নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ফেসবুক আইডি এখানে দিয়েছিলাম,ওরা আমাকে মেসেঞ্জারে হুমকি দেয়। তাই ডিলেট করে দিলাম।

আসাদুজ্জামান(আসাদ)

সামান্য একজন মানুষ

আসাদুজ্জামান(আসাদ) › বিস্তারিত পোস্টঃ

যিনি কোটা চাচ্ছেন, আপনাকেই বলছি-

০৬ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:৫১


আপনার নিজের ভালোর জন্য হলেও কোটা বয়কট করা উচিৎ। কারণ-



ধরুন আপনার সন্তানকে একটা স্কুলে ভর্তি করেছেন, সেখানে যিনি শিক্ষক তিনি আপনার সন্তানকে ঠিকভাবে বুঝাতে পারেন না, তার মানে তিনি বেষ্ট শিক্ষক না , তাহলে আপনি কি আপনার সন্তানকে ওই স্কুলে রাখবেন? নিশ্চয় আপনার উত্তর হবে, না।
অর্থাৎ আপনি নিজেও চাচ্ছেন আপনার সন্তান বেষ্ট শিক্ষকের কাছে পড়ুক তাই তো ?
তাহলে আপনি কেন আমার সন্তানকে তুলনামূলক কম বেষ্ট শিক্ষকের কাছে পড়তে বাধ্য করছেন ?

বুঝতে পারেন নাই মনে হয়।
আমি বলতে চাচ্ছি আপনি কোটাধারী, চাকরির পরীক্ষায় যার সাথে কম্পিটিশন করে ঐ শিক্ষকতার চাকরিটা পেয়েছেন সে তো আপনার চেয়ে বেশি মেধাবী ছিল, তাহলে কেন আপনি আমার সন্তানকে বঞ্চিত করলেন ঐ মেধাবী শিক্ষকের কাছ থেকে শিক্ষা নেওয়ার থেকে।
আবার ধরুন আপনার সন্তান অসুস্থ, আপনি যে ডাক্তারের কাছে নিয়ে গেছেন তিনিও অতটা পরিশ্রমী না, নিজে থেকে ঘেটে আপডেট চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে ওরকম ধারণা রাখে না। আপনার সন্তানকে বেষ্ট চিকিৎসা দিতে পারলো না ,আপনাকেই কিন্তু তখন দৌড়াতে হবে ইন্ডিয়া,থাইল্যান্ড বা সিঙ্গাপুর। তখন আপনার কেমন লাগবে? নিশ্চয় ভালো লাগবে না ,তাই না ?

এখানে আমি দুইটা ডিপার্টমেন্টের কথা উল্লেখ করেছি, আসলে আমি বলতে চেয়েছি সকল ডিপার্টমেন্টের কথা। আপনি যে ডিপার্টমেন্ট থেকেই সেবা নিতে চান সেই ডিপার্টমেন্টে যদি পারফেক্ট মানুষটা থাকে তাহলে আল্টিমেটলি আপনি বা আপনার সন্তানই কিন্তু ভালো সার্ভিস পাবেন।

আমি কোটাধারীদেরকে ছোট করে দেখছি না , কিন্তু আপনি কেন কোটার মুখাপেক্ষী হয়ে বসে থাকবেন ? কেন আপনি স্কুলের বেষ্ট ছাত্রটায় হওয়ার ট্রাই করেন না ? কেন আপনি চাকরির পরীক্ষায় মেধার ভিত্তিতে সবার প্রথমে নিজের রোলটা দেখার ট্রাই করবেন না ?

আপনি যতটা সময় কোটা বহাল রাখার দাবিতে রাস্তায় নামছেন ততটা সময় পড়ুন না প্লিজ ,আপনিও পারবেন।

আপনি কেন পারবেন না নিজেকে কি একবার সে প্রশ্ন করেছেন? একবার ভেবে দেখুনতো সেদিন যদি আপনার বাবা/দাদা যুদ্ধক্ষেত্রে আপনার মত অন্য কারো সাহায্যের দিকে তাকিয়ে থাকতো তাহলে কি এ দেশটা স্বাধীন হতো?

