নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামান্য একজন মানুষ
জি আপনারা ঠিকই বলেছেন ,যত দ্রুত সম্ভব হাইড্রোজেন পার-অক্সাইডের কারখানা বন্ধ করে দিতে হবে ,না হলে দেশ অচল হয়ে হবে ।
আচ্ছা যারা আন্দোলন করছে এদের মাথায় কি কিছু নাই ? এখানে হাইড্রোজেন পার-অক্সাইডের কি সমস্যা। সমস্যা হয়েছে ডিপোতে ,হয়তো তাদের সেখানে অব্যবস্থ্যপনা ছিলো। এখানে আন্দোলন করলে যে বা যারা অডিট করে এগুলো এপ্রুভ দিয়েছে তাদের বিরুদ্ধে করতে পারে। অথচ তা না করে টেক্সটাইল শিল্পের একটি অপরিহার্য ক্যামিকেল এর বিরুদ্ধে লেগেছে। যেটা কয়েকবছর আগেও রাশিয়া সহ অন্য দেশ থেকে অনেক বেশি প্রাইসে ইম্পোর্ট করতে হতো।
আন্দোলন করলে করতে পারে কনসার্ন ডিপার্টমেন্ট এর বিরুদ্ধে যারা ফায়ার সার্ভিসকে রাসায়নিকের আগুন নেভানোর জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করে নাই। ফায়ার সার্ভিস দ্রুত কার্যকরী একশন নিতে পারলে হয়তো এত ক্ষতি নাও হতে পারতো ।
আপনি যদি প্রিভেন্টিভ একশন নিতেই চান তাহলে সেটা হতে পারে কিভাবে এই ক্যামিকেল গুলো সংরক্ষন বা হ্যান্ডলিং করবে সেটার বিষয়ে প্রশিক্ষণ এবং তদারকি করা। এপ্রুভাল দেওয়ার পরে ফলোআপ অডিট করা। এক্সিডেন্ট হলে সেটাকে কত দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় সেটার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা। কিন্তু তা না করে আপনি চাচ্ছেন ফ্যাক্টরি উচ্ছেদ করতে। আপনাদের শুভবুদ্ধির উদয় হোক...
২| ০৭ ই জুন, ২০২২ দুপুর ১:৩৬
রাজীব নুর বলেছেন: সিএনজি'তে বসলে মনে হয় লকাপে আছি। কারন জিজ্ঞেস করলে বলে ছিনতাই থেকে বাঁচার জন্য এ ব্যবস্থা। তাহলে ছিনকারীদের গ্রেফতার কর। ছিনতাইকারীদের গ্রেফতার না করে যাত্রীকে চিপায় বন্ধী কেন? এই হইলো অবসস্থা।
৩| ০৭ ই জুন, ২০২২ দুপুর ১:৪২
শূন্য সারমর্ম বলেছেন:
সঠিক ব্যবস্থাপনা খুবই কঠিন কাজ বাঙালির জন্য, সহজ হলো 'একেবারে বন্ধ করে দেয়া।
৪| ০৭ ই জুন, ২০২২ দুপুর ২:১২
ঋণাত্মক শূণ্য বলেছেন: ইন্টারনেট দিয়ে ব্লগ চালানো, আর ব্লগ দিয়ে ইন্টারনেট চালানো...... মূল সমস্যা মানুষের না; সমস্যা যারা সচেতনতা তৈরী করবার দ্বায়িত্বে আছে, তারাই দ্বায়িত্ব পালন করছে না। এজন্য মানুষের মধ্যে ভুল ধারণার জায়গা করে নিতে পারছে, মানুষ ভুলটা চাইছে।
৫| ০৭ ই জুন, ২০২২ বিকাল ৫:৪০
খাঁজা বাবা বলেছেন: এই পদার্থ কতটা ভয়ংকর হতে পারে তা আমরা দেখেছি।
এর উৎপাদন ও মজুদ জনবহুল এলাকায় হওয়া উচিত নয়।
©somewhere in net ltd.
১| ০৭ ই জুন, ২০২২ দুপুর ১:০২
সোনাগাজী বলেছেন:
প্রায় বাংগালীর পেটে সমস্যা আছে, এতে যেই পরিমাণ হাইড্রোজেন পার-অক্সাইড উৎপন্ন হয়, উহা সংগ্রহ করলে, আলাদাভাবে প্রস্তুত করা লাগবে না।