় ৪,৪০০,০০০

এক নম্বর মন্তব্যকারী কি করতে এই হিসাব জানতে চাচ্ছেন!! সম্ভবত উনি এই সংখ্যাগুলো দিয়ে বোঝাতে চাচ্ছেন মুক্তিযোদ্ধাদের জন্য যা ৫৬ হাজার, তা কোটাবিহীনরা পাচ্ছে ৪,৪০০,০০০ (চুয়াল্লিশ লক্ষ)! :D:D:D:D:D:D:D:D:D:D

কিন্তু মানুষের হিসাব আর চাকরির হিসাব তো এক না। হিসাব এভাবে করা মানে সত্য বিকৃত করা এবং সত্য লুকানো। একলাখ বলতে উনি এক লাখ মুক্তিযোদ্ধা বুঝিয়েছেন, তাহলে আমুক্তিযোদ্ধার সংখ্যা ৭,৪৯,০০,০০০। (এই সংখ্যাটা বোঝার এলেম আছে কি!) এখন ধরা যাক সরকারি চাকরিতে পদ আছে ৫০০০। এর ৫৬ শতাংশ অর্থাৎ ২৮০০ পদের চাকরি থাকবে মুক্তিযোদ্ধা কোটায়, আর বাকি ২২০০ পদের চাকরি থাকবে বাকি ৭,৪৯,০০,০০০ জনের জন্য।

এই হিসাবও কিন্তু আমি কাউকে করে দিতে বলি নাই, ক্যালকুলেটর ছাড়াই করেছি। :P

বর্তমান সময়ের অর্থাৎ আঠার কোটির হিসাবটাও করে দিতে পারি! যারা হিসাব করতে জানেন না তাদের জন্য। B-)

এই দীর্ঘ মন্তব্য লিখতে লিখতেই দেখি পোস্ট দাতা চলে এসেছেন।

৪| ১৭ ই জুলাই, ২০২৪ দুপুর ১:৪২

করুণাধারা বলেছেন: কারেকশন: ২৮০০ পদ এক লাখ মুক্তি যোদ্ধার নাতি সুতার আর ২২০০ পদ বাকি সাত কোটি ঊনপঞ্চাশ লাখ মানুষের নাতি পুতির জন্য।

৫| ১৭ ই জুলাই, ২০২৪ দুপুর ১:৪৮

নিমো বলেছেন: করুণাধারা বলেছেন: এখন ধরা যাক সরকারি চাকরিতে পদ আছে ৫০০০। এর ৫৬ শতাংশ অর্থাৎ ২৮০০ পদের চাকরি থাকবে মুক্তিযোদ্ধা কোটায়, আর বাকি ২২০০ পদের চাকরি থাকবে বাকি ৭,৪৯,০০,০০০ জনের জন্য।
এই ২৮০০ পদের বিপরীতে ২৮০০ জন কি মুক্তিযোদ্ধার কোটায় পাওয়া গেছে আদৌ। বা না পাওয়া গেলে কি ৭,৪৯,০০,০০০ জনের থেকে নিয়োগে কোন বাধা আছে ? কাউকে নির্দিষ্ট বিবেচনায় অগ্রাধিকার দেয়ার মানে কি, আমার অধিকার চলে যাওয়া ?

৬| ১৭ ই জুলাই, ২০২৪ দুপুর ১:৫৯

নিমো বলেছেন: লেখক বলেছেন: খালেদা জিয়ার শিক্ষাগত যোগ্যতা দিয়ে আমি কি করবো
আপনি বেটার সার্ভিস পেতে চান, আর প্রাক্তন প্রধাবমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে সমস্যা নাই। ভালো!

লেখক বলেছেন:মুক্তিযোদ্ধার বিরোধী শক্তি ক্ষমতায় ছিল মানে, তখন কি বীর মুক্তিযোদ্ধাদের সন্তান-নাতিদের ব্রেন বের করে রেখে দিয়েছিলো ? যে তোমাদের লেখাপড়া করতে দিবো না ? কি সব যে বলেন ভাই। হিতাহিত জ্ঞান ও ভুলে গেছেন।
বৃক্ষ তোমার নাম কী ? ফলে পরিচয়!