আপনাকে পারতেই হবে ইনশাআল্লাহ, কারণ আপনি মুক্তিযোদ্ধার সন্তান বা নাতী। আপনার বাবা বা দাদাও এমন মনে সাহস রেখেছিলো বলেই হয়তো আজ আমরা একটা স্বাধীন দেশে বসবাস করতে পারছি।

আপনি সাহস রেখে পড়ুন প্লিজ।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৪৪

ঢাবিয়ান বলেছেন: জ্বি আমার কোটা লাগবেই। আমার বাপ, দাদা, নানা সবার মুক্তিযুদ্ধার ভুয়া সার্টিফিকেট আছে। আমার পড়াশোনা কইরা বিসিএস পরীক্ষায় বসার যোগ্যতাও নাই, সময়ও নাই। যে কোন মূল্যে আমি সরকারী চাকরিতে ঢুকে, বেনজির মতিউরের মত হাজার কোটী টাকা কামাইতে চাই।

২| ০৬ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৪১

কামাল১৮ বলেছেন: কোটা ব্যবস্থা।বাতিল করতে হলে কোর্টের নির্দেশ লাগবে।প্রশাসন একবার বাতিল করেছিলো কোর্ট পুনর্বহাল করেছে।এখন রাস্তায় না নেমে কোর্টে যেতে হবে।

৩| ০৭ ই জুলাই, ২০২৪ রাত ৩:২৩

হাসান কালবৈশাখী বলেছেন:
কোটাধারিরা মেধাবী নয়। এটা সম্পুর্ন অসত্য।
কোটা প্রার্থি ও সাধারন প্রার্থি একই মানে জিপিএ ও একই প্রশ্নপত্রে নিয়োগ পরিক্ষা হয়। উত্তির্ন সকল প্রার্থিদের মেধা কাগজে কলমে সমান। এরপরও কুচক্রিরা বার বার বলে যাচ্ছে 'কোটাধারিরা মেধাবী নয়'।

০৭ ই জুলাই, ২০২৪ সকাল ১০:০৩

আসাদুজ্জামান(আসাদ) বলেছেন: ভাই, কোটাধারীরা মেধাবী হলে কোটা কেন লাগবে ? আমি তো এভারেজ মেধাবীর কাছে সেবা নিতে চাই না। আমি সবচেয়ে মেধাবীর থেকে সেবা নিতে চাই।

৪| ০৭ ই জুলাই, ২০২৪ রাত ৩:২৬

হাসান কালবৈশাখী বলেছেন:
পৃথিবীর সব উন্নত দেশেই কোটা আছে।
কিছু মানুষের অগ্রাধিকার আছে যা সংবিধান দ্বারা স্বীকৃত। আমেরুকা কানাডা পাশের দেশ ভারতেও আছে।
অকৃতজ্ঞ কিছু বাংলাদেশী যেখানে অতি জরুরি একটি সেতুই চায় না, কোটা তো আরো দূরের ব্যাপার।

০৭ ই জুলাই, ২০২৪ সকাল ১০:০৫

আসাদুজ্জামান(আসাদ) বলেছেন: কিছু মানুষের অবশ্যই অগ্রাধিকার আছে ,তবে সেটা প্রতিবন্ধীদের দেওয়া উচিত। কিন্তু একজন সুস্থ-সবল মানুষ নিজে না পরে কেন কোটার দিকে তাকিয়ে থাকবে?

৫| ০৭ ই জুলাই, ২০২৪ সকাল ৯:২০

ধুলো মেঘ বলেছেন: হাসান কালবৈশাখী, কোটাধারীরা অবশ্যই মেধাবী। কিন্তু অনেক কম মেধাবী। একই পদের জন্য একজন বেশি মেধাবী আর একজন কম মেধাবী ব্যক্তি আবেদন করলে আপনি কাকে বেশি যোগ্য মনে করবেন?

৬| ০৭ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:৩২

বিদ্রোহী পুরুষ বলেছেন: আমজনতা -ঃ কোটাধারীরা মেধাবী হলে কোটা কেন লাগবে?

পরজীবি কোটাধারী -ঃ জ্বী, আমার লাগবেই, লাগবেই, লাগবেই। আমরা মেধাবী পরজীবি, কোটা কিন্তু লাগবে আমার। কারন তেপ্পান্ন বছর আগে তোদেরকে উদ্বার করেছে আমার বাপ, দাদা, নানা। সেই উদ্ধারের দাম তুই দিবি তো দিবিই, তোর বাপ-মা, স্ত্রী, সন্তান এমনকি তোর নাতি পুতিরাও দিবে।
তাছাড়া তুই জানিস না আমাদের হাইকোর্ট আছে আর আমাদের হাইকোর্টের ওর্ডার আছে? যা, হাইকোর্টে যা।

৭| ০৭ ই জুলাই, ২০২৪ রাত ১১:৩৬

হাসান কালবৈশাখী বলেছেন:
হ ভাই, কোটাধারিরা কম মেধাবী, রাজাকারের বাচ্চারা বেশী মেধাবী।
মেধাবীদের ভেতর মুক্তিযুদ্ধের পক্ষের প্রার্থিরা থাকবে কেন? একটাও থাকতে পারবে না। সব চাকরি পাবে রাজাকার আল বদরের আন্ডা বাচ্চারা। মুক্তিযুদ্ধের কোন চিহ্ন রাখা যাবে না।


@ধুলো মেঘ - কোটাধারীরা কম মেধাবী নয়।
নির্বাচিত প্রার্থিদের ভেতর উচ্চ নাম্বার বা সবচেয়ে মেধাবী বলে কিছু নেই। নিয়োগ পরীক্ষা জিপিএ বা সিজিপিএ ইত্যাদি। প্যানেলে হিসেবে সবাই সমান।
মুক্তিযোদ্ধার পক্ষ অগ্রাধিকার পাবে। পেতেই হবে। এটা অবশ্যই নিশ্চিত করতে হবে।
রাজাকার আল বদরের ছানাপোনারা অযুহাত মেরে চিল্লাচিল্লি করবে কিন্তু কোন লাভ হবে না।


০৮ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৫৩

আসাদুজ্জামান(আসাদ) বলেছেন: আচ্ছা কথায় কথায় রাজাকার-আলবদর শব্দ ব্যবহার করেন নিজেকে পাগল মনে হয় না ?

আপনারা সামান্য কয়েকজন কেন যুক্তি বুঝতে চান না ? আপনি এতই মেধাবী হইলে কোটা কেন লাগবে ? যদি কোটার কোনো সুবিধা কোটাধারীরা না পেয়েই থাকে, তাহলে কোটা কেন রাখতে হবে ? আমার মনে হয় আমরা যারা রাস্তায় নামি না ,তাদেরও রাস্তায় নামা উচিৎ আপনাদের মত মানুষদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য।

ভাই এই লেখায় ক্লিয়ার করে বলা আছে ,আমরা যজ্ঞতাসম্পূর্ণ মানুষদেরকেই আমাদের সেবার জন্য চাই। আপনারা যে ফ্যাসিলিটিজ পাচ্ছেন প্রয়োজনে আপনাদের আরো ফ্যাসিলিটিজ দিক। আরো টাকা-পয়সা, ডুপ্লেক্স বাড়ি বানিয়ে দিক। কিন্তু সেবার জায়গাতে যেন পারফেক্ট মানুষটা থাকে। কিন্তু আপনি যুক্তিই বুঝেন না ,আপনার মত মানুষই তো ঐসব পোস্ট হোল্ড করবে ,তাহলে আর কি সেবায় বা পাবো বলেন ?

৮| ০৮ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:০০

বাউন্ডেলে বলেছেন: মুক্তিযোদ্ধা কোটার বিরোধীতা কারীরা, কোন ক্রমেই মেধাবী নয়। কারন তাদের “বংশধারার জ্বীনগত বৈশিষ্ট্য” সম্পর্কে ধারনা নেই।

৯| ০৮ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:০১

বাউন্ডেলে বলেছেন: যে জাতি মাত্র ৩ লাখ মুক্তিযোদ্ধা পরিবারকে স্বাধীনতার সুফল দিতে অপারগ, তারা কি ভাবে পুরোজাতিকে সুফল দিবে।

০৮ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:৩৮

আসাদুজ্জামান(আসাদ) বলেছেন: ভাই আপনাদেরকে আর কি সুফল দিলে এই জাতির দায় মিটবে বলতে পারেন? বাংলাদেশের অন্য নাগরিকের তুলনায় আপনাদেরকে অনেক কিছুই তো দেওয়া হচ্ছে, এটা নিয়ে কখনোই কেউ কিছু বলে নাই। কোন সাধারণ নাগরিক বাড়ি পেয়েছে বলতে পারেন ? কোন সাধারণ নাগরিক মাসে মাসে ভাতা বা বোনাস পাচ্ছে বলতে পারেন ? আর মুক্তিযোদ্ধারা কি কোন কিছুর বিনিময় পাওয়ার জন্য যুদ্ধ করেছিল?