১৭ ই জুলাই, ২০২৪ দুপুর ২:০৯

আসাদুজ্জামান(আসাদ) বলেছেন: আপনি দলকানা হয়ে নিজের স্বার্থের জন্য ঐ খারাপ লোককেই ক্ষমতায় আনতে পারেন, তবে আমি কখনোই সেটা করি নাই। সব চেয়ে বড় কথা আমি ভোটার হয়েছি ১২ বছর মত কিন্তু আজও ভোট দিতে পারি নাই, কারণ আমার এলাকাতেও আপনার মত মানুষে ভরপুর,স্বার্থের জন্য তারা সবার ভোট দিয়ে দেয়,যেটা আমি নিজে সাক্ষী। আর আমার ভোট দিতে দিলেও আমি খালেদাকেই বা কেন দেব? আপনাদের সমস্যা এইটাই ,আপনাদের বিরুদ্ধে গেলেই জামাত-শিবির-বিএনপি এগুলো ট্যাগ দিয়ে দেন।

আর মুক্তিযোদ্ধাদের পিছিয়ে থাকার বিষয়ে কিন্তু উত্তর দিলেন না। সাথে কেন কোটাই লাগবে আপনাদের সেটাও দিলেন না।

৭| ১৭ ই জুলাই, ২০২৪ দুপুর ২:৩২

করুণাধারা বলেছেন: এই ২৮০০ পদের বিপরীতে ২৮০০ জন কি মুক্তিযোদ্ধার কোটায় পাওয়া গেছে আদৌ।

না, দেখা গেছে সর্বোচ্চ আট শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পূরণ হয়েছে। তবে দেখা গেছে, এর অনেকটাই পেয়েছে ভুয়া মুক্তিযোদ্ধার নাতিপুতিরা, আবার প্রকৃত মুক্তিযোদ্ধার ভুয়া সন্তানেরা।

বা না পাওয়া গেলে কি ৭,৪৯,০০,০০০ জনের থেকে নিয়োগে কোন বাধা আছে ? কাউকে নির্দিষ্ট বিবেচনায় অগ্রাধিকার দেয়ার মানে কি, আমার অধিকার চলে যাওয়া ?

না, কোনো বাধা নেই। কিন্তু বাস্তবে দেখা গেছে কোটার অপূর্ণ পদগুলো খালি থাকছে। এভাবে কাউকে নির্দিষ্ট বিবেচনায় অগ্রাধিকার দিতে গিয়ে অনেকেই তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এটাই বৈষম্য। এটা দূর হতে হবে।

৮| ১৭ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:২৮

নিমো বলেছেন: করুণাধারা বলেছেন: না, দেখা গেছে সর্বোচ্চ আট শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পূরণ হয়েছে।
ও!তা এটা কি আপনার বলা ৫০০০ পদের জন্য নাকি ২৮০০'র জন্য ? বাকি ৯২ শতাংশতো মেধাধারিদের নাকি সেখানেও সমস্যা ? এখন যৌক্তিক বিচারে মুক্তিযোদ্ধা কোটা ৮ শতাংশ কোটাধারী না হয়েও (আপনার দবি অনুযায়ী এর অনেকটাই পেয়েছে ভুয়া মুক্তিযোদ্ধার নাতিপুতিরা, আবার প্রকৃত মুক্তিযোদ্ধার ভুয়া সন্তানেরা ) বিন্দুমাত্র পরিশ্রম না করে কোটা দিয়ে কিভাবে সবকিছু পেড়ে খেতে চান, ৯২ শতাংশ মেধাবীদের মাথার উপর দিয়ে চলতে চান একটু জানান।

করুণাধারা বলেছেন:তবে দেখা গেছে, এর অনেকটাই পেয়েছে ভুয়া মুক্তিযোদ্ধার নাতিপুতিরা, আবার প্রকৃত মুক্তিযোদ্ধার ভুয়া সন্তানেরা।
আচ্ছা!এটা মুক্তিযোদ্ধা ও বংশধরদের দোষ!নিয়োগ প্রক্রিয়ার ত্রুটির দায় কি কোটার ?