কিন্তু আপনারা কেন বুঝতে চাচ্ছেন না।

ভাই মেধাবীরা যোগ্য জায়গায় গেলে আপনাদের লাভ আছে,আপনারাও ভালো সেবা পাবেন।

১০| ০৮ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:৪২

বাউন্ডেলে বলেছেন: লেখক বলেছেন:ভাই মেধাবীরা যোগ্য জায়গায় গেলে আপনাদের লাভ আছে,আপনারাও ভালো সেবা পাবেন।

মুক্তিযোদ্ধা কোটার বিরোধীতা কারীরা, কোন ক্রমেই মেধাবী নয়। কারন তাদের “বংশধারার জ্বীনগত বৈশিষ্ট্য” সম্পর্কে ধারনা নেই।

০৮ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:৫৮

আসাদুজ্জামান(আসাদ) বলেছেন: জি ভাই ঠিক ই বলেছেন শুধু ঐ ৩ লাখ ই মেধাবী, বিরোধীতা কারীরা মেধাবী না।

আর একটা কাজ করলেই হয়, ঐ ৩ লক্ষ পরিবারকেই শুধু দেশের নাগরিক ঘোষনা করা হোক। বাকি সবাই ২-৩ বছর পরপর ভিসা রিনিউ করবে। যারা ভিসা রিনিউ করবে না তাদের কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হোক। কোটা-ফোটার ঝামেলাই থাকবেনা।

১১| ০৮ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৩৬

বাউন্ডেলে বলেছেন: লেখক বলেছেন:আর একটা কাজ করলেই হয়, ঐ ৩ লক্ষ পরিবারকেই শুধু দেশের নাগরিক ঘোষনা করা হোক। বাকি সবাই ২-৩ বছর পরপর ভিসা রিনিউ করবে। যারা ভিসা রিনিউ করবে না তাদের কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হোক। কোটা-ফোটার ঝামেলাই থাকবেনা।
৭ কোটী মানুষকে যারা স্বাধীনতার স্বাদ দিয়েছে-
তারা কি সাধারন মানুষ ?
তাদেরকে কি আমাদের কাতারে দাড় করােনো উচিৎ ?

১০ ই জুলাই, ২০২৪ সকাল ১০:৫৩

আসাদুজ্জামান(আসাদ) বলেছেন: তারা স্বাধীনতার সাদ দিয়েছে যে কারণে তাদেরকে মাথায় তুলে রেখেছে এ জাতি , কি দেয়নি তাদের? সম্মান-অর্থ সব ই দিয়েছে। কিন্তু এখন তাদের নাতি-পুতিরা অতিরিক্ত করে ফেলছে।

আর তারা যুদ্ধ এই ৭ কোটি মানুষের জন্য শুধু করে নাই, নিজের জন্যও করেছে। এমন না যে তাদেরকে পারিশ্রমিকের বিনিময়ে ৭ কোটি লোক যুদ্ধে যেতে বলেছিলো। তারা নিজেদের জন্য গিয়েছে,কিন্তু এখন বিনিময় চাচ্ছে।

১২| ০৯ ই জুলাই, ২০২৪ সকাল ১১:২৭

ধুলো মেঘ বলেছেন: হাসান কালবৈশাখী, মুক্তিযোদ্ধা ছাড়া আর সবাই তাহলে রাজাকারের ছানা পোনা! সাবাস! এই না হলে ছাত্রলীগ? আপনি তাহলে কেবল মুক্তিযোদ্ধাদের নাতিপুতি নিয়ে দেশ গড়তে চান? মুক্তিযোদ্ধাদেরকে পুরো দেশ দিয়েই দিক - আমার কোন আপত্তি নেই। কিন্তু তাদের নাতি-পুতিরা কেন? তারা কোন দিক দিয়ে সুবিধা পাবার অধিকারী? কেবল জন্ম নিয়ে মুস্কিযোদ্ধা দাদা নানা পেয়েছে বলেই তাঁদেরকে অগ্রাধিকার দিতে হবে? সংবিধান অনুযায়ী এটা কি বৈষম্য নয়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.