করুণাধারা বলেছেন:কিন্তু বাস্তবে দেখা গেছে কোটার অপূর্ণ পদগুলো খালি থাকছে।
কেন ? কারণটা কী ? আপনাদ দাবি অনুযায়ী কোটাধারীরা বিন্দুমাত্র পরিশ্রম না করে কোটা দিয়ে সবকিছু পেড়ে খেতে চান, মেধাবীদের মাথার উপর দিয়ে চলতে চান। সেই উদ্দেশ্য মাথায় রেখেই যদি কোটা করা হয়, তাহলে তা আবার অপূর্ণ থাকে কেন ?

করুণাধারা বলেছেন:এভাবে কাউকে নির্দিষ্ট বিবেচনায় অগ্রাধিকার দিতে গিয়ে অনেকেই তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এটাই বৈষম্য। এটা দূর হতে হবে।
৯২ শতাংশ মেধাধারির পরও বৈষম্য।নিয়োগ প্রক্রিয়ার ত্রুটির জন্য ৮ শতাংশেও যেহেতু এর অনেকটাই পেয়েছে ভুয়া মুক্তিযোদ্ধার নাতিপুতিরা, আবার প্রকৃত মুক্তিযোদ্ধার ভুয়া সন্তানেরা। তাই এটা দূর করা কাম্য। তা এর পদ্ধতিটা কি সাধারণ মানুষকে জিম্মি করা, মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করা, ২৫ মার্চের কাল রাত্রিকে তুলনায় আনা, পাক হানাদারদের হামলাকে তুলনায় আনা ? ব্লগে এসে গালাগাল করা। আমি বলছি না আপনি করছেন। কিন্তু কোটা আন্দোলনের নামে অনেকেই করছেন।

৯| ১৭ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:৫৬

আসাদুজ্জামান(আসাদ) বলেছেন: নিমো বলেছেন: মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করা, ২৫ মার্চের কাল রাত্রিকে তুলনায় আনা, পাক হানাদারদের হামলাকে তুলনায় আনা ? গে এসে গালাগাল করা। আমি বলছি না আপনি করছেন। কিন্তু কোটা আন্দোলনের নামে অনেকেই করছেন।

এটার উত্তর আমি এর আগে একটা ব্লগ পোস্টে দিয়েছি ভাই , আপনারা এত চিপকান চিপকাইতেছেন এখন এটা তিতা হয়ে যাচ্ছে এবং মানুষ আপনাদের প্রতি অতিষ্ট হয়ে বীর মুক্তিযোদ্ধাদের দিকে আঙ্গুল তুলছে(যদিও এটা কাম্য না)।

https://www.somewhereinblog.net/blog/ASADjhd/30363140

১০| ১৭ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:১১

করুণাধারা বলেছেন: @ নিমো, করে google করে দেখে নিন, সেখানে বিস্তারিত পেয়ে যাবেন শতাংশের হিসাব। ‌

বলা হয়েছে, মোট আসন সংখ্যার মধ্যে (১০০%) মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ শতাংশ কোটা রাখা হয়েছে। দেখা গেছে সেখানে সর্বোচ্চ ৮% প্রার্থী পাওয়া গেছে। অর্থাৎ ২২ শতাংশ পদে প্রার্থী পাওয়া যায় নি, এবং এগুলো অধিকাংশ ক্ষেত্রে শূন্য থেকে গেছে। এখানে আপনি ৯২ শতাংশ কোথায় পেলেন?

এটা খুব বেসিক অঙ্ক। এত বেসিক অঙ্ক বোঝাতে হয়রান লাগছে।

১১| ১৭ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:২৮

নিমো বলেছেন: করুণাধারা বলেছেন: @ নিমো, করে google করে দেখে নিন, সেখানে বিস্তারিত পেয়ে যাবেন শতাংশের হিসাব।
view this link যুগান্তরের লিংক দিলাম। যুগান্তর আর যাই হোক আওয়ামীলীগের মুখপাত্র নয়।

করুণাধারা বলেছেন: এটা খুব বেসিক অঙ্ক। এত বেসিক অঙ্ক বোঝাতে হয়রান লাগছে।
স্বৈরাচার পতনের অঙ্কটাতো বসিক না, জটিল। এত তাড়তাড়ি হয়রাণ হলে চলবে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